দিল্লি, 21 জানুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামী 24-27 জানুয়ারি ভারত সফরে আসছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো ৷ 26 জানুয়ারি দেশের 71তম সাধারণতন্ত্র দিবসের বিশেষ কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলসোনারো৷
উল্লেখ্য, গত নভেম্বরে ব্রাজিল সফরে যান নরেন্দ্র মোদি, সেই সময় তিনি প্রেসিডেন্ট জইর বলসোনারোকে ভারতের 71তম সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান ৷ সেই আমন্ত্রণ রক্ষা করতেই ভারতে আসছেন বলসোনারো ৷
-
President of Brazil Jair Messias Bolsonaro will be on a state visit to India from 24-27 January 2020 at the invitation of Prime Minister Narendra Modi. President Bolsonaro will be the Chief Guest at India’s 71st Republic Day Parade on 26 January. (file pic) pic.twitter.com/3uXU36niap
— ANI (@ANI) January 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">President of Brazil Jair Messias Bolsonaro will be on a state visit to India from 24-27 January 2020 at the invitation of Prime Minister Narendra Modi. President Bolsonaro will be the Chief Guest at India’s 71st Republic Day Parade on 26 January. (file pic) pic.twitter.com/3uXU36niap
— ANI (@ANI) January 21, 2020President of Brazil Jair Messias Bolsonaro will be on a state visit to India from 24-27 January 2020 at the invitation of Prime Minister Narendra Modi. President Bolsonaro will be the Chief Guest at India’s 71st Republic Day Parade on 26 January. (file pic) pic.twitter.com/3uXU36niap
— ANI (@ANI) January 21, 2020
সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে বলসোনারোর উপস্থিতি ভারত-ব্রাজিল সম্পর্ককে মজবুত করবে বলেই মনে করা হচ্ছে ৷