ETV Bharat / bharat

এই বাজেট ভোটে প্রভাব ফেলবে : মনমোহন - Piyush Goyal

অন্তর্বর্তী বাজেটের সমালোচনা করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

মনমোহন সিং
author img

By

Published : Feb 1, 2019, 4:30 PM IST

দিল্লি, ১ ফেব্রুয়ারি : অন্তর্বর্তী বাজেটে মধ্যবিত্ত, কৃষকদের জন্য একগুচ্ছ ঘোষণা করেছেন ভারপ্রাপ্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গোয়েল। বাজেটের সমালোচনা করে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, এটা নির্বাচনী বাজেট। আবার প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম মোদি সরকারকে কটাক্ষ করে বলেন, এটা ভোট অন অ্যাকাউন্ট বাজেট ছিল না। এই বাজেট অ্যাকাউন্ট অফ ভোট।

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে কৃষকদের বছরে ৬ হাজার টাকা করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়িয়ে করা হয়েছে ৫ লাখ টাকা। অংসগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য মাসে ৩ হাজার টাকা করে পেনশন দেওয়ার কথা বলা হয়েছে বাজেটে।

বাজেট শেষের পর প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, এই পরিস্থিতিতে কৃষক এবং মধ্যবিত্তকে ছাড় দেওয়া হয়েছে নির্বাচনকে মাথায় রেখে। এই বাজেট ভোটে প্রভাব ফেলবে। আর মনমোহন সিং মন্ত্রিসভার অর্থমন্ত্রী বাজেট শেষের পর টুইটে কেন্দ্রকে আক্রমণ করেন। বলেন, রাজস্ব ঘাটতি কমানোর দিকে লক্ষ্য দেয়নি সরকার। তার জায়গায় ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ করেছেন।

দিল্লি, ১ ফেব্রুয়ারি : অন্তর্বর্তী বাজেটে মধ্যবিত্ত, কৃষকদের জন্য একগুচ্ছ ঘোষণা করেছেন ভারপ্রাপ্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গোয়েল। বাজেটের সমালোচনা করে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, এটা নির্বাচনী বাজেট। আবার প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম মোদি সরকারকে কটাক্ষ করে বলেন, এটা ভোট অন অ্যাকাউন্ট বাজেট ছিল না। এই বাজেট অ্যাকাউন্ট অফ ভোট।

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে কৃষকদের বছরে ৬ হাজার টাকা করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়িয়ে করা হয়েছে ৫ লাখ টাকা। অংসগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য মাসে ৩ হাজার টাকা করে পেনশন দেওয়ার কথা বলা হয়েছে বাজেটে।

বাজেট শেষের পর প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, এই পরিস্থিতিতে কৃষক এবং মধ্যবিত্তকে ছাড় দেওয়া হয়েছে নির্বাচনকে মাথায় রেখে। এই বাজেট ভোটে প্রভাব ফেলবে। আর মনমোহন সিং মন্ত্রিসভার অর্থমন্ত্রী বাজেট শেষের পর টুইটে কেন্দ্রকে আক্রমণ করেন। বলেন, রাজস্ব ঘাটতি কমানোর দিকে লক্ষ্য দেয়নি সরকার। তার জায়গায় ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ করেছেন।

RESTRICTION SUMMARY: AP CLIENTS ONLY
SHOTLIST:
VTV - AP CLIENTS ONLY
Caracas - 31 January 2019
++4:3++
1. Government television showing pictures of retired National Guard Col. Oswaldo Garcia Palomo, who security forces say has been arrested
2. SOUNDBITE (Spanish) Nestor Reverol, Venezuela's Interior Minister:
"Our Intelligence services have revealed a new conspiracy plan to keep increasing the spiral of the coup d'etat against the legitimate and constitutional government of the President of the Bolivarian state of Venezuela, Nicolas Maduro Moros. That is according to information obtained by our intelligence bodies about the arrival from Colombia of a group of hired killers by the Venezuelan ultra-right to commit selective assassinations against politicians and military leaders."
3. Pan of weapons purportedly seized during operation
4. SOUNDBITE (Spanish) Nestor Reverol, Venezuela's Interior Minister:
++SOUNBITE OVERLAID WITH OF MIGUEL AMBROSIO PALACIO SALCEDO, A FORMER MILITARY OFFICER AMONG THOSE SAID DETAINED ARRESTED++
"The location and capture in Valles del Tuy, Miranda state,  one of the leaders of those terrorist groups who had the mission to give the logistics and recruitment to commit assassinations as part of the plan, we are referring to Miguel Ambrosio Palacio Salcedo."
5. Pan of automatic rifle
6. SOUNDBITE (Spanish) Nestor Reverol, Venezuela's Interior Minister:
++SOUNBITE OVERLAID WITH PICTURE OF OSWALDO VALENTIN GARCIA PALOMO AMONG ARRESTED++
"The evidence, the telephone analysis and interrogations, enabled us early this morning to capture the retired Col. Oswaldo Garcia Palomo, known by his alias Aquiles, 54 years old, wanted for attempted assassination, treason, instigating an uprising, attacking military facilities."
7. Pictures of Palomo, and former Col. Jose Ronmel Acevedo Montanez and Antonio Jose Labichela Barrios
8. SOUNDBITE (Spanish) Nestor Reverol, Venezuela's Interior Minister:
++SOUNDBITE STARTS ON A PAN OF CLOTHES WITH LETTERS O.C VENEZUELA, OPERATION CONSTITUTION++
"The results of the investigation show that there is no more doubt over the direct involvement in the attempt to assassinate the President of the Venezuelan Republic Nicolas Maduro Moros on the part of Colombian intelligence, the CIA, and the fugitive of the justice Julio Borges, known by his alias 'the fifth'."
9. State television airing picture of Julio Borges
STORYLINE:
Venezuelan officials on Thursday said security forces took down a "terrorist" group backed by political opponents plotting to assassinate embattled President Nicolas Maduro.
Interior Minister Nestor Reverol said that retired National Guard Col. Oswaldo Garcia Palomo was among those detained.
Palomo has been an outspoken critic of Maduro and for months has declared his intention to amass a military force in exile to topple him.
Reverol accuses Colombian intelligence, the CIA and exiled Venezuelan lawmaker Julio Borges of being behind the alleged mercenary group.
He says security forces seized two rifles and 500 armbands bearing the letters "OC," which he says stands for "Operation Constitution."
===========================================================
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.