ETV Bharat / bharat

ব্যবহার করা যাবে না চিনা প্রযুক্তি, BSNL-কে নির্দেশ টেলিকম মন্ত্রকের

গ্রাহকদের ৪G পরিষেবা দেওয়ার জন্য কোনওভাবেই চিনা প্রযুক্তি ব্যবহার করা যাবে না ৷ BSNL-কে কড়া নির্দেশ দিয়েছে টেলিকম মন্ত্রক ৷ ৷

BSNL
BSNL
author img

By

Published : Jun 18, 2020, 12:04 PM IST

দিল্লি, 18 জুন: ৪G পরিষেবার জন্য ব্যবহার করা যাবে না কোনও চিনা প্রযুক্তি ৷ BSNL-কে সাফ জানিয়ে দিল টেলিকম মন্ত্রক ৷ চিনা প্রযুক্তির সাহায্যে গ্রাহকদের ৪G পরিষেবা প্রদান করে কম্পানির পুনরুজ্জীবনের লক্ষ্যে নেমেছিল BSNL ৷ পাশাপাশি, চিনা সংস্থাকে দেওয়া টেন্ডারও পুর্নবিবেচনা করে দেখার কথা বলেছে কেন্দ্র ৷ একই নির্দেশ দেওয়া হয়েছে MTNL-কেও ৷

লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনা হামলায় শহিদ হয়েছেন 20 জন ভারতীয় জওয়ান ৷ তারপর থেকেই গোটা দেশজুড়ে চিনা পণ্য বয়কটের ডাক দেওয়া হচ্ছে ৷ বুধবারই BSNL ও MTNL-কে চিনা প্রযুক্তি ব্যবহার না করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ বুধবার রাতে এই নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক ৷ নিরাপত্তার কারণেই ৪G পরিষেবার জন্য চিনা সরঞ্জাম ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ একইসঙ্গে বেসরকারি টেলিকম সংস্থাগুলিকেও চিনের তৈরি সরঞ্জামের উপর নির্ভর না করার অনুরোধ জানানো হয়েছে ৷ তার পরিবর্তে দেশীয় পণ্য ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে ৷

চিনা পণ্য বয়কটের ডাক দিয়ে টুইটারে ট্রেন্ডিং হয়েছে হ্যাশট্যাগ "HindiCheeniByeBye" এবং "BharatVsChina" ৷ লাগাতার বিরোধিতার মুখে পড়ে বুধবার একটি জনপ্রিয় চিনা মোবাইল কম্পানি তাদের ৫G স্মার্টফোনের লঞ্চ অনুষ্ঠান বাতিল করেছে ৷

দিল্লি, 18 জুন: ৪G পরিষেবার জন্য ব্যবহার করা যাবে না কোনও চিনা প্রযুক্তি ৷ BSNL-কে সাফ জানিয়ে দিল টেলিকম মন্ত্রক ৷ চিনা প্রযুক্তির সাহায্যে গ্রাহকদের ৪G পরিষেবা প্রদান করে কম্পানির পুনরুজ্জীবনের লক্ষ্যে নেমেছিল BSNL ৷ পাশাপাশি, চিনা সংস্থাকে দেওয়া টেন্ডারও পুর্নবিবেচনা করে দেখার কথা বলেছে কেন্দ্র ৷ একই নির্দেশ দেওয়া হয়েছে MTNL-কেও ৷

লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনা হামলায় শহিদ হয়েছেন 20 জন ভারতীয় জওয়ান ৷ তারপর থেকেই গোটা দেশজুড়ে চিনা পণ্য বয়কটের ডাক দেওয়া হচ্ছে ৷ বুধবারই BSNL ও MTNL-কে চিনা প্রযুক্তি ব্যবহার না করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ বুধবার রাতে এই নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক ৷ নিরাপত্তার কারণেই ৪G পরিষেবার জন্য চিনা সরঞ্জাম ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ একইসঙ্গে বেসরকারি টেলিকম সংস্থাগুলিকেও চিনের তৈরি সরঞ্জামের উপর নির্ভর না করার অনুরোধ জানানো হয়েছে ৷ তার পরিবর্তে দেশীয় পণ্য ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে ৷

চিনা পণ্য বয়কটের ডাক দিয়ে টুইটারে ট্রেন্ডিং হয়েছে হ্যাশট্যাগ "HindiCheeniByeBye" এবং "BharatVsChina" ৷ লাগাতার বিরোধিতার মুখে পড়ে বুধবার একটি জনপ্রিয় চিনা মোবাইল কম্পানি তাদের ৫G স্মার্টফোনের লঞ্চ অনুষ্ঠান বাতিল করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.