ETV Bharat / bharat

মাউন্ট এভারেস্টের থেকেও বেশি উচ্চতায় উড়তে পারে এই মৌমাছি

বাম্বল বি এক বিশেষ প্রজাতির মৌমাছি । এভারেস্টের উচ্চতায়, এমনকী দুর্গম পরিস্থিতিতেও স্বচ্ছন্দে উড়ে বেড়াতে পারে এই পতঙ্গ ।

বাম্বল-বি
বাম্বল-বি
author img

By

Published : Aug 3, 2020, 7:01 AM IST

সেকেন্ডে 130 বার ডানা ঝাপটাতে পারে। এমনকী দুর্গম পরিস্থিতিতেও স্বচ্ছন্দে উড়ে বেড়ায় । তথ্য বলছে, এর উড়ান ছাড়িয়ে যায় এভারেস্টের উচ্চতাকেও । আলপাইন বাম্বল-বি । হ্যাঁ, বিশেষ প্রজাতির এই মৌমাছি বায়ুর কম ঘনত্বেও স্বতঃস্ফূর্তভাবে পাড়ি দেয় এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে ।

কেমন দেখতে হয় বাম্বল-বি

সাধারণ মৌমাছির থেকে অনেকটা বড় হয় এই প্রজাতির মৌমাছি । কিন্তু এদের কাছ থেকে মধু পাওয়া যায় না । ন্যাশনাল ওয়াইল্ডলাইফ ফেডারেশনের তথ্য অনুযায়ী এক সেকেন্ডের মধ্যে প্রায় 130 বার ডানা ঝাপটাতে পারে এরা । শুধুমাত্র এই বাম্বল-বির 255-র বেশি প্রজাতি রয়েছে। এদের মধ্যে রানি বাম্বল বিকে "বম্বাস দালবমিই" বলা হয়। যা প্রায় 4 সেন্টিমিটার পর্যন্ত দীর্ঘ হয় । ফুলের মধু ও পরাগরেণুই এদের খাদ্যবস্তু ।

বাম্বল বির উড়ান নিয়ে গবেষণা

জীব বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই বিশেষ প্রজাতির মৌমাছি মাউন্ট এভারেস্টের চেয়েও বেশি উচ্চতায় উড়তে পারে । এমনকী মাউন্ট এভারেস্টের শীর্ষে যেখানে অন্য কোনও প্রাণী শ্বাসকষ্ট সহ নানা সমস্যায় ভুগতে পারে, সেখানে এই পতঙ্গ সহজভাবে ঘুরে বেড়ায় । তবে তাদের এই তথ্যের পিছনে নানা যুক্তিও রয়েছে । রয়েছে একাধিক গবেষণাও । এদের মধ্যে অন্যতম বার্কলের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি সমীক্ষা । এই গবেষক দলটি পশ্চিম চিনের একটি পার্বত্য অঞ্চলে গেছিলেন । সেখানে প্রায় 10,660 ফুট উচ্চতায় ওঠেন তাঁরা । সেখান থেকেই বোম্বাস ইনপেটুওসাস প্রজাতির ছ'টি বাম্বল-বি ধরে এনেছিলেন । তারপর একটি বাক্সের মধ্যে অক্সিজেনের মাত্রা কমিয়ে এবং স্বল্প বায়ু ঘনত্বের কৃত্রিম পরিস্থিতি তৈরি করে এই প্রজাতির মৌমাছির ওড়ার ক্ষমতার পরীক্ষা করেন তাঁরা । লক্ষণীয় বিষয় ছিল, এই প্রতিকূল পরিস্থিতিতেও উড়ছিল মৌমাছিগুলি । অক্সিজেনের মাত্রা কমালেও বিশেষ কোনও সমস্যায় পড়তে দেখা যায়নি এদের । পরের দিকে "বায়োলজি লেটার" নামে একটি রিসার্চ জার্নালে তাঁরা এই পরীক্ষা সংক্রান্ত বেশ কয়েকটি তথ্য প্রকাশ করেন । সেই তথ্য অনুযায়ী, এই প্রজাতির মৌমাছি 13,000 ফুট উচ্চতায় উড়তে পারে । তবে এদের মধ্যে আবার বিশেষ কিছু প্রজাতি 30,000 ফুট বা তার বেশি উচ্চতায় উড়তে পারে ।

