রায়পুর, 30 মে: ব্যক্তিগত সমস্যার জেরে গুলি চালিয়ে 2 সহকর্মীকে হত্যার অভিযোগ CAF জওয়ানের বিরুদ্ধে ৷ শুক্রবার রাতে ঘটনাটি ঘটে ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় ৷ দুজন সঙ্গে সঙ্গেই মারা গিয়েছেন ৷ একজন গুরুতর জখম ৷
শুক্রবার রাতে আমদাই ঘাঁটির CAF-এর নবম ব্যাটেলিয়নের ক্যাম্পে ঘটনাটি ঘটে ৷ জায়গাটি রায়পুর জেলা থেকে 350 কিমি দূরে ছোটেডোঙ্গা পুলিশ থানার অন্তর্গত ৷ জানিয়েছেন বস্তার রেঞ্জের ইনস্পেক্টর জেনেরাল সু্ন্দররাজ পি ৷ তিনি বলেছেন, "সেনার অ্যাসিস্ট্যান্ট কমান্ডার ঘনশ্যাম কুমেতি নিজের AK-47 রাইফেল দিয়ে গুলি চালিয়ে দু'জন কর্মীকে হত্যা করেন ৷ একজন আহত হয়েছেন ৷ ওই তিনজনের সঙ্গে ঘনশ্যামের কিছু সমস্যা ছিল ৷ মৃতরা হলেন কমান্ডার বীন্ধেশ্বর সাহানি এবং হেড কনস্টেবল রামেশ্বর সাহু ৷ আহত হয়েছেন আরও এক কমান্ডার লাচ্ছুরাম প্রেমী ৷"
গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত জওয়ান ঘনশ্যাম কুমেতিকে ৷ আহত কমান্ডারকে রায়পুরের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে ৷