ETV Bharat / bharat

সোমবার পর্যন্ত চিদম্বরমকে CBI হেপাজতের নির্দেশ আদালতের - পি চিদম্বরম

পি চিদম্বরমকে পাঁচদিন হেপাজতে চেয়েছিল CBI । তাঁকে 26 অগাস্ট পর্যন্ত CBI হেপাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত ৷ ওইদিন তাঁকে ফের আদালতে পেশ করবে CBI ৷

পি চিদম্বরম
author img

By

Published : Aug 22, 2019, 4:07 PM IST

Updated : Aug 22, 2019, 7:02 PM IST

দিল্লি, 22 অগাস্ট : পি চিদম্বরমকে 26 অগাস্ট পর্যন্ত CBI হেপাজতের নির্দেশ দিল আদালত । তবে প্রতিদিন 30 মিনিটের জন্য চিদম্বরমের সঙ্গে দেখা করতে পারবেন তাঁর আইনজীবী ও পরিবারের সদস্যরা ৷ 26 অগাস্ট ফের তাঁকে আদালতে পেশ করবে CBI ৷

গতরাতে গ্রেপ্তারের পর আজ প্রাক্তন অর্থ ও স্বরাষ্ট্রমন্ত্রীকে আজই বিশেষ CBI আদালতে তোলা হয় । CBI-র হয়ে লড়ছেন সলিসিটর জেনেরাল তুষার মেহতা । চিদম্বরমের হয়ে লড়েন কপিল সিব্বল ও অভিষেক মনু সিংভি ।

তিনি বলেন, "নীরবতার অধিকার সাংবিধানিক অধিকার । তাতে আমাদের কোনও সমস্যা নেই । তবে তিনি (চিদম্বরম) তদন্তে অসহযোগিতা করেছেন । তিনি প্রশ্নোর জবাব দেননি ।" সলিসিটর জেনেরাল আরও জানান যে CBI-র আবেদনের পর পি চিদম্বরমের নামে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল এবং সেই ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে । তিনি আরও বলেন, "এটি অর্থ পাচারের একটি দৃষ্টান্তমূলক মামলা । আমরা প্রি চার্জশিট পর্যায়ে রয়েছি । ওনা কাছে তথ্য আছে অথচ উনি অসহযোগিতা করেছেন ।"

পালটা চিদম্বরমের পক্ষে দাঁড়ানো কপিল সিব্বল বলেন, "এই মামলার আসামি হলেন কার্তি চিদাম্বরম । যাকে 2018 সালের মার্চে দিল্লি হাইকোর্ট জামিন মঞ্জুর করে । সুপ্রিম কোর্টও এই নির্দেশে হস্তক্ষেপ করেনি । অন্য আসামিরাও জামিন পেয়েছে । জামিন পায়নি পিটার মুখোপাধ্যায় ও ইন্দ্রাণী মুখোপাধ্যায় ।" কপিল সিব্বল আরও বলেন, "খসড়া চার্জশিট প্রস্তুত হওয়ায় তদন্ত শেষ হয়েছে । অনুমোদন চাওয়া হয়েছিল । ফরেন ইনভেস্টমেন্ট প্রোমোশন বোর্ডের অনুমোদন দিয়েছিলেন 6জন কেন্দ্রীয় সচিব । এবিষয়ে প্রামাণ্য নথি রয়েছে । অথচ কেউ গ্রেপ্তার হয়নি । চিদাম্বরম কখনও জেরা এড়িয়ে যাননি ।" তিনি বলেন, "গতরাতে CBI জানিয়েছিল যে তারা চিদাম্বরমকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল । আজ বেলা বারোটা পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করেনি এবং পরে তাঁকে কেবল 12টি প্রশ্ন জিজ্ঞাসা করেছে । সেই প্রশ্নগুলির সঙ্গে চিদম্বরমের কোনও সম্পর্ক নেই । এখনই CBI-কে জানাতে হবে তারা কোন প্রশ্ন জিজ্ঞাসা করতে চাইছে ।"

আদালতে করা সওয়ালে খানিকটা ঘুরিয়ে রাজনৈতিক প্রতিহিংসার কথা তুলে ধরেন । বলেন, এটি এমন একটি মামলা যার সঙ্গে প্রমাণের যোগ নেই । তবে অন্য কোনও কিছুর যোগ আছে । যদি কোনও বিচারক রায় দেওয়ার জন্য সাত মাস সময় নিয়ে থাকেন (চিদম্বরমের আগাম জামিন প্রত্যাখ্যান করে দিল্লি হাইকোর্টের রায়) । তাহলে কি রক্ষাকবচ চিদাম্বরম পেয়েছিলেন?" চিদম্বরমের হয়ে দাঁড়ানো আরেক আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, "CBI-র করা গোটা মামলাটি ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের কাছে থাকা তথ্য-প্রমাণ এবং একটি কেস ডায়েরির ভিত্তিতে ।" সওয়ালে তিনি বলেন, "যদি তদন্তকারী সংস্থা আমাকে পাঁচবার ফোন করে এবং আমি না যাই, তবে অসহযোগিতা করছি বলা যাবে । তারা যে উত্তর চাইছে তা না দেওয়া হলে তা অসহযোগিতা? CBI পি চিদম্বরমকে একবার ডেকেছিল এবং তিনি যান । তাহলে অসহযোগিতা কোথায়?

