ETV Bharat / bharat

নদীতে ভাসিয়ে দেওয়া মাদক বাজেয়াপ্ত করল BSF

পঞ্জাবের গুরুদাসপুরে আজ ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত দায়িত্বে বয়ে যাওয়া রবি নদী থেকে হেরোইনের 60টি প্যাকেট উদ্ধার করল BSF । প্যাকেটগুলিকে জল থেকে টেনে তোলার জন্য প্রায় 1500 মিটার লম্বা একটি নাইলনের দড়ি দিয়ে বাঁধা ছিল ।

Narcotics seized
Narcotics seized
author img

By

Published : Jul 19, 2020, 7:34 PM IST

গুরদাসপুর, 19 জুলাই : পাকিস্তানের দিক থেকে ভারতের দিকে রবি নদীতে ভাসিয়ে দেওয়া নিষিদ্ধ মাদকের প্যাকেট বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানাল BSF । পঞ্জাবের গুরুদাসপুরে আজ ভারত-পাকিস্তান সীমান্তে রবি নদীর জল থেকে হেরোইনের 60টি প্যাকেট বাজেয়াপ্ত করে BSF-এর জওয়ানরা ।

বাহিনী সূত্রে খবর, রাত 2:45 নাগাদ নাংলি ঘাটে নাকা পার্টি নৌকায় টহলরত জওয়ানরা রবি নদীতে পাকিস্তানের দিক থেকে সন্দেহজনক কিছু ভেসে আসতে দেখেন । সন্দেহজনক বস্তুটি টেনে তীরে তোলার পর তার মধ্যে থেকে নিষিদ্ধ মাদক হেরোইনের 60টি প্যাকেট একটি নাইলনের দড়িতে বাঁধা অবস্থায় উদ্ধার হয় ।

এর আগেও একাধিকবার পাকিস্তানের অর্ডিন্যান্স ফ্যাক্টরির ছাপ দেওয়া অস্ত্র, পিস্তল এবং অন্যান্য আগ্নেয়াস্ত্র সীমান্তে পাচারের সময় বাজেয়াপ্ত করেছে BSF । আজ ভোররাতে ডেরা বাবা নাটকের কাছে নাংলি ঘাটে টহলরত BSF জওয়ানরা ওই মাদক বাজেয়াপ্ত করেন বলে জানিয়েছেন বাহিনীর এক কর্তা । ওই মাদক জল থেকে তীরে টেনে তোলার সুবিধার্থে প্রায় 1,500 মিটার লম্বা একটি নাইলনের দড়ি দিয়ে বাঁধা ছিল বলেও জানান তিনি ।

গুরদাসপুর, 19 জুলাই : পাকিস্তানের দিক থেকে ভারতের দিকে রবি নদীতে ভাসিয়ে দেওয়া নিষিদ্ধ মাদকের প্যাকেট বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানাল BSF । পঞ্জাবের গুরুদাসপুরে আজ ভারত-পাকিস্তান সীমান্তে রবি নদীর জল থেকে হেরোইনের 60টি প্যাকেট বাজেয়াপ্ত করে BSF-এর জওয়ানরা ।

বাহিনী সূত্রে খবর, রাত 2:45 নাগাদ নাংলি ঘাটে নাকা পার্টি নৌকায় টহলরত জওয়ানরা রবি নদীতে পাকিস্তানের দিক থেকে সন্দেহজনক কিছু ভেসে আসতে দেখেন । সন্দেহজনক বস্তুটি টেনে তীরে তোলার পর তার মধ্যে থেকে নিষিদ্ধ মাদক হেরোইনের 60টি প্যাকেট একটি নাইলনের দড়িতে বাঁধা অবস্থায় উদ্ধার হয় ।

এর আগেও একাধিকবার পাকিস্তানের অর্ডিন্যান্স ফ্যাক্টরির ছাপ দেওয়া অস্ত্র, পিস্তল এবং অন্যান্য আগ্নেয়াস্ত্র সীমান্তে পাচারের সময় বাজেয়াপ্ত করেছে BSF । আজ ভোররাতে ডেরা বাবা নাটকের কাছে নাংলি ঘাটে টহলরত BSF জওয়ানরা ওই মাদক বাজেয়াপ্ত করেন বলে জানিয়েছেন বাহিনীর এক কর্তা । ওই মাদক জল থেকে তীরে টেনে তোলার সুবিধার্থে প্রায় 1,500 মিটার লম্বা একটি নাইলনের দড়ি দিয়ে বাঁধা ছিল বলেও জানান তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.