কীভাবে উড়ে বাম্বল বি

কৃত্রিম পরিবেশে পরীক্ষার সময় ভিডিয়ো ক্যামেরার ব্যবহার করেছিলেন গবেষকরা । তাছাড়া আরও নানা ভিডিয়োয় সংগ্রহ করেন। সেখান থেকেই মূলত ডানা ঝাপটানোর পদ্ধতিকে পর্যবেক্ষণ করেন তাঁরা । গবেষকরা দেখেন দ্রুত ডানা ঝাপটানোর বদলে মৌমাছিগুলি প্রতিবার তাদের ডানা মেলার কৌণিক দূরত্বকে বাড়াচ্ছিল এবং তাদের মাথা ও তলপেটের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করছিল । এর জেরে সেই জায়গায় বাতাসের পরিমাণ বাড়ছিল । আর সহজে দেহটিকে প্রসারিত করে উড়তে পারছিল তারা ।

এবিষয়ে অবশ্য ইয়োমিং বিশ্ববিদ্যালয়ের মাইকেল ডিলনের ব্যাখ্যা, জলবায়ু পরিবর্তনের জেরেই আজকাল পশুরা বা এধরনের পতঙ্গরা উঁচুতে থাকতে বাধ্য হচ্ছে । কারণ উষ্ণায়নের জেরে নিচে তাদের বসবাসের জায়গা ধীরে ধীরে অসহ্য হয়ে উঠছে । ডিলন আরও জানান, বাম্বল বিকে নিয়ে একাধিক গবেষণা অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে খুবই উপযোগী । কারণ এখান থেকে ধারণা নিয়ে এয়ারক্রাফ্টের নকশা তৈরি করতে পারেন ইঞ্জিনিয়াররা । যাতে ওইরকম উচ্চতায়, দুর্গম এলাকায় হেলিকপ্টার বা বিমান গিয়ে কোনও আটকে থাকা যাত্রীকে উদ্ধার করতে পারে ।

সেকেন্ডে 130 বার ডানা ঝাপটাতে পারে। এমনকী দুর্গম পরিস্থিতিতেও স্বচ্ছন্দে উড়ে বেড়ায় । তথ্য বলছে, এর উড়ান ছাড়িয়ে যায় এভারেস্টের উচ্চতাকেও । আলপাইন বাম্বল-বি । হ্যাঁ, বিশেষ প্রজাতির এই মৌমাছি বায়ুর কম ঘনত্বেও স্বতঃস্ফূর্তভাবে পাড়ি দেয় এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে ।

কেমন দেখতে হয় বাম্বল-বি

সাধারণ মৌমাছির থেকে অনেকটা বড় হয় এই প্রজাতির মৌমাছি । কিন্তু এদের কাছ থেকে মধু পাওয়া যায় না । ন্যাশনাল ওয়াইল্ডলাইফ ফেডারেশনের তথ্য অনুযায়ী এক সেকেন্ডের মধ্যে প্রায় 130 বার ডানা ঝাপটাতে পারে এরা । শুধুমাত্র এই বাম্বল-বির 255-র বেশি প্রজাতি রয়েছে। এদের মধ্যে রানি বাম্বল বিকে "বম্বাস দালবমিই" বলা হয়। যা প্রায় 4 সেন্টিমিটার পর্যন্ত দীর্ঘ হয় । ফুলের মধু ও পরাগরেণুই এদের খাদ্যবস্তু ।