এরপর পি চিদম্বরম আদালতে কিছু বলতে চান বলে জানান । যদিও তার বিরোধিতা করেন তুষার মেহতা । পালটা অভিষেক মনু সিংভি বলেন, দিল্লির হাইকোর্টের রায় রয়েছে এনিয়ে । তাতে বলা হয়েছে যে অভিযুক্ত তার পক্ষে কিছু বলতে পারে । পালটা সলিসিটর জেনেরাল তুষার মেহতা বলেন, পি চিদাম্বরম অত্যন্ত বুদ্ধিমান হওয়ার কারণে তদন্তে সহযোগিতা না করার প্রচুর সম্ভাবনা রয়েছে । তিনি আরও বলেন, চিদম্বরমের ছেলে কার্তিকেও হেপাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল । তুষার মেহতা বলেন, "জিজ্ঞাসাবাদ করার অধিকার আমাদের রয়েছে । আর CRPC-র অধীনে দেশের প্রতি এটা আমার কর্তব্য । আমরা অভিযুক্তদের আরও জিজ্ঞাসাবাদ করতে কেবল আদালতের অনুমতি চাইছি ।"

এরপর চিদম্বরম আদালতকে বলেন, "দয়া করে প্রশ্নোত্তরগুলি দেখুন । এখানে কোনও প্রশ্ন নেই যার উত্তর আমি দিইনি । দয়া করে প্রতিলিপিটি পড়ুন । তারা জিজ্ঞাসা করেছিল, বিদেশে আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে কি না । উত্তরে বলেছি না । তারা আমার ছেলের বিদেশে অ্যাকাউন্ট আছে কি না জিজ্ঞাসা করেছিল । উত্তরে আমি হ্যাঁ বলেছি ।"

দিল্লি, 22 অগাস্ট : পি চিদম্বরমকে 26 অগাস্ট পর্যন্ত CBI হেপাজতের নির্দেশ দিল আদালত । তবে প্রতিদিন 30 মিনিটের জন্য চিদম্বরমের সঙ্গে দেখা করতে পারবেন তাঁর আইনজীবী ও পরিবারের সদস্যরা ৷ 26 অগাস্ট ফের তাঁকে আদালতে পেশ করবে CBI ৷

গতরাতে গ্রেপ্তারের পর আজ প্রাক্তন অর্থ ও স্বরাষ্ট্রমন্ত্রীকে আজই বিশেষ CBI আদালতে তোলা হয় । CBI-র হয়ে লড়ছেন সলিসিটর জেনেরাল তুষার মেহতা । চিদম্বরমের হয়ে লড়েন কপিল সিব্বল ও অভিষেক মনু সিংভি ।

তিনি বলেন, "নীরবতার অধিকার সাংবিধানিক অধিকার । তাতে আমাদের কোনও সমস্যা নেই । তবে তিনি (চিদম্বরম) তদন্তে অসহযোগিতা করেছেন । তিনি প্রশ্নোর জবাব দেননি ।" সলিসিটর জেনেরাল আরও জানান যে CBI-র আবেদনের পর পি চিদম্বরমের নামে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল এবং সেই ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে । তিনি আরও বলেন, "এটি অর্থ পাচারের একটি দৃষ্টান্তমূলক মামলা । আমরা প্রি চার্জশিট পর্যায়ে রয়েছি । ওনা কাছে তথ্য আছে অথচ উনি অসহযোগিতা করেছেন ।"

