ETV Bharat / bharat

'ভাই' কুলদীপ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, মন্তব্য BJP বিধায়কের

অকুস্থল উত্তরপ্রদেশের হরদোই ৷ পঞ্চায়েতের একটি সভায় ভাষণ দিচ্ছিলেন স্থানীয় বিধায়ক আশিস সিং আশু ৷ সেখানেই তিনি কুলদীপকে ভাই বলে সম্বোধন করেন ।

ছবি
author img

By

Published : Aug 3, 2019, 11:45 AM IST

লখনউ, 3 অগাস্ট : তিনি ধর্ষণের অভিযোগে এক বছরের বেশি সময় জেলবন্দি ৷ দল তাঁকে বহিষ্কার করেছে ৷ উন্নাও গণধর্ষণে মূল অভিযুক্ত সেই BJP বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গারের সমর্থনে গলা ফাটালেন দলেরই আর এক বিধায়ক ৷ দাবি করলেন, কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন কুলদীপ ৷ আশা প্রকাশ করলেন, বহিষ্কৃত ওই বিধায়ক শীঘ্রই সব সমস্যা কাটিয়ে উঠতে পারবেন৷

অকুস্থল উত্তরপ্রদেশের হরদোই ৷ পঞ্চায়েতের একটি সভায় ভাষণ দিচ্ছিলেন স্থানীয় বিধায়ক আশিস সিং আশু ৷ সেখানেই তিনি কুলদীপকে ভাই বলে সম্বোধন করে বলেন, "কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন আমাদের ভাই ৷ আমাদের শুভ কামনা রয়েছে ওঁর সঙ্গে ৷ আমরা মনে করি শীঘ্রই উনি কঠিন সময় কাটিয়ে উঠবেন ৷ আবার আমাদের সঙ্গে কাজ করবেন ৷ আমাদের নেতৃত্ব দেবেন ৷"

2017 সালে উন্নাওয়ে ধর্ষণের ঘটনা (সামনে এসেছিল গতবছর) গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছিল ৷ মূল অভিযুক্ত হিসেবে উঠে এসেছিল বাঙ্গেরমউয়ের BJP বিধায়ক ঠাকুর কুলদীপ সিং সেঙ্গারের নাম ৷ দোর্দণ্ড প্রতাপ কুলদীপ গারদের পিছনে থাকলেও এখনও গোটা এলাকা তাঁর নামে কাঁপে ৷ দল বহিষ্কার করেছে তাঁকে ৷ এমন কী, কুলদীপ সেঙ্গারের বিরুদ্ধে 302 (খুন), 307 (খুনের চেষ্টা) এবং 506 (অপরাধমূলক ষড়যন্ত্র) ধারায় মামলা দায়ের হয়েছে । এত কিছুর পরও পরিস্থিতি অনেকটাই ঠাকুর পরিবারের অনুকূলে বলে দাবি বিরোধীদের ৷ যদিও BJP নেতৃত্ব স্পষ্ট জানিয়েছে, তাদের দলে অপরাধীদের কোনও স্থান নেই ।

লখনউ, 3 অগাস্ট : তিনি ধর্ষণের অভিযোগে এক বছরের বেশি সময় জেলবন্দি ৷ দল তাঁকে বহিষ্কার করেছে ৷ উন্নাও গণধর্ষণে মূল অভিযুক্ত সেই BJP বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গারের সমর্থনে গলা ফাটালেন দলেরই আর এক বিধায়ক ৷ দাবি করলেন, কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন কুলদীপ ৷ আশা প্রকাশ করলেন, বহিষ্কৃত ওই বিধায়ক শীঘ্রই সব সমস্যা কাটিয়ে উঠতে পারবেন৷

অকুস্থল উত্তরপ্রদেশের হরদোই ৷ পঞ্চায়েতের একটি সভায় ভাষণ দিচ্ছিলেন স্থানীয় বিধায়ক আশিস সিং আশু ৷ সেখানেই তিনি কুলদীপকে ভাই বলে সম্বোধন করে বলেন, "কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন আমাদের ভাই ৷ আমাদের শুভ কামনা রয়েছে ওঁর সঙ্গে ৷ আমরা মনে করি শীঘ্রই উনি কঠিন সময় কাটিয়ে উঠবেন ৷ আবার আমাদের সঙ্গে কাজ করবেন ৷ আমাদের নেতৃত্ব দেবেন ৷"

2017 সালে উন্নাওয়ে ধর্ষণের ঘটনা (সামনে এসেছিল গতবছর) গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছিল ৷ মূল অভিযুক্ত হিসেবে উঠে এসেছিল বাঙ্গেরমউয়ের BJP বিধায়ক ঠাকুর কুলদীপ সিং সেঙ্গারের নাম ৷ দোর্দণ্ড প্রতাপ কুলদীপ গারদের পিছনে থাকলেও এখনও গোটা এলাকা তাঁর নামে কাঁপে ৷ দল বহিষ্কার করেছে তাঁকে ৷ এমন কী, কুলদীপ সেঙ্গারের বিরুদ্ধে 302 (খুন), 307 (খুনের চেষ্টা) এবং 506 (অপরাধমূলক ষড়যন্ত্র) ধারায় মামলা দায়ের হয়েছে । এত কিছুর পরও পরিস্থিতি অনেকটাই ঠাকুর পরিবারের অনুকূলে বলে দাবি বিরোধীদের ৷ যদিও BJP নেতৃত্ব স্পষ্ট জানিয়েছে, তাদের দলে অপরাধীদের কোনও স্থান নেই ।

New Delhi, Aug 03 (ANI): Facebook has announced that it will make two algorithms open-source which it uses to identify abusive or harmful content on its platform. PDQ and TMK+PDQF are the two technologies which Facebook uses to identify child sexual exploitation, terrorist propaganda, and graphic violence. The duo of technologies stores files as digital hashes and compares them with known examples of harmful content, The Verge reported. The algorithms have been released on Github, and Facebook hopes that developers and other companies will make use of it to identify harmful content and add it to a shared database to curb online violence.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.