দিল্লি, 13 মে : ভারতকে স্বনির্ভর হয়ে উঠতে হবে । গতকাল দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে সেকথাই বার বার বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আর তার জন্য দেশে তৈরি সামগ্রীর উপর গুরুত্ব আরোপ করতে বলেছেন । "ভোকাল ফর লোকাল" হতে বলেছেন । নরেন্দ্র মোদির এই ভাষণের পর আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্রমন্ত্রক । এখন থেকে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীগুলির ক্যান্টিনে স্বদেশি জিনিস বিক্রি হবে বলে ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । স্বরাষ্ট্রমন্ত্রকের এই সিদ্ধান্ত 1 জুন থেকে কার্যকর হবে ।
গতকালের ভাষণে প্রধানমন্ত্রী ভারতের স্বনির্ভর হয়ে ওঠার কথা বার বার বলেছেন । ভারতকে স্বনির্ভর করে তোলার জন্য দেশবাসীর কাছে তিনি স্বদেশি জিনিস ব্যবহারের আবেদন জানিয়েছেন । কারণ তাঁর মতে, ভবিষ্যতে বিশ্বকে পথ দেখাতে এই স্বনির্ভরতাই সাহায্য করবে ভারতকে ।
তিনি ভাষণ দেওয়ার সময় মনে করান, যে ব্র্যান্ডগুলি এখন বিশ্বের কাছে পরিচিত সেগুলি একসময় আঞ্চলিক ছিল । মানুষের প্রচারের ফলে এখন তা বিশ্বের কাছে পরিচিত হয়ে উঠেছে । এরপরেই তিনি "ভোকাল ফল লোকাল" হতে বলেন । তিনি দেশবাসীকে জানান, যদি দেশীয় পণ্য ব্যবহার করে সেগুলির প্রচার করা হয় তাহলে ভারতের ব্র্যান্ডগুলিও বিশ্বের কাছে পরিচিত হয়ে উঠবে ।
প্রধানমন্ত্রীর এই আবেদনের পরিপ্রেক্ষিতে আজ স্বরাষ্ট্রমন্ত্রক এই বিশেষ ঘোষণা করেন । জানান, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীগুলির ক্যান্টিনে শুধুমাত্র দেশীয় সামগ্রী বিক্রি হবে । স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "প্রত্যেক ভারতীয় যদি দেশীয় জিনিস ব্যবহার করতে শুরু করেন তাহলে আগামী পাঁচ বছরে দেশ স্বনির্ভর হয়ে উঠতে পারবে ।"