দিল্লি, 27 অক্টোবর : নির্বাচনের আগে ভোটারদের কাছে নতুন বিহার গড়ার আবেদন জানালেন সোনিয়া গান্ধি । আজ একটি ভিডিয়ো বার্তায় ভোটারদের কাছে পরিবর্তনের আবেদন জানান তিনি । বলেন, JDU-BJP সরকার তাদের পথ থেকে বিচ্যুত হয়েছে । ক্ষমতা ও অহংকারই তাদের শেষ করে দিয়েছে ।
চার-পাঁচ মিনিটের একটি ভিডিয়ো বার্তা দেন সোনিয়া গান্ধি । সেখানে বিহারের বর্তমান সরকারকে আক্রমণ করে বলেন, "এই সরকার ভালো কথা বলছে না । ভালো কাজ করছে না । শ্রমিকরা অসহায় । কৃষকরা হতাশ । এবং যুব সম্প্রদায়ও হতাশ । অর্থনৈতিক দূরবস্থার জন্য ভোগান্তিতে সাধারণ মানুষ । "
-
बिहार की पवित्र और ऐतिहासिक धरती को मैं नमन करती हूं। आज बिहार में सत्ता और अंहकार में डूबी सरकार अपने रास्ते से अलग हट गई है।
— Congress (@INCIndia) October 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
कांग्रेस अध्यक्षा श्रीमती सोनिया गांधी जी का बिहार की जनता के नाम संदेश।#SpeakUpBihar pic.twitter.com/J3dTstuK4L
">बिहार की पवित्र और ऐतिहासिक धरती को मैं नमन करती हूं। आज बिहार में सत्ता और अंहकार में डूबी सरकार अपने रास्ते से अलग हट गई है।
— Congress (@INCIndia) October 27, 2020
कांग्रेस अध्यक्षा श्रीमती सोनिया गांधी जी का बिहार की जनता के नाम संदेश।#SpeakUpBihar pic.twitter.com/J3dTstuK4Lबिहार की पवित्र और ऐतिहासिक धरती को मैं नमन करती हूं। आज बिहार में सत्ता और अंहकार में डूबी सरकार अपने रास्ते से अलग हट गई है।
— Congress (@INCIndia) October 27, 2020
कांग्रेस अध्यक्षा श्रीमती सोनिया गांधी जी का बिहार की जनता के नाम संदेश।#SpeakUpBihar pic.twitter.com/J3dTstuK4L
দেশের কৃষকরা গভীর সংকটে রয়েছে । দলিতদের জীবন শেষ হয়ে গিয়েছে । একইভাবে সমাজের পিছিয়ে পড়া মানুষেরও অবস্থা একইরকম বলে অভিযোগ করেন তিনি । বিহারের মানুষ কংগ্রেসের সঙ্গে রয়েছে বলে মন্তব্য করেন তিনি ।
তাঁর অভিযোগ, কেন্দ্র ও বিহার সরকার নোটবন্দী এনেছে । লকডাউনের কারণে কর্মসংস্থান কমেছে । তাই "নতুন বিহার" গড়ার আবেদন জানান তিনি ।
আগামীকাল বিহারে প্রথম দফায় ভোট । ছ'টি জেলার 71টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে ।