লখনউ, 3 অগাস্ট : তিনি ধর্ষণের অভিযোগে এক বছরের বেশি সময় জেলবন্দি ৷ দল তাঁকে বহিষ্কার করেছে ৷ উন্নাও গণধর্ষণে মূল অভিযুক্ত সেই BJP বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গারের সমর্থনে গলা ফাটালেন দলেরই আর এক বিধায়ক ৷ দাবি করলেন, কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন কুলদীপ ৷ আশা প্রকাশ করলেন, বহিষ্কৃত ওই বিধায়ক শীঘ্রই সব সমস্যা কাটিয়ে উঠতে পারবেন৷
অকুস্থল উত্তরপ্রদেশের হরদোই ৷ পঞ্চায়েতের একটি সভায় ভাষণ দিচ্ছিলেন স্থানীয় বিধায়ক আশিস সিং আশু ৷ সেখানেই তিনি কুলদীপকে ভাই বলে সম্বোধন করে বলেন, "কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন আমাদের ভাই ৷ আমাদের শুভ কামনা রয়েছে ওঁর সঙ্গে ৷ আমরা মনে করি শীঘ্রই উনি কঠিন সময় কাটিয়ে উঠবেন ৷ আবার আমাদের সঙ্গে কাজ করবেন ৷ আমাদের নেতৃত্ব দেবেন ৷"
2017 সালে উন্নাওয়ে ধর্ষণের ঘটনা (সামনে এসেছিল গতবছর) গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছিল ৷ মূল অভিযুক্ত হিসেবে উঠে এসেছিল বাঙ্গেরমউয়ের BJP বিধায়ক ঠাকুর কুলদীপ সিং সেঙ্গারের নাম ৷ দোর্দণ্ড প্রতাপ কুলদীপ গারদের পিছনে থাকলেও এখনও গোটা এলাকা তাঁর নামে কাঁপে ৷ দল বহিষ্কার করেছে তাঁকে ৷ এমন কী, কুলদীপ সেঙ্গারের বিরুদ্ধে 302 (খুন), 307 (খুনের চেষ্টা) এবং 506 (অপরাধমূলক ষড়যন্ত্র) ধারায় মামলা দায়ের হয়েছে । এত কিছুর পরও পরিস্থিতি অনেকটাই ঠাকুর পরিবারের অনুকূলে বলে দাবি বিরোধীদের ৷ যদিও BJP নেতৃত্ব স্পষ্ট জানিয়েছে, তাদের দলে অপরাধীদের কোনও স্থান নেই ।