ETV Bharat / bharat

বুলন্দশহরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, মামলা তুলতে চাপ অভিযুক্তের পরিবারের

বুলন্দশহরে প্রতিবেশীর বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল ।

bulandsahar
bulandsahar
author img

By

Published : Oct 3, 2020, 5:32 PM IST

বুলন্দশহর, 3 অক্টোবর : হাথরসের ক্ষত মেলানোর আগেই আবার ধর্ষণ উত্তরপ্রদেশে । বুলন্দশহরে প্রতিবেশীর বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল । কিশোরীর বাবা থানায় অভিযোগ দায়ের করেন । গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে ।

যদিও পরিবারের অভিযোগ, ধর্ষণের অভিযোগ তুলে নেওয়ার জন্য তাদের উপর জোর দেওয়া হচ্ছে অভিযুক্তের পরিবারের তরফে । তারা জানায়, বারবার তাদের উপর চাপ দেওয়া হচ্ছে । মামলা মিটিয়ে নেওয়ার কথা বলছে অভিযুক্তের পরিবার ।

কিশোরীর বাবা পেশায় কাঠের মিস্ত্রি । ওই পরিবারে পাঁচজন শিশু আছে । একটি ঘরের মধ্যেই থাকে সবাই । আর্থিক সমস্যার মধ্যে রয়েছেন তাঁরা । অভিযোগ, এই আর্থিক সমস্যারই সুযোগ নেয় অভিযুক্ত । সে পাশের লোকালয়ের বাসিন্দা । জোর করে ওই কিশোরীকে সে তুলে নিয়ে যায় । একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে তাকে মাদক খাইয়ে দেয় বলে অভিযোগ ।

নির্যাতিতার মা বলেন, "আমরা বিচার চাই । আমাদের পরিবারের সম্পূর্ণভাবে পুলিশ এবং আইনব্যবস্থার উপর ভরসা আছে । পুলিশ যা পদক্ষেপ নিয়েছে । আমরা সন্তুষ্ট । দোষীর সাজা হোক ।"

পুলিশ আধিকারিক সিকান্দ্রাবাদ নম্রতা শ্রীবাস্তব জানান, পুলিশ সঠিক পদক্ষেপ নিয়েছে । অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে ।

বুলন্দশহর, 3 অক্টোবর : হাথরসের ক্ষত মেলানোর আগেই আবার ধর্ষণ উত্তরপ্রদেশে । বুলন্দশহরে প্রতিবেশীর বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল । কিশোরীর বাবা থানায় অভিযোগ দায়ের করেন । গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে ।

যদিও পরিবারের অভিযোগ, ধর্ষণের অভিযোগ তুলে নেওয়ার জন্য তাদের উপর জোর দেওয়া হচ্ছে অভিযুক্তের পরিবারের তরফে । তারা জানায়, বারবার তাদের উপর চাপ দেওয়া হচ্ছে । মামলা মিটিয়ে নেওয়ার কথা বলছে অভিযুক্তের পরিবার ।

কিশোরীর বাবা পেশায় কাঠের মিস্ত্রি । ওই পরিবারে পাঁচজন শিশু আছে । একটি ঘরের মধ্যেই থাকে সবাই । আর্থিক সমস্যার মধ্যে রয়েছেন তাঁরা । অভিযোগ, এই আর্থিক সমস্যারই সুযোগ নেয় অভিযুক্ত । সে পাশের লোকালয়ের বাসিন্দা । জোর করে ওই কিশোরীকে সে তুলে নিয়ে যায় । একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে তাকে মাদক খাইয়ে দেয় বলে অভিযোগ ।

নির্যাতিতার মা বলেন, "আমরা বিচার চাই । আমাদের পরিবারের সম্পূর্ণভাবে পুলিশ এবং আইনব্যবস্থার উপর ভরসা আছে । পুলিশ যা পদক্ষেপ নিয়েছে । আমরা সন্তুষ্ট । দোষীর সাজা হোক ।"

পুলিশ আধিকারিক সিকান্দ্রাবাদ নম্রতা শ্রীবাস্তব জানান, পুলিশ সঠিক পদক্ষেপ নিয়েছে । অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.