পালটা চিদম্বরমের পক্ষে দাঁড়ানো কপিল সিব্বল বলেন, "এই মামলার আসামি হলেন কার্তি চিদাম্বরম । যাকে 2018 সালের মার্চে দিল্লি হাইকোর্ট জামিন মঞ্জুর করে । সুপ্রিম কোর্টও এই নির্দেশে হস্তক্ষেপ করেনি । অন্য আসামিরাও জামিন পেয়েছে । জামিন পায়নি পিটার মুখোপাধ্যায় ও ইন্দ্রাণী মুখোপাধ্যায় ।" কপিল সিব্বল আরও বলেন, "খসড়া চার্জশিট প্রস্তুত হওয়ায় তদন্ত শেষ হয়েছে । অনুমোদন চাওয়া হয়েছিল । ফরেন ইনভেস্টমেন্ট প্রোমোশন বোর্ডের অনুমোদন দিয়েছিলেন 6জন কেন্দ্রীয় সচিব । এবিষয়ে প্রামাণ্য নথি রয়েছে । অথচ কেউ গ্রেপ্তার হয়নি । চিদাম্বরম কখনও জেরা এড়িয়ে যাননি ।" তিনি বলেন, "গতরাতে CBI জানিয়েছিল যে তারা চিদাম্বরমকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল । আজ বেলা বারোটা পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করেনি এবং পরে তাঁকে কেবল 12টি প্রশ্ন জিজ্ঞাসা করেছে । সেই প্রশ্নগুলির সঙ্গে চিদম্বরমের কোনও সম্পর্ক নেই । এখনই CBI-কে জানাতে হবে তারা কোন প্রশ্ন জিজ্ঞাসা করতে চাইছে ।"

আদালতে করা সওয়ালে খানিকটা ঘুরিয়ে রাজনৈতিক প্রতিহিংসার কথা তুলে ধরেন । বলেন, এটি এমন একটি মামলা যার সঙ্গে প্রমাণের যোগ নেই । তবে অন্য কোনও কিছুর যোগ আছে । যদি কোনও বিচারক রায় দেওয়ার জন্য সাত মাস সময় নিয়ে থাকেন (চিদম্বরমের আগাম জামিন প্রত্যাখ্যান করে দিল্লি হাইকোর্টের রায়) । তাহলে কি রক্ষাকবচ চিদাম্বরম পেয়েছিলেন?" চিদম্বরমের হয়ে দাঁড়ানো আরেক আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, "CBI-র করা গোটা মামলাটি ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের কাছে থাকা তথ্য-প্রমাণ এবং একটি কেস ডায়েরির ভিত্তিতে ।" সওয়ালে তিনি বলেন, "যদি তদন্তকারী সংস্থা আমাকে পাঁচবার ফোন করে এবং আমি না যাই, তবে অসহযোগিতা করছি বলা যাবে । তারা যে উত্তর চাইছে তা না দেওয়া হলে তা অসহযোগিতা? CBI পি চিদম্বরমকে একবার ডেকেছিল এবং তিনি যান । তাহলে অসহযোগিতা কোথায়?

এরপর পি চিদম্বরম আদালতে কিছু বলতে চান বলে জানান । যদিও তার বিরোধিতা করেন তুষার মেহতা । পালটা অভিষেক মনু সিংভি বলেন, দিল্লির হাইকোর্টের রায় রয়েছে এনিয়ে । তাতে বলা হয়েছে যে অভিযুক্ত তার পক্ষে কিছু বলতে পারে । পালটা সলিসিটর জেনেরাল তুষার মেহতা বলেন, পি চিদাম্বরম অত্যন্ত বুদ্ধিমান হওয়ার কারণে তদন্তে সহযোগিতা না করার প্রচুর সম্ভাবনা রয়েছে । তিনি আরও বলেন, চিদম্বরমের ছেলে কার্তিকেও হেপাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল । তুষার মেহতা বলেন, "জিজ্ঞাসাবাদ করার অধিকার আমাদের রয়েছে । আর CRPC-র অধীনে দেশের প্রতি এটা আমার কর্তব্য । আমরা অভিযুক্তদের আরও জিজ্ঞাসাবাদ করতে কেবল আদালতের অনুমতি চাইছি ।"

এরপর চিদম্বরম আদালতকে বলেন, "দয়া করে প্রশ্নোত্তরগুলি দেখুন । এখানে কোনও প্রশ্ন নেই যার উত্তর আমি দিইনি । দয়া করে প্রতিলিপিটি পড়ুন । তারা জিজ্ঞাসা করেছিল, বিদেশে আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে কি না । উত্তরে বলেছি না । তারা আমার ছেলের বিদেশে অ্যাকাউন্ট আছে কি না জিজ্ঞাসা করেছিল । উত্তরে আমি হ্যাঁ বলেছি ।"

New Delhi, Aug 22 (ANI): Dravida Munnetra Kazhagam (DMK) led all-party demonstration at Jantar Mantar in Delhi on August 22. They were demanding the "release of leaders detained in Jammu - Kashmir". Congress leader Ghulam Nabi Azad, RJD leader Manoj Jha also participated in the protest. CPI (M) leaders Sitaram Yechury and Brinda Karat, and Samajwadi Party (SP) leader Ram Gopal Yadav were also present.

Last Updated : Aug 22, 2019, 7:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.