বাম্বল বির উড়ান নিয়ে গবেষণা

জীব বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই বিশেষ প্রজাতির মৌমাছি মাউন্ট এভারেস্টের চেয়েও বেশি উচ্চতায় উড়তে পারে । এমনকী মাউন্ট এভারেস্টের শীর্ষে যেখানে অন্য কোনও প্রাণী শ্বাসকষ্ট সহ নানা সমস্যায় ভুগতে পারে, সেখানে এই পতঙ্গ সহজভাবে ঘুরে বেড়ায় । তবে তাদের এই তথ্যের পিছনে নানা যুক্তিও রয়েছে । রয়েছে একাধিক গবেষণাও । এদের মধ্যে অন্যতম বার্কলের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি সমীক্ষা । এই গবেষক দলটি পশ্চিম চিনের একটি পার্বত্য অঞ্চলে গেছিলেন । সেখানে প্রায় 10,660 ফুট উচ্চতায় ওঠেন তাঁরা । সেখান থেকেই বোম্বাস ইনপেটুওসাস প্রজাতির ছ'টি বাম্বল-বি ধরে এনেছিলেন । তারপর একটি বাক্সের মধ্যে অক্সিজেনের মাত্রা কমিয়ে এবং স্বল্প বায়ু ঘনত্বের কৃত্রিম পরিস্থিতি তৈরি করে এই প্রজাতির মৌমাছির ওড়ার ক্ষমতার পরীক্ষা করেন তাঁরা । লক্ষণীয় বিষয় ছিল, এই প্রতিকূল পরিস্থিতিতেও উড়ছিল মৌমাছিগুলি । অক্সিজেনের মাত্রা কমালেও বিশেষ কোনও সমস্যায় পড়তে দেখা যায়নি এদের । পরের দিকে "বায়োলজি লেটার" নামে একটি রিসার্চ জার্নালে তাঁরা এই পরীক্ষা সংক্রান্ত বেশ কয়েকটি তথ্য প্রকাশ করেন । সেই তথ্য অনুযায়ী, এই প্রজাতির মৌমাছি 13,000 ফুট উচ্চতায় উড়তে পারে । তবে এদের মধ্যে আবার বিশেষ কিছু প্রজাতি 30,000 ফুট বা তার বেশি উচ্চতায় উড়তে পারে ।

কীভাবে উড়ে বাম্বল বি

কৃত্রিম পরিবেশে পরীক্ষার সময় ভিডিয়ো ক্যামেরার ব্যবহার করেছিলেন গবেষকরা । তাছাড়া আরও নানা ভিডিয়োয় সংগ্রহ করেন। সেখান থেকেই মূলত ডানা ঝাপটানোর পদ্ধতিকে পর্যবেক্ষণ করেন তাঁরা । গবেষকরা দেখেন দ্রুত ডানা ঝাপটানোর বদলে মৌমাছিগুলি প্রতিবার তাদের ডানা মেলার কৌণিক দূরত্বকে বাড়াচ্ছিল এবং তাদের মাথা ও তলপেটের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করছিল । এর জেরে সেই জায়গায় বাতাসের পরিমাণ বাড়ছিল । আর সহজে দেহটিকে প্রসারিত করে উড়তে পারছিল তারা ।

এবিষয়ে অবশ্য ইয়োমিং বিশ্ববিদ্যালয়ের মাইকেল ডিলনের ব্যাখ্যা, জলবায়ু পরিবর্তনের জেরেই আজকাল পশুরা বা এধরনের পতঙ্গরা উঁচুতে থাকতে বাধ্য হচ্ছে । কারণ উষ্ণায়নের জেরে নিচে তাদের বসবাসের জায়গা ধীরে ধীরে অসহ্য হয়ে উঠছে । ডিলন আরও জানান, বাম্বল বিকে নিয়ে একাধিক গবেষণা অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে খুবই উপযোগী । কারণ এখান থেকে ধারণা নিয়ে এয়ারক্রাফ্টের নকশা তৈরি করতে পারেন ইঞ্জিনিয়াররা । যাতে ওইরকম উচ্চতায়, দুর্গম এলাকায় হেলিকপ্টার বা বিমান গিয়ে কোনও আটকে থাকা যাত্রীকে উদ্ধার করতে পারে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.