ETV Bharat / bharat

নেটফ্লিক্সের নামে ভুয়ো টুইটে CAA-র সমর্থনে প্রচারিত BJP-র ফোন নম্বর - বিজেপি নেটফ্লিক্স বিতর্ক

ওই ভুয়ো টুইটটিতে যে ভুয়ো ফোন নম্বরটি ব্যবহার করা হয়েছিল সেটি নিয়ে বিতর্ক ছড়ায় । দেখা যায়, 2 জানুয়ারি BJP-র অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে CAA-র সমর্থনে টুইট করা হয় । সেখানেও শেয়ার করা হয় এই একই নম্বর । টুইটে আবেদন জানানো হয় নাগরিকত্ব সংশোধনী আইনকে সমর্থন করলে 88662-88662 নম্বরে মিসড কল দিন ।

netflix
netflix
author img

By

Published : Jan 4, 2020, 10:19 PM IST

দিল্লি, 4 জানুয়ারি : পোস্টটি ভাইরাল হয়েছিল টুইটারে । মুরলিকৃষ্ণা নামে এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টুইটটি করা হয়েছিল । সেখানে একটি বিশেষ ফোন নম্বর উল্লেখ করে লেখা হয় নেটফ্লিক্সের ছয় মাসের ফ্রি সাবস্ক্রিপশন চাইলে সেই নম্বরে কল করতে হবে । টুইটটি ভাইরাল হয় । এরপরই নেটফ্লিক্সের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে আসে পালটা টুইট । জানানো হয়, ফ্রি সাবস্ক্রিপশন দিচ্ছে না নেটফ্লিক্স । টুইটটি সম্পূর্ণ ভুয়ো ।

উল্লেখ্য, ওই ভুয়ো টুইটটিতে যে ভুয়ো ফোন নম্বরটি ব্যবহার করা হয়েছিল সেটি নিয়ে বিতর্ক ছড়ায় । দেখা যায়, 2 জানুয়ারি BJP-র অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে CAA-র সমর্থনে টুইট করা হয় । সেখানেও শেয়ার করা হয় এই একই নম্বর । টুইটে আবেদন জানানো হয় নাগরিকত্ব সংশোধনী আইনকে সমর্থন করলে 88662-88662 নম্বরে মিসড কল দিন ।

  • This is absolutely fake. If you want free Netflix please use someone else's account like the rest of us. https://t.co/PHhwdA3sEI

    — Netflix India (@NetflixIndia) January 4, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুধুমাত্র BJP-র অফিসিয়াল অ্যাকাউন্ট থেকেই নয়, CAA-র সমর্থনে ওই নম্বরে মিসড কল দেওয়ার জন্য পোস্ট করা হয়েছিল BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহর অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকেও । বিষয়টি সামনে আসার সঙ্গে সমালোচনার মুখে পড়ে BJP ।

  • Want free Netflix subscription for 6 months?

    Call 8866288662 and get Username and Password.

    Promotional offer, valid only for first 1000 callers.

    Try your luck 👍🏻

    — Muralikrishna🇮🇳🇮🇱 (@MuralikrishnaE1) January 4, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এছাড়া ফোন নম্বরটি ব্যবহার করে আরও কয়েকটি ভুয়ো টুইট হয়েছে । সেগুলিতেও মানুষকে প্রলোভন দেখিয়ে ওই নম্বরে মিসড কল করার জন্য বলা হচ্ছে । এরপরেই নেটিজ়েনদের ট্রোলের শিকার হয় BJP।

  • नागरिकता संशोधन अधिनियम - 2019 को अपना समर्थन देने के लिए 8866288662 पर मिस्ड कॉल करें। #IndiaSupportsCAA pic.twitter.com/AJ819hv6Ul

    — BJP (@BJP4India) January 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দেশজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা চলছে । বিরোধীরা অভিযোগ করেছে এই আইন সংবিধানকে অসম্মান করছে । ধর্মীয় নিরপেক্ষতা লঙ্ঘন করছে এই আইন । কিন্তু BJP-র তরফে বলা হয়, বিরোধীরা সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে । এই আইন নিয়ে ভুল ধারণা তৈরি করছে । সাধারণ মানুষের এই আইন নিয়ে ধারণা স্পষ্ট হওয়া প্রয়োজন । তাই এই আইনের পক্ষে প্রচারে নামে BJP। দিল্লির রামলীলা ময়দানে সভার মাধ্যমে এই কর্মসূচির সূচনা করেন মোদি । টুইটারেও নির্দিষ্ট ওই নম্বরের কথা উল্লেখ করে নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে মিসড কল দেওয়ার প্রচার চালানো হয় দলের তরফে ।

দিল্লি, 4 জানুয়ারি : পোস্টটি ভাইরাল হয়েছিল টুইটারে । মুরলিকৃষ্ণা নামে এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টুইটটি করা হয়েছিল । সেখানে একটি বিশেষ ফোন নম্বর উল্লেখ করে লেখা হয় নেটফ্লিক্সের ছয় মাসের ফ্রি সাবস্ক্রিপশন চাইলে সেই নম্বরে কল করতে হবে । টুইটটি ভাইরাল হয় । এরপরই নেটফ্লিক্সের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে আসে পালটা টুইট । জানানো হয়, ফ্রি সাবস্ক্রিপশন দিচ্ছে না নেটফ্লিক্স । টুইটটি সম্পূর্ণ ভুয়ো ।

উল্লেখ্য, ওই ভুয়ো টুইটটিতে যে ভুয়ো ফোন নম্বরটি ব্যবহার করা হয়েছিল সেটি নিয়ে বিতর্ক ছড়ায় । দেখা যায়, 2 জানুয়ারি BJP-র অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে CAA-র সমর্থনে টুইট করা হয় । সেখানেও শেয়ার করা হয় এই একই নম্বর । টুইটে আবেদন জানানো হয় নাগরিকত্ব সংশোধনী আইনকে সমর্থন করলে 88662-88662 নম্বরে মিসড কল দিন ।

  • This is absolutely fake. If you want free Netflix please use someone else's account like the rest of us. https://t.co/PHhwdA3sEI

    — Netflix India (@NetflixIndia) January 4, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুধুমাত্র BJP-র অফিসিয়াল অ্যাকাউন্ট থেকেই নয়, CAA-র সমর্থনে ওই নম্বরে মিসড কল দেওয়ার জন্য পোস্ট করা হয়েছিল BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহর অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকেও । বিষয়টি সামনে আসার সঙ্গে সমালোচনার মুখে পড়ে BJP ।

  • Want free Netflix subscription for 6 months?

    Call 8866288662 and get Username and Password.

    Promotional offer, valid only for first 1000 callers.

    Try your luck 👍🏻

    — Muralikrishna🇮🇳🇮🇱 (@MuralikrishnaE1) January 4, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এছাড়া ফোন নম্বরটি ব্যবহার করে আরও কয়েকটি ভুয়ো টুইট হয়েছে । সেগুলিতেও মানুষকে প্রলোভন দেখিয়ে ওই নম্বরে মিসড কল করার জন্য বলা হচ্ছে । এরপরেই নেটিজ়েনদের ট্রোলের শিকার হয় BJP।

  • नागरिकता संशोधन अधिनियम - 2019 को अपना समर्थन देने के लिए 8866288662 पर मिस्ड कॉल करें। #IndiaSupportsCAA pic.twitter.com/AJ819hv6Ul

    — BJP (@BJP4India) January 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দেশজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা চলছে । বিরোধীরা অভিযোগ করেছে এই আইন সংবিধানকে অসম্মান করছে । ধর্মীয় নিরপেক্ষতা লঙ্ঘন করছে এই আইন । কিন্তু BJP-র তরফে বলা হয়, বিরোধীরা সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে । এই আইন নিয়ে ভুল ধারণা তৈরি করছে । সাধারণ মানুষের এই আইন নিয়ে ধারণা স্পষ্ট হওয়া প্রয়োজন । তাই এই আইনের পক্ষে প্রচারে নামে BJP। দিল্লির রামলীলা ময়দানে সভার মাধ্যমে এই কর্মসূচির সূচনা করেন মোদি । টুইটারেও নির্দিষ্ট ওই নম্বরের কথা উল্লেখ করে নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে মিসড কল দেওয়ার প্রচার চালানো হয় দলের তরফে ।

New Delhi, Jan 04 (ANI): While speaking to ANI in an exclusive interview on January 04, the veteran Congress leader and former union minister P Chidambaram spoke on Congress party president. He said, "Who should be Congress party's president? It is for Congress workers to decide, not for outsiders or the media to decide." "We elect a Congress President who is acceptable to our workers. It is purely an internal exercise," he added.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.