ETV Bharat / bharat

"নতুন বিহার গড়ুন", প্রথম দফার ভোটের আগে বার্তা সোনিয়ার - বিহারে প্রথম দফায় ভোট

আগামীকাল বিহারে প্রথম দফায় ভোট । তার আগে ভিডিয়োয় বার্তা দিলেন সোনিয়া গান্ধি ।

sonia gandhi
সোনিয়া গান্ধি
author img

By

Published : Oct 27, 2020, 5:01 PM IST

দিল্লি, 27 অক্টোবর : নির্বাচনের আগে ভোটারদের কাছে নতুন বিহার গড়ার আবেদন জানালেন সোনিয়া গান্ধি । আজ একটি ভিডিয়ো বার্তায় ভোটারদের কাছে পরিবর্তনের আবেদন জানান তিনি । বলেন, JDU-BJP সরকার তাদের পথ থেকে বিচ্যুত হয়েছে । ক্ষমতা ও অহংকারই তাদের শেষ করে দিয়েছে ।

চার-পাঁচ মিনিটের একটি ভিডিয়ো বার্তা দেন সোনিয়া গান্ধি । সেখানে বিহারের বর্তমান সরকারকে আক্রমণ করে বলেন, "এই সরকার ভালো কথা বলছে না । ভালো কাজ করছে না । শ্রমিকরা অসহায় । কৃষকরা হতাশ । এবং যুব সম্প্রদায়ও হতাশ । অর্থনৈতিক দূরবস্থার জন্য ভোগান্তিতে সাধারণ মানুষ । "

  • बिहार की पवित्र और ऐतिहासिक धरती को मैं नमन करती हूं। आज बिहार में सत्ता और अंहकार में डूबी सरकार अपने रास्ते से अलग हट गई है।

    कांग्रेस अध्यक्षा श्रीमती सोनिया गांधी जी का बिहार की जनता के नाम संदेश।#SpeakUpBihar pic.twitter.com/J3dTstuK4L

    — Congress (@INCIndia) October 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দেশের কৃষকরা গভীর সংকটে রয়েছে । দলিতদের জীবন শেষ হয়ে গিয়েছে । একইভাবে সমাজের পিছিয়ে পড়া মানুষেরও অবস্থা একইরকম বলে অভিযোগ করেন তিনি । বিহারের মানুষ কংগ্রেসের সঙ্গে রয়েছে বলে মন্তব্য করেন তিনি ।

তাঁর অভিযোগ, কেন্দ্র ও বিহার সরকার নোটবন্দী এনেছে । লকডাউনের কারণে কর্মসংস্থান কমেছে । তাই "নতুন বিহার" গড়ার আবেদন জানান তিনি ।

আগামীকাল বিহারে প্রথম দফায় ভোট । ছ'টি জেলার 71টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে ।

দিল্লি, 27 অক্টোবর : নির্বাচনের আগে ভোটারদের কাছে নতুন বিহার গড়ার আবেদন জানালেন সোনিয়া গান্ধি । আজ একটি ভিডিয়ো বার্তায় ভোটারদের কাছে পরিবর্তনের আবেদন জানান তিনি । বলেন, JDU-BJP সরকার তাদের পথ থেকে বিচ্যুত হয়েছে । ক্ষমতা ও অহংকারই তাদের শেষ করে দিয়েছে ।

চার-পাঁচ মিনিটের একটি ভিডিয়ো বার্তা দেন সোনিয়া গান্ধি । সেখানে বিহারের বর্তমান সরকারকে আক্রমণ করে বলেন, "এই সরকার ভালো কথা বলছে না । ভালো কাজ করছে না । শ্রমিকরা অসহায় । কৃষকরা হতাশ । এবং যুব সম্প্রদায়ও হতাশ । অর্থনৈতিক দূরবস্থার জন্য ভোগান্তিতে সাধারণ মানুষ । "

  • बिहार की पवित्र और ऐतिहासिक धरती को मैं नमन करती हूं। आज बिहार में सत्ता और अंहकार में डूबी सरकार अपने रास्ते से अलग हट गई है।

    कांग्रेस अध्यक्षा श्रीमती सोनिया गांधी जी का बिहार की जनता के नाम संदेश।#SpeakUpBihar pic.twitter.com/J3dTstuK4L

    — Congress (@INCIndia) October 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দেশের কৃষকরা গভীর সংকটে রয়েছে । দলিতদের জীবন শেষ হয়ে গিয়েছে । একইভাবে সমাজের পিছিয়ে পড়া মানুষেরও অবস্থা একইরকম বলে অভিযোগ করেন তিনি । বিহারের মানুষ কংগ্রেসের সঙ্গে রয়েছে বলে মন্তব্য করেন তিনি ।

তাঁর অভিযোগ, কেন্দ্র ও বিহার সরকার নোটবন্দী এনেছে । লকডাউনের কারণে কর্মসংস্থান কমেছে । তাই "নতুন বিহার" গড়ার আবেদন জানান তিনি ।

আগামীকাল বিহারে প্রথম দফায় ভোট । ছ'টি জেলার 71টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.