ETV Bharat / bharat

উপত্যকায় কিছু প্রতিষ্ঠানে ফিরছে ব্রডব্যান্ড, এখনই ব্যবহার নয় সোশাল মিডিয়া

author img

By

Published : Jan 15, 2020, 10:31 AM IST

Updated : Jan 15, 2020, 12:08 PM IST

জম্মু-কাশ্মীরে ইন্টারনেট পরিষেবা নিয়ে সরকারের তরফে জারি করা হয়েছে একটি নির্দেশিকা । উল্লেখ করা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি ওয়েবসাইট, গুরুত্বপূর্ণ পরিষেবার ওয়েবসাইট, ই-ব্যাঙ্কিং-র ক্ষেত্রেও ফিরছে ব্রডব্র্যান্ড । পরিষেবার অপব্যবহার করলে তার সব দায় নিতে হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেই ।

kashmir
kashmir

শ্রীনগর, 15 জানুয়ারি : উপত্যকায় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ফিরছে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা । কিন্তু বাদ রইল সোশাল নেটওয়ার্কিং সাইটগুলি । দীর্ঘ পাঁচ মাস ব্ল্যাকআউট রয়েছে কাশ্মীরে । আজ থেকে ব্রডব্যান্ড পরিষেবা চালু হচ্ছে ৷ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ৷

সরকারের তরফে জারি করা হয়েছে একটি নির্দেশিকা । উল্লেখ করা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি ওয়েবসাইট, গুরুত্বপূর্ণ পরিষেবার ওয়েবসাইট, ই-ব্যাঙ্কিং-র ক্ষেত্রেও ফিরছে ব্রডব্র্যান্ড । পরিষেবার অপব্যবহার করলে তার সব দায় নিতে হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেই । তাদের সবরকম সতর্কতা মেনে চলতে হবে । ব্যবহারের রেকর্ড রাখতে হবে, চালাতে হবে কড়া নজরদারিও ।

সূত্রের খবর, প্রথমে মধ্য কাশ্মীরে ফিরছে ব্রডব্যান্ড পরিষেবা । শ্রীনগরের পাশাপাশি দুদিন পর পরিষেবা চালু হবে উত্তর কাশ্মীরে । তারও দুদিন পর দক্ষিণ কাশ্মীরে ফিরবে ব্রডব্যান্ড পরিষেবা । পরিস্থিতির পর্যবেক্ষণ হবে, তারপর সরকারের তরফে মোবাইল ফোন ইন্টারনেট পরিষেবার কথা ভাবা হবে ।

10 জানুয়ারি উপত্যকায় প্রত্যেক বিধিনিষেধ সংক্রান্ত রিভিউয়ের নির্দেশ দেয় সুপ্রিম কোর্টে । উপত্যকায় বিধিনিষেধ খতিয়ে দেখে তা পুনর্বিবেচনা করতে জম্মু-কাশ্মীর প্রশাসনকে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত ৷ এক সপ্তাহের মধ্যে সব বিধিনিষেধ পুনর্বিবেচনা করে তা প্রকাশ করতে বলেছিল ৷

সু্প্রিম কোর্ট জানিয়েছিল, ইন্টারনেট বাক-স্বাধীনতার অংশ । তা এতদিন বন্ধ করে রাখতে পারে না সরকার । মৌলিক অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে তাদের । হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইন্টারনেট পরিষেবা চালু করার জন্য জম্মু-কাশ্মীর প্রশাসনকে নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত । ইন্টারনেট বন্ধ নিয়ে বিচারবিভাগীয় পর্যালোচনার কথাও বলে ৷ এরপরই আজ থেকে কাশ্মীরের কয়েকটি জায়গায় ইন্টারনেট ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার । কিন্তু তার প্রভাব কী হবে, বা এই পদক্ষেপ কি স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনবে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে ওয়াকিবহাল মহলে ।

শ্রীনগর, 15 জানুয়ারি : উপত্যকায় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ফিরছে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা । কিন্তু বাদ রইল সোশাল নেটওয়ার্কিং সাইটগুলি । দীর্ঘ পাঁচ মাস ব্ল্যাকআউট রয়েছে কাশ্মীরে । আজ থেকে ব্রডব্যান্ড পরিষেবা চালু হচ্ছে ৷ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ৷

সরকারের তরফে জারি করা হয়েছে একটি নির্দেশিকা । উল্লেখ করা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি ওয়েবসাইট, গুরুত্বপূর্ণ পরিষেবার ওয়েবসাইট, ই-ব্যাঙ্কিং-র ক্ষেত্রেও ফিরছে ব্রডব্র্যান্ড । পরিষেবার অপব্যবহার করলে তার সব দায় নিতে হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেই । তাদের সবরকম সতর্কতা মেনে চলতে হবে । ব্যবহারের রেকর্ড রাখতে হবে, চালাতে হবে কড়া নজরদারিও ।

সূত্রের খবর, প্রথমে মধ্য কাশ্মীরে ফিরছে ব্রডব্যান্ড পরিষেবা । শ্রীনগরের পাশাপাশি দুদিন পর পরিষেবা চালু হবে উত্তর কাশ্মীরে । তারও দুদিন পর দক্ষিণ কাশ্মীরে ফিরবে ব্রডব্যান্ড পরিষেবা । পরিস্থিতির পর্যবেক্ষণ হবে, তারপর সরকারের তরফে মোবাইল ফোন ইন্টারনেট পরিষেবার কথা ভাবা হবে ।

10 জানুয়ারি উপত্যকায় প্রত্যেক বিধিনিষেধ সংক্রান্ত রিভিউয়ের নির্দেশ দেয় সুপ্রিম কোর্টে । উপত্যকায় বিধিনিষেধ খতিয়ে দেখে তা পুনর্বিবেচনা করতে জম্মু-কাশ্মীর প্রশাসনকে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত ৷ এক সপ্তাহের মধ্যে সব বিধিনিষেধ পুনর্বিবেচনা করে তা প্রকাশ করতে বলেছিল ৷

সু্প্রিম কোর্ট জানিয়েছিল, ইন্টারনেট বাক-স্বাধীনতার অংশ । তা এতদিন বন্ধ করে রাখতে পারে না সরকার । মৌলিক অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে তাদের । হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইন্টারনেট পরিষেবা চালু করার জন্য জম্মু-কাশ্মীর প্রশাসনকে নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত । ইন্টারনেট বন্ধ নিয়ে বিচারবিভাগীয় পর্যালোচনার কথাও বলে ৷ এরপরই আজ থেকে কাশ্মীরের কয়েকটি জায়গায় ইন্টারনেট ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার । কিন্তু তার প্রভাব কী হবে, বা এই পদক্ষেপ কি স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনবে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে ওয়াকিবহাল মহলে ।

Varanasi (UP), Jan 15 (ANI): Devotees offered prayers on the occasion of Makar Sankranti in UP's Varanasi on January 15. They also took holy dip in river Ganga on January 15. Makar Sankranti is celebrated as beginning of harvest season. It also marks the culmination of winters.
Last Updated : Jan 15, 2020, 12:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.