ETV Bharat / bharat

সংসদ চত্বরে বিক্ষোভ বিরোধীদের, আলাপ-আলোচনার পক্ষে সওয়াল প্রধানমন্ত্রীর - বাজেট ২০২০

আগামীকাল 2020-র কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । আজ লোকসভায় বাজেট অধিবেশন শুরু হয়েছে । উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি , রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও সাংসদরা ।

modi
মোদি
author img

By

Published : Jan 31, 2020, 12:33 PM IST

দিল্লি, 31 জানুয়ারি : উত্তপ্ত আবহের মধ্যেই শুরু হল সংসদের বাজেট অধিবেশন ৷ বাজেট অধিবেশন শুরুর আগেই সংসদ ভবনের বাইরে গান্ধিমূর্তির পাদদেশে NRC, CAA বিরোধী বিক্ষোভ দেখায় কংগ্রেসসহ বিরোধী রাজনৈতিক দলগুলি ৷ বিক্ষোভে অংশ নেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিও ৷ এই পরিস্থিতিতেই সংসদে শুরু হয় বাজেট অধিবেশন ৷

বাজেট অধিবেশন বসার আগে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, "সংসদের দুই কক্ষের সাধরাণ মানুষের ক্ষমতায়ন নিয়ে ভাবা উচিত । অর্থনীতির বিষয়গুলি নিয়ে তর্ক করা উচিত । আমি সুস্থ, অর্থসম্মত আলাপ-আলোচনা আশা করছি । লোকসভার এই অধিবেশন অর্থনীতির বিষয়গুলিতে গুরুত্ব দেবে ।" কেন্দ্রীয় সরকার সমাজের প্রান্তিক মানুষকে গুরুত্ব দিচ্ছে বলে মনে করেন প্রধানমন্ত্রী । বলেন, "আমাদের সরকার দলিত, প্রান্তিকদের ক্ষমতায়নের কথা ভাবছে । সমাজের মহিলাদের নিয়ে ভাবছে ।"

তবে প্রধানমন্ত্রী বার্তা দিলেও নিজেদের অবস্থান স্পষ্ট করে দেন বিরোধী দলের সদস্যরা ৷ CAA বিরোধী বিক্ষোভ-অবস্থান চলবে তা কার্যত পরিষ্কার করে দেন তাঁরা ৷ যেমন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বলেন, "লাগাতার প্রতিবাদ চলবে ৷ সংবিধান বিরোধী কাজ করছে এই সরকার ৷ "

দিল্লি, 31 জানুয়ারি : উত্তপ্ত আবহের মধ্যেই শুরু হল সংসদের বাজেট অধিবেশন ৷ বাজেট অধিবেশন শুরুর আগেই সংসদ ভবনের বাইরে গান্ধিমূর্তির পাদদেশে NRC, CAA বিরোধী বিক্ষোভ দেখায় কংগ্রেসসহ বিরোধী রাজনৈতিক দলগুলি ৷ বিক্ষোভে অংশ নেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিও ৷ এই পরিস্থিতিতেই সংসদে শুরু হয় বাজেট অধিবেশন ৷

বাজেট অধিবেশন বসার আগে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, "সংসদের দুই কক্ষের সাধরাণ মানুষের ক্ষমতায়ন নিয়ে ভাবা উচিত । অর্থনীতির বিষয়গুলি নিয়ে তর্ক করা উচিত । আমি সুস্থ, অর্থসম্মত আলাপ-আলোচনা আশা করছি । লোকসভার এই অধিবেশন অর্থনীতির বিষয়গুলিতে গুরুত্ব দেবে ।" কেন্দ্রীয় সরকার সমাজের প্রান্তিক মানুষকে গুরুত্ব দিচ্ছে বলে মনে করেন প্রধানমন্ত্রী । বলেন, "আমাদের সরকার দলিত, প্রান্তিকদের ক্ষমতায়নের কথা ভাবছে । সমাজের মহিলাদের নিয়ে ভাবছে ।"

তবে প্রধানমন্ত্রী বার্তা দিলেও নিজেদের অবস্থান স্পষ্ট করে দেন বিরোধী দলের সদস্যরা ৷ CAA বিরোধী বিক্ষোভ-অবস্থান চলবে তা কার্যত পরিষ্কার করে দেন তাঁরা ৷ যেমন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বলেন, "লাগাতার প্রতিবাদ চলবে ৷ সংবিধান বিরোধী কাজ করছে এই সরকার ৷ "
New Delhi, Jan 31 (ANI): While speaking to ANI in the national capital on January 30, the Vice Chancellor of Jamia Millia Islamia University spoke on firing in the Jamia area. She said, "It is really unfortunate that during this entire time, a contingent of police stood there and just watched everything happen." "I am proud that my students handled the situation very calmly," Jamia VC added. A man brandished a country-made pistol and opened fire, injuring a student protesting against the Citizenship Amendment Act (CAA) on January 30. The firing took place despite heavy police presence in the area and the man was later overpowered by protesters. The students were heading from Jamia to Mahatma Gandhi's memorial Rajghat.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.