ETV Bharat / bharat

ফোন করলে টাকা পাবেন গ্রাহকরাই, নতুন অফার BSNL-র - বিএসএনএল নতুন আপডেট

ভয়েস কলে প্রতি পাঁচ মিনিটে গ্রাহকদের 6 পয়সা দেবে BSNL ৷ এই সুবিধা পাবেন ভারত সঞ্চার নিগম লিমিটেডের ওয়্যারলাইন , ব্রডব্যান্ড এবং FTTH গ্রাহকরাও ৷ গ্রাহকরা ক্যাশব্যাক হিসেবে ফেরত পাবেন এই টাকা ৷

bsnl
author img

By

Published : Nov 1, 2019, 11:32 PM IST

দিল্লি, 1 নভেম্বর : ফোন করলে টাকা পাবেন গ্রাহকরা ৷ এরকমই এক নতুন অফার নিয়ে আসছে ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) ৷ ভয়েস কলে প্রতি পাঁচ মিনিটে গ্রাহকদের 6 পয়সা দেবে BSNL ৷

এই সুবিধা পাবেন ভারত সঞ্চার নিগম লিমিটেডের ওয়্যারলাইন , ব্রডব্যান্ড এবং FTTH গ্রাহকরাও ৷ গ্রাহকরা ক্যাশব্যাক হিসেবে ফেরত পাবেন এই টাকা ৷

আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে কোম্পানি ৷ এই পদক্ষেপ গ্রাহক সংখ্যা বাড়াবে, এরকমই আশা BSNL-র ৷ মনে করা হচ্ছে, এই পদক্ষেপের লক্ষ্য জিও গ্রাহকরাই ৷ জিও জানিয়েছিল, অন্য নেটওয়ার্কে ফোন করলে গ্রাহকদের প্রতি মিনিটে 6 পয়সা দিতে হবে ৷ যদিও জিও তাদের অফারের ক্ষেত্রে বেশ কিছু রদবদল এনেছে ৷

BSNL-র অধিকর্তা CFA বিবেক বাঞ্জিল এই বিষয়ে বলেন , "ডিজিটাল অভিজ্ঞতার যুগে গ্রাহকরা নতুন ধরণের সুবিধা পেতে চান ৷ আমরা গ্রাহকদের বিশেষ পরিষেবা দিতে চাই ৷ উন্নতমানের ভয়েস কল পরিষেবা দিতে চাই ওয়্যারলাইন গ্রাহকদেরও ৷" ভারত সঞ্চার নিগম লিমিটেডের তরফে আরও জানানো হয়, কোম্পানি গ্রাহকদের ভয়েসকলে ভালো পরিষেবা দেওয়ার জন্য এই পদক্ষেপ করেছে ৷ এই মাসেই নতুন আরও কয়েকটি ঘোষণা করতে পারে BSNL ৷

দিল্লি, 1 নভেম্বর : ফোন করলে টাকা পাবেন গ্রাহকরা ৷ এরকমই এক নতুন অফার নিয়ে আসছে ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) ৷ ভয়েস কলে প্রতি পাঁচ মিনিটে গ্রাহকদের 6 পয়সা দেবে BSNL ৷

এই সুবিধা পাবেন ভারত সঞ্চার নিগম লিমিটেডের ওয়্যারলাইন , ব্রডব্যান্ড এবং FTTH গ্রাহকরাও ৷ গ্রাহকরা ক্যাশব্যাক হিসেবে ফেরত পাবেন এই টাকা ৷

আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে কোম্পানি ৷ এই পদক্ষেপ গ্রাহক সংখ্যা বাড়াবে, এরকমই আশা BSNL-র ৷ মনে করা হচ্ছে, এই পদক্ষেপের লক্ষ্য জিও গ্রাহকরাই ৷ জিও জানিয়েছিল, অন্য নেটওয়ার্কে ফোন করলে গ্রাহকদের প্রতি মিনিটে 6 পয়সা দিতে হবে ৷ যদিও জিও তাদের অফারের ক্ষেত্রে বেশ কিছু রদবদল এনেছে ৷

BSNL-র অধিকর্তা CFA বিবেক বাঞ্জিল এই বিষয়ে বলেন , "ডিজিটাল অভিজ্ঞতার যুগে গ্রাহকরা নতুন ধরণের সুবিধা পেতে চান ৷ আমরা গ্রাহকদের বিশেষ পরিষেবা দিতে চাই ৷ উন্নতমানের ভয়েস কল পরিষেবা দিতে চাই ওয়্যারলাইন গ্রাহকদেরও ৷" ভারত সঞ্চার নিগম লিমিটেডের তরফে আরও জানানো হয়, কোম্পানি গ্রাহকদের ভয়েসকলে ভালো পরিষেবা দেওয়ার জন্য এই পদক্ষেপ করেছে ৷ এই মাসেই নতুন আরও কয়েকটি ঘোষণা করতে পারে BSNL ৷

New Delhi, Nov 01 (ANI): German Chancellor Angela Merkel met Prime Minister Narendra Modi in Delhi on November 01. India -Germany delegation level talks were held in the presence of both the leaders. Angela Merkel is in India for the 5th India-Germany Inter Governmental Consultation. Merkel, who is on two-day visit to India, arrived on October 31.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.