ETV Bharat / bharat

জম্মুতে মাদক পাচার করতে গিয়ে ধৃত BSF জওয়ান - জম্মুতে ধৃত BSF জওয়ান

পঞ্জাব পুলিশের জালে ধরা পড়ল মাদক পাচারকারী 1 BSF জওয়ান । উদ্ধার হয় বেশ কিছু অস্ত্রশস্ত্র ।

BSF arrested
BSF arrested
author img

By

Published : Jul 12, 2020, 5:37 PM IST

Updated : Jul 12, 2020, 8:57 PM IST

দিল্লি, 12 জুলাই : মাদক পাচার করতে গিয়ে গ্রেপ্তার হল 1 BSF জওয়ান । জম্মুর আন্তর্জাতিক সীমান্তের ঘটনা । রবিবার পঞ্জাব পুলিশের হাতে ধরা পড়ে ওই BSF জওয়ান, পুলিশ আধিকারিক সূত্রের খবর ।

ওই BSF জওয়ান পঞ্জাবের গুরুদাসপুরের বাসিন্দা । একাধিক অস্ত্র ও গোলাবারুদ তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ।

ওই জওয়ানের নাম এখনও পর্যন্ত জানা যায়নি । তবে জম্মুর সাম্বা সেক্টরে তিনি একটি কর্তব্যরত BSF ইউনিটের দায়িত্বে ছিলেন ।

পুলিশ সূত্রে জানা গেছে তার কাছ থেকে উদ্ধার হয়েছে 1 টি পিস্তল, 9 এমএম ক্যালিবার বন্দুকের 80 টি বুলেট, 2 রাউন্ডের 12 টি বোর রিফিল, 2 টি ম্যাগাজিন এবং 3 টি মোবাইল ফোন ।

বর্ডার সীমান্ত রক্ষীবাহিনী প্রায় 3300 কিলোমিটার পাকিস্তান সীমান্ত বরাবর জম্মু, পঞ্জাব, রাজস্থান, গুজরাতের সীমান্ত রক্ষা করে চলেছে ।

দিল্লি, 12 জুলাই : মাদক পাচার করতে গিয়ে গ্রেপ্তার হল 1 BSF জওয়ান । জম্মুর আন্তর্জাতিক সীমান্তের ঘটনা । রবিবার পঞ্জাব পুলিশের হাতে ধরা পড়ে ওই BSF জওয়ান, পুলিশ আধিকারিক সূত্রের খবর ।

ওই BSF জওয়ান পঞ্জাবের গুরুদাসপুরের বাসিন্দা । একাধিক অস্ত্র ও গোলাবারুদ তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ।

ওই জওয়ানের নাম এখনও পর্যন্ত জানা যায়নি । তবে জম্মুর সাম্বা সেক্টরে তিনি একটি কর্তব্যরত BSF ইউনিটের দায়িত্বে ছিলেন ।

পুলিশ সূত্রে জানা গেছে তার কাছ থেকে উদ্ধার হয়েছে 1 টি পিস্তল, 9 এমএম ক্যালিবার বন্দুকের 80 টি বুলেট, 2 রাউন্ডের 12 টি বোর রিফিল, 2 টি ম্যাগাজিন এবং 3 টি মোবাইল ফোন ।

বর্ডার সীমান্ত রক্ষীবাহিনী প্রায় 3300 কিলোমিটার পাকিস্তান সীমান্ত বরাবর জম্মু, পঞ্জাব, রাজস্থান, গুজরাতের সীমান্ত রক্ষা করে চলেছে ।

Last Updated : Jul 12, 2020, 8:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.