ETV Bharat / bharat

আরেতে সবুজ-নিধন, নির্বাচনের আগেই BJP-শিবসেনা সম্পর্কে ফাটল ! - রাজ্য রাজনীতিতে BJP ও শিবসেনার মধ্যে দ্বন্দ্ব

আরে কলোনিতে তৈরি হবে মেট্রো শেড । তাই সেই এলাকায় একাধিক গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয় । এই সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নামেন সমাজকর্মী ও পরিবেশপ্রেমীরা । গাছ কাটা রুখতে গেলে পরিবেশপ্রেমী ও সমাজকর্মীদের উপর পুলিশ লাঠিচার্জ করে । এখনও পর্যন্ত 29 জন সমাজকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে ।

ছবি
author img

By

Published : Oct 5, 2019, 5:49 PM IST

Updated : Oct 5, 2019, 11:04 PM IST

মুম্বই, 5 অক্টোবর : মুম্বইয়ের আরে কলোনিতে গাছ কাটা ইশুতে মহারাষ্ট্রের রাজনীতি এখন তোলপাড় । গাছ কাটা রুখতে গেলে পরিবেশপ্রেমী ও সমাজকর্মীদের উপর পুলিশ লাঠিচার্জ করে । এখনও পর্যন্ত 29 জন সমাজকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে ।

আরে কলোনিতে তৈরি হবে মেট্রো শেড । তাই সেই এলাকায় একাধিক গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয় । এই সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নামেন সমাজকর্মী ও পরিবেশপ্রেমীরা । প্রতিবাদে সরব হয় বলিউডের একাংশও । সোশাল মিডিয়ায় এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয় । গাছ কাটা রুখতে বম্বে হাইকোর্টে পিটিশনও দাখিল করা হয় । কিন্তু, উচ্চ আদালত সেই পিটিশন খারিজ করে দেয় । এরপর গতকাল রাত থেকে শুরু হয় বৃক্ষনিধন । কেটে ফেলা হয় একের পর এক গাছ । এর প্রতিবাদে পথে নামেন সমাজকর্মী ও পরিবেশপ্রেমীরা । তাঁদের উপর লাঠিচার্জ করে পুলিশ । গ্রেপ্তার করা হয় 29 জনকে ।

সূত্রের খবর, গ্রেটার মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন (MCGM) - এর নিয়মানুযায়ী আদালতের নির্দেশ তাদের ওয়েবসাইটে পোস্ট করার 15 দিনের মধ্যে গাছ কাটা যেতে পারে । কিন্তু এক পরিবেশপ্রেমীর অভিযোগ, "আরেতে গাছ কাটা সংক্রান্ত হাইকোর্টের নির্দেশ 4 অক্টোবর সন্ধ্যায় MCGM-এর ওয়েবসাইটে পোস্ট করা হয় । আর সেই রাত থেকেই শুরু হয় গাছ কাটা । সপ্তাহান্তে উচ্চ আদালত বন্ধ । সামনে দশেরাও আছে । আমরা আদালতে চ্যালেঞ্জ করারও সুযোগ পেলাম না । আদালত খোলার আগেই দেখব সব গাছ কাটা হয়ে গেছে ।"

যদিও এই বক্তব্যকে গুরুত্ব দিতে রাজি নন মুম্বই মেট্রো রেল কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর অশ্বিনী ভিন্দে । তিনি বলেন, "মিথ্যা প্রচার শুরু হয়েছে । ওয়েবসাইটে নোটিশ আপলোডের 15 দিন পর গাছ কাটতে হবে এমন কোথাও বলা নেই । ভিত্তিহীন দাবি করা হচ্ছে । গাছ কাটা সংক্রান্ত অর্ডার ইশু হয়েছিল 13 সেপ্টেম্বর । অতএব 28 সেপ্টেম্বরেই 15 দিন পার হয়েছে । আমরা হাইকোর্টের রায়ের জন্য অপেক্ষা করছিলাম ।"

