ETV Bharat / bharat

আজ সংসদে রাফাল নিয়ে CAG রিপোর্ট পেশের সম্ভাবনা - rafale

আজ রাফাল নিয়ে CAG রিপোর্ট পেশ হতে পারে সংসদে। তবে রিপোর্টটিতে দাম নিয়ে কোনও উল্লেখ নেই বলে CAG সূত্রে খবর। ২০০৭ সাল এবং ২০১৫ সালের দু'টি চুক্তির মধ্যে একটা তুলনামূলক ছবি রিপোর্টে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

রাফাল নিয়ে CAG রিপোর্ট পেশ হতে পারে সংসদে
author img

By

Published : Feb 12, 2019, 9:50 AM IST

দিল্লি, ১২ ফেব্রুয়ারি : আজ রাফাল নিয়ে CAG রিপোর্ট পেশ হতে পারে সংসদে। তবে রিপোর্টটিতে দাম নিয়ে কোনও উল্লেখ নেই বলে CAG সূত্রে খবর। ফলে ফের উত্তপ্ত হতে পারে সংসদ। এদিকে বর্তমান CAG রাফাল চুক্তির সময় অর্থসচিব ছিলেন। তা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধীরা।

জাতীয় নিরাপত্তার স্বার্থেই দাম প্রকাশ্যে আনা হবে না বলে সরকারের তরফে জানানো হয়েছিল। কিন্তু, এই দাম নিয়েই অভিযোগ তুলেছিল কংগ্রেস সহ বিরোধীরা। তাদের অভিযোগ, UPA সরকারের সময়ের ১২৬টি যুদ্ধবিমান কেনার চুক্তি বাতিল করে ৩৬টি যুদ্ধবিমান কেনার চুক্তি করা হয়। যুদ্ধবিমানের জন্য ৪১ শতাংশ দাম বেশি নেওয়ার পাশাপাশি অনিল আম্বানির সংস্থাকে সুবিধা পাইয়ে দেওয়ারও অভিযোগ ওঠে।

CAG সূত্রে খবর, ২০০৭ সাল এবং ২০১৫ সালের দু'টি চুক্তির মধ্যে একটা তুলনামূলক ছবি রিপোর্টে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

দিল্লি, ১২ ফেব্রুয়ারি : আজ রাফাল নিয়ে CAG রিপোর্ট পেশ হতে পারে সংসদে। তবে রিপোর্টটিতে দাম নিয়ে কোনও উল্লেখ নেই বলে CAG সূত্রে খবর। ফলে ফের উত্তপ্ত হতে পারে সংসদ। এদিকে বর্তমান CAG রাফাল চুক্তির সময় অর্থসচিব ছিলেন। তা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধীরা।

জাতীয় নিরাপত্তার স্বার্থেই দাম প্রকাশ্যে আনা হবে না বলে সরকারের তরফে জানানো হয়েছিল। কিন্তু, এই দাম নিয়েই অভিযোগ তুলেছিল কংগ্রেস সহ বিরোধীরা। তাদের অভিযোগ, UPA সরকারের সময়ের ১২৬টি যুদ্ধবিমান কেনার চুক্তি বাতিল করে ৩৬টি যুদ্ধবিমান কেনার চুক্তি করা হয়। যুদ্ধবিমানের জন্য ৪১ শতাংশ দাম বেশি নেওয়ার পাশাপাশি অনিল আম্বানির সংস্থাকে সুবিধা পাইয়ে দেওয়ারও অভিযোগ ওঠে।

CAG সূত্রে খবর, ২০০৭ সাল এবং ২০১৫ সালের দু'টি চুক্তির মধ্যে একটা তুলনামূলক ছবি রিপোর্টে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

New Delhi, Feb 11 (ANI): Human Resource Development Minister Prakash Javadekar today said that the government is in favour of the reservation mechanism for appointment of faculties in universities. Speaking to ANI after the Lok Sabha session he said, "Government is in favour of reservation and the department wise reservation as propounded by courts is not good because it cuts the reservation of SC/ST and OBCs. And therefore, we are now going for review, but if that doesn't work we will bring ordinance and give justice."

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.