ETV Bharat / bharat

মোবাইল ফোন দিতে পারেননি বাবা, অভিমানে আত্মঘাতী পড়ুয়া - অনলাইন ক্লাস

বাবার কাছে তার আবদার ছিল, একটি নতুন স্মার্ট ফোন কিনে দেওয়ার ৷ গরিব তুলো চাষি বাবা কথা দিয়েছিলেন, এবার দশেরার সময় তাঁকে নতুন ফোন কিনে দেবেন ৷ কিন্তু পারেননি ।

boy-commits-suicide-after-parents-fail-to-buy-him-mobile-phone
মোবাইল ফোন দিতে পারেননি বাবা, অভিমানে আত্মঘাতী পড়ুয়া!
author img

By

Published : Oct 26, 2020, 6:01 PM IST

হায়দরাবাদ, 26 অক্টোবর : স্কুলের অনলাইন ক্লাসের জন্য বাবার কাছে মোবাইল ফোন চেয়েছিল তেলাঙ্গানার জাগিত্য়লা জেলার তিরমালাপুর গ্রামের নবম শ্রেণির ছাত্র রঘু প্রসাদ ৷ বাবা সেই কথা রাখতে না পারায় আত্মহত্যা করে সে ৷

কোরোনা সংক্রমণের জেরে বন্ধ স্কুল, কলেজ, বিশ্ববিদ্য়ালয় ৷ ফলে বাড়ি থেকেই স্কুল, কলেজ এমনকী প্রাইভেট টিউশনও চলছে অনলাইনে ৷ তেমনই তেলাঙ্গানার জাগিত্য়লা জেলার তিরমালাপুর গ্রামের নবম শ্রেণির ছাত্র রঘু প্রসাদ তার বাড়িতে থাকা একমাত্র স্মার্ট ফোনে সেই অনলাইন ক্লাসে পড়াশোনা করত ৷ তবে বাবার কাছে একটি নতুন স্মার্ট ফোন কিনে দেওয়ার আবদার করে সে ৷

গরিব তুলো চাষি তার বাবা কথা দিয়েছিলেন, এবারের দশেরার সময় তাকে নতুন ফোন কিনে দেবেন ৷ তবে বাবা সেই কথা রাখতে ব্য়র্থ হন ৷ ছেলেকে জানিয়েছিলেন, জমির সব তুলো বিক্রি করেই নতুন ফোন কিনে দেবেন ৷ তারপরও দিতে না পারায় রঘু আত্মহত্যা করে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা ৷

হায়দরাবাদ, 26 অক্টোবর : স্কুলের অনলাইন ক্লাসের জন্য বাবার কাছে মোবাইল ফোন চেয়েছিল তেলাঙ্গানার জাগিত্য়লা জেলার তিরমালাপুর গ্রামের নবম শ্রেণির ছাত্র রঘু প্রসাদ ৷ বাবা সেই কথা রাখতে না পারায় আত্মহত্যা করে সে ৷

কোরোনা সংক্রমণের জেরে বন্ধ স্কুল, কলেজ, বিশ্ববিদ্য়ালয় ৷ ফলে বাড়ি থেকেই স্কুল, কলেজ এমনকী প্রাইভেট টিউশনও চলছে অনলাইনে ৷ তেমনই তেলাঙ্গানার জাগিত্য়লা জেলার তিরমালাপুর গ্রামের নবম শ্রেণির ছাত্র রঘু প্রসাদ তার বাড়িতে থাকা একমাত্র স্মার্ট ফোনে সেই অনলাইন ক্লাসে পড়াশোনা করত ৷ তবে বাবার কাছে একটি নতুন স্মার্ট ফোন কিনে দেওয়ার আবদার করে সে ৷

গরিব তুলো চাষি তার বাবা কথা দিয়েছিলেন, এবারের দশেরার সময় তাকে নতুন ফোন কিনে দেবেন ৷ তবে বাবা সেই কথা রাখতে ব্য়র্থ হন ৷ ছেলেকে জানিয়েছিলেন, জমির সব তুলো বিক্রি করেই নতুন ফোন কিনে দেবেন ৷ তারপরও দিতে না পারায় রঘু আত্মহত্যা করে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.