দিল্লি, ১৭ ফেব্রুয়ারি : গয়নার দোকানের সামনে বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে ডিম খাচ্ছিল ১৭ বছরের এক কিশোর। সেই "অপরাধে" তাকে গুলি করার অভিযোগ উঠল দোকান মালিকের বিরুদ্ধে। ঘটনাটি উত্তর-পূর্ব দিল্লির জ্যোতিনগর এলাকার। আহত যুবকের নাম মণীশ।
উত্তর-পূর্ব দিল্লির DCP অতুল কুমার ঠাকুর জানান, গয়নার দোকানের মালিক উমেশ ভর্মা মণীশ ও তার বন্ধুদের দোকানের সামনে দাঁড়িয়ে ডিম খেতে নিষেধ করে। বিষয়টি নিয়ে দুইপক্ষের মধ্যে বচসা হয়। তারপর উমেশ তার পরিচিত কয়েকজনকে ডেকে আনে। তাদের মধ্যে একজন মণীশের উপর গুলি চালায়।
মণীশকে গুরু তেজ বাহাদুর হাসপাতালে ভরতি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে। এখন তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। উমেশকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে যে ব্যক্তি গুলি চালিয়েছিল সে এখনও ধরা পড়েনি।