দিল্লি, 31 জানুয়ারি : উত্তপ্ত আবহের মধ্যেই শুরু হল সংসদের বাজেট অধিবেশন ৷ বাজেট অধিবেশন শুরুর আগেই সংসদ ভবনের বাইরে গান্ধিমূর্তির পাদদেশে NRC, CAA বিরোধী বিক্ষোভ দেখায় কংগ্রেসসহ বিরোধী রাজনৈতিক দলগুলি ৷ বিক্ষোভে অংশ নেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিও ৷ এই পরিস্থিতিতেই সংসদে শুরু হয় বাজেট অধিবেশন ৷
বাজেট অধিবেশন বসার আগে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, "সংসদের দুই কক্ষের সাধরাণ মানুষের ক্ষমতায়ন নিয়ে ভাবা উচিত । অর্থনীতির বিষয়গুলি নিয়ে তর্ক করা উচিত । আমি সুস্থ, অর্থসম্মত আলাপ-আলোচনা আশা করছি । লোকসভার এই অধিবেশন অর্থনীতির বিষয়গুলিতে গুরুত্ব দেবে ।" কেন্দ্রীয় সরকার সমাজের প্রান্তিক মানুষকে গুরুত্ব দিচ্ছে বলে মনে করেন প্রধানমন্ত্রী । বলেন, "আমাদের সরকার দলিত, প্রান্তিকদের ক্ষমতায়নের কথা ভাবছে । সমাজের মহিলাদের নিয়ে ভাবছে ।"
-
#WATCH Delhi: Opposition leaders including Congress Interim President Sonia Gandhi protest in front of Gandhi statue in Parliament premises, against #CAA_NRC_NPR #BudgetSession pic.twitter.com/wolQCzvz0Q
— ANI (@ANI) January 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH Delhi: Opposition leaders including Congress Interim President Sonia Gandhi protest in front of Gandhi statue in Parliament premises, against #CAA_NRC_NPR #BudgetSession pic.twitter.com/wolQCzvz0Q
— ANI (@ANI) January 31, 2020#WATCH Delhi: Opposition leaders including Congress Interim President Sonia Gandhi protest in front of Gandhi statue in Parliament premises, against #CAA_NRC_NPR #BudgetSession pic.twitter.com/wolQCzvz0Q
— ANI (@ANI) January 31, 2020