ETV Bharat / bharat

উত্তরপ্রদেশে বাসের সঙ্গে ট্রাকের ধাক্কায় মৃত 7 - Agra-Lucknow Expressway

উত্তরপ্রদেশের মইনপুরিতে বাসের সঙ্গে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল কমপক্ষে 7 জনের । আজ ভোররাতে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটে ।

দুর্ঘটনাস্থানের ছবি
author img

By

Published : Apr 21, 2019, 8:00 AM IST

Updated : Apr 21, 2019, 8:20 AM IST

লখনউ, 21 এপ্রিল : বাসের সঙ্গে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল কমপক্ষে 7 জনের । দুর্ঘটনাটি উত্তরপ্রদেশের মইনপুরি এলাকার । আহত হয়েছেন 34 জন ।

আজ ভোররাতে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটে । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছেছে পুলিশ । শুরু হয়েছে উদ্ধারকাজ । আহতদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে ।

ঘটনাস্থানের ভিডিয়ো

দুর্ঘটনার পর আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে বেশ কিছুক্ষণ যানজট হয় । পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। দুর্ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।

লখনউ, 21 এপ্রিল : বাসের সঙ্গে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল কমপক্ষে 7 জনের । দুর্ঘটনাটি উত্তরপ্রদেশের মইনপুরি এলাকার । আহত হয়েছেন 34 জন ।

আজ ভোররাতে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটে । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছেছে পুলিশ । শুরু হয়েছে উদ্ধারকাজ । আহতদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে ।

ঘটনাস্থানের ভিডিয়ো

দুর্ঘটনার পর আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে বেশ কিছুক্ষণ যানজট হয় । পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। দুর্ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।

Mumbai/Panaji (Goa)/Chennai (TN)/ Thiruvananthapuram (Kerala), Apr 21 (ANI): People celebrated Easter Sunday on April 21. The midnight mass prayers were offered across the nation. Easter Sunday is celebrated as the day of Jesus Christ's resurrection. It marks the end of Holy Week, the end of Lent, the last day of the Easter Triduum (Holy Thursday, Good Friday and Easter Sunday), and is the beginning of the Easter season of the liturgical year. Easter Sunday is one of the holiest Christian festivals.
Last Updated : Apr 21, 2019, 8:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.