আরও পড়ুন : মুম্বইয়ের আরে কলোনিতে গাছ কাটার প্রতিবাদ, পুলিশের লাঠিচার্জ

গোটা বিষয়টি নিয়ে বিধানসভা ভোটের আগে রাজ্য রাজনীতিতে BJP ও শিবসেনার মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে । বৃহন্মুম্বই পৌরনিগম শিবসেনার দখলে । মেট্রো শেড প্রকল্পটি PPP মডেলের অন্তর্গত । এই প্রকল্পের বিরোধিতায় আন্দোলনে নেমেছে শিবসেনা । যারা আবার সরকারে BJP-র জোট-সঙ্গী । আসন্ন বিধানসভা নির্বাচনেও দুই দল জোট করে লড়বে । কিন্তু ভোটের আগে এই ইশুতে দু'দলের এই দ্বন্দ্ব রাজ্য রাজনীতিতে যথেষ্ট প্রভাব ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল ।

পরিস্থিতি আরও জটিল হয়েছে শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদিকে পুলিশ আটকানোয় । আজ সকালে আরে এলাকায় যাচ্ছিলেন প্রিয়াঙ্কা । তখন তাঁকে আটকায় পুলিশ । পরে তিনি টুইট করেন, "আমাকে জোর করে আটকে দেয় পুলিশ । আমি কিন্তু আইন ভাঙিনি । এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় । কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তাও কিছু বলেনি । এটা অনুচিত ।"

এই বিষয়ে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে বলেন, "রাজ্যে আমাদের সরকার আসছে । আমাদের সরকার ক্ষমতায় এলে আরে ফরেস্টের 'খুনি'-দের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব ।"

এদিকে, কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী প্রকাশ জাওড়েকর বলেন, "হাইকোর্ট জানিয়েছে, আরে মোটেও বনাঞ্চল নয় । দিল্লির মেট্রো বর্তমানে বিশ্বের অন্যতম সেরা । কীভাবে এর উন্নয়ন হয়েছিল ? মেট্রো প্রকল্প যখন শুরু হয়েছিল, তখন 20-25টি গাছ কাটা পড়েছিল । তখনও প্রতিবাদ-প্রতিরোধ হয়েছিল । কিন্তু একটা গাছ কাটলে মেট্রো কর্তৃপক্ষ 5টি করে গাছ পোঁতে । বর্তমানে দিল্লিতে 271টি স্টেশন । বনাঞ্চলও বেশি । 30 লাখ মানুষ যাতায়াতের মাধ্যম হিসেবে মেট্রো ব্যবহার করেন । এটাই উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের মন্ত্র । দুটোই একসঙ্গে চলা দরকার ।"

মুম্বই, 5 অক্টোবর : মুম্বইয়ের আরে কলোনিতে গাছ কাটা ইশুতে মহারাষ্ট্রের রাজনীতি এখন তোলপাড় । গাছ কাটা রুখতে গেলে পরিবেশপ্রেমী ও সমাজকর্মীদের উপর পুলিশ লাঠিচার্জ করে । এখনও পর্যন্ত 29 জন সমাজকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে ।

আরে কলোনিতে তৈরি হবে মেট্রো শেড । তাই সেই এলাকায় একাধিক গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয় । এই সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নামেন সমাজকর্মী ও পরিবেশপ্রেমীরা । প্রতিবাদে সরব হয় বলিউডের একাংশও । সোশাল মিডিয়ায় এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয় । গাছ কাটা রুখতে বম্বে হাইকোর্টে পিটিশনও দাখিল করা হয় । কিন্তু, উচ্চ আদালত সেই পিটিশন খারিজ করে দেয় । এরপর গতকাল রাত থেকে শুরু হয় বৃক্ষনিধন । কেটে ফেলা হয় একের পর এক গাছ । এর প্রতিবাদে পথে নামেন সমাজকর্মী ও পরিবেশপ্রেমীরা । তাঁদের উপর লাঠিচার্জ করে পুলিশ । গ্রেপ্তার করা হয় 29 জনকে ।

সূত্রের খবর, গ্রেটার মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন (MCGM) - এর নিয়মানুযায়ী আদালতের নির্দেশ তাদের ওয়েবসাইটে পোস্ট করার 15 দিনের মধ্যে গাছ কাটা যেতে পারে । কিন্তু এক পরিবেশপ্রেমীর অভিযোগ, "আরেতে গাছ কাটা সংক্রান্ত হাইকোর্টের নির্দেশ 4 অক্টোবর সন্ধ্যায় MCGM-এর ওয়েবসাইটে পোস্ট করা হয় । আর সেই রাত থেকেই শুরু হয় গাছ কাটা । সপ্তাহান্তে উচ্চ আদালত বন্ধ । সামনে দশেরাও আছে । আমরা আদালতে চ্যালেঞ্জ করারও সুযোগ পেলাম না । আদালত খোলার আগেই দেখব সব গাছ কাটা হয়ে গেছে ।"

যদিও এই বক্তব্যকে গুরুত্ব দিতে রাজি নন মুম্বই মেট্রো রেল কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর অশ্বিনী ভিন্দে । তিনি বলেন, "মিথ্যা প্রচার শুরু হয়েছে । ওয়েবসাইটে নোটিশ আপলোডের 15 দিন পর গাছ কাটতে হবে এমন কোথাও বলা নেই । ভিত্তিহীন দাবি করা হচ্ছে । গাছ কাটা সংক্রান্ত অর্ডার ইশু হয়েছিল 13 সেপ্টেম্বর । অতএব 28 সেপ্টেম্বরেই 15 দিন পার হয়েছে । আমরা হাইকোর্টের রায়ের জন্য অপেক্ষা করছিলাম ।"

আরও পড়ুন : মুম্বইয়ের আরে কলোনিতে গাছ কাটার প্রতিবাদ, পুলিশের লাঠিচার্জ

গোটা বিষয়টি নিয়ে বিধানসভা ভোটের আগে রাজ্য রাজনীতিতে BJP ও শিবসেনার মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে । বৃহন্মুম্বই পৌরনিগম শিবসেনার দখলে । মেট্রো শেড প্রকল্পটি PPP মডেলের অন্তর্গত । এই প্রকল্পের বিরোধিতায় আন্দোলনে নেমেছে শিবসেনা । যারা আবার সরকারে BJP-র জোট-সঙ্গী । আসন্ন বিধানসভা নির্বাচনেও দুই দল জোট করে লড়বে । কিন্তু ভোটের আগে এই ইশুতে দু'দলের এই দ্বন্দ্ব রাজ্য রাজনীতিতে যথেষ্ট প্রভাব ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল ।

পরিস্থিতি আরও জটিল হয়েছে শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদিকে পুলিশ আটকানোয় । আজ সকালে আরে এলাকায় যাচ্ছিলেন প্রিয়াঙ্কা । তখন তাঁকে আটকায় পুলিশ । পরে তিনি টুইট করেন, "আমাকে জোর করে আটকে দেয় পুলিশ । আমি কিন্তু আইন ভাঙিনি । এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় । কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তাও কিছু বলেনি । এটা অনুচিত ।"

এই বিষয়ে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে বলেন, "রাজ্যে আমাদের সরকার আসছে । আমাদের সরকার ক্ষমতায় এলে আরে ফরেস্টের 'খুনি'-দের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব ।"

এদিকে, কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী প্রকাশ জাওড়েকর বলেন, "হাইকোর্ট জানিয়েছে, আরে মোটেও বনাঞ্চল নয় । দিল্লির মেট্রো বর্তমানে বিশ্বের অন্যতম সেরা । কীভাবে এর উন্নয়ন হয়েছিল ? মেট্রো প্রকল্প যখন শুরু হয়েছিল, তখন 20-25টি গাছ কাটা পড়েছিল । তখনও প্রতিবাদ-প্রতিরোধ হয়েছিল । কিন্তু একটা গাছ কাটলে মেট্রো কর্তৃপক্ষ 5টি করে গাছ পোঁতে । বর্তমানে দিল্লিতে 271টি স্টেশন । বনাঞ্চলও বেশি । 30 লাখ মানুষ যাতায়াতের মাধ্যম হিসেবে মেট্রো ব্যবহার করেন । এটাই উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের মন্ত্র । দুটোই একসঙ্গে চলা দরকার ।"

Kolkata (West Bengal), Oct 05 (ANI): Durga Puja celebrations run parallel with Navratri, a Hindu festival where nine forms of Goddess Durga are worshipped. The festival celebrates Goddess Durga's triumph over 'Asura'. Prayers were being offered by devotees on 'Maha Saptami Puja' at Padatik Club in West Bengal's Kolkata on October 05. For Durga Puja celebrations, huge pandals with idols of Goddess Durga are set-up and devotees come in large numbers to offer prayers to the goddess. 'Maha Ashtami' is the most important day of Durga Puja festival. The day begins with 'pushpanjali' and 'aarti' in Durga Puja pandals.
Last Updated : Oct 5, 2019, 11:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.