ETV Bharat / bharat

ঋণ নিয়ে গরিবের হাতে নগদ দিন, কেন্দ্রকে পরামর্শ চিদম্বরমের - GST রাজ্যগুলিকে দেওয়ার পরামর্শ

আজ টুইটে বিষয়টি নিয়ে লেখেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী । সেখানে দেশের অর্থনীতি পুনরুদ্ধারের বিষয়ে কয়েকটি পদক্ষেপের কথা উল্লেখ করেন তিনি ।

ছবি
ছবি
author img

By

Published : Sep 6, 2020, 3:23 PM IST

দিল্লি, 6 সেপ্টেম্বর : সর্বকালে সবচেয়ে খারাপ অবস্থা দেশের GDP-র । যা নিয়ে রীতিমতো আক্রমণের মুখে কেন্দ্রীয় সরকার । দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে এবার সরকারকে পরামর্শ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম । তিনি বলেন, "বিশ্ব ব্যাঙ্ক থেকে টাকা ঋণ নিক সরকার । অর্থনীতিকে চাঙ্গা করতে ও পুনর্জাগরণের জন্য সরকারকে ঋণ নিতে হবে ।"

কংগ্রেসের এই প্রবীণ নেতা অর্থ সংগ্রহের জন্য কয়েকটি পদক্ষেপেরও পরামর্শ দিয়েছেন, যার মধ্যে FRBM নীতিমালা শিথিল করা ও তা পুনর্গঠনকে ত্বরান্বিত করা রয়েছে । পাশাপাশি বিশ্ব ব্যাঙ্কগুলি থেকে ঋণ নিতে হবে । এছাড়াও 50 শতাংশ দরিদ্রতম পরিবারগুলিতে নগদ স্থানান্তর করা, তাঁদেরকে খাদ্যশস্য সরবরাহ এবং পরিকাঠামো উন্নয়নে ব্যয় বৃদ্ধি ও বকেয়া সমেত রাজ্যগুলিকে GST-র টাকা দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি ।

আজ টুইটে বিষয়টি নিয়ে লেখেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী । সেখানে দেশের অর্থনীতি পুনরুদ্ধারের বিষয়ে কয়েকটি পদক্ষেপের কথা উল্লেখ করেন । বলেন, "চাহিদা, খরচ অনুযায়ী অর্থনীতি পুনরুদ্ধার করতে কয়েকটি দৃঢ় পদক্ষেপ করতে হবে । দরিদ্রতম 50 শতাংশ পরিবারকে কিছু নগদ টাকা হস্তান্তর করতে হবে । সমস্ত পরিবারকে খাদ্যশস্য দান করতে হবে । পরিকাঠামো উন্নয়ন করে এমন প্রকল্পগুলিতে ব্যয় বৃদ্ধি করতে হবে । খাদ্যশস্য মজুত করা শুরু করতে হবে । বকেয়া সমেত রাজ্যগুলিকে GST-র টাকা দিতে হবে । "

  • 4. Use food grain stock to pay wages in kind and start massive public works

    5. Re-capitalize banks to enable them to lend

    6. Pay the arrears of GST compensation to the States

    All of the above will need money. Borrow. Don’t hesitate.

    — P. Chidambaram (@PChidambaram_IN) September 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কিন্তু এসবের আগেও যেটা দরকার তা হল দ্বিধা না করে ঋণ নেওয়া । এক্ষেত্রে তাঁর পরামর্শ, FRBM-এর নিয়ম শিথিল করতে হবে । পুনর্নির্মাণকে ত্বরান্বিত করতে হবে । মার্কিন ডলার 6.5 কোটি ব্যবহারে IFM, WB, ADB প্রভৃতির অফারগুলি শেষ অবলম্বন হিসাবে ঘাটতির আর্থিক অংশ হিসাবে ব্যবহার করতে হবে ।"

দেশের অর্থনীতি বাঁচাতে চিদম্বরমের আবেদন, GST-র বিষয়টা দেখতে হবে । রাজ্যগুলিকে GST-র টাকা দিতে হবে । এবং শুধু এই নয়, সময় মতো তা দিতে হবে ।

দিল্লি, 6 সেপ্টেম্বর : সর্বকালে সবচেয়ে খারাপ অবস্থা দেশের GDP-র । যা নিয়ে রীতিমতো আক্রমণের মুখে কেন্দ্রীয় সরকার । দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে এবার সরকারকে পরামর্শ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম । তিনি বলেন, "বিশ্ব ব্যাঙ্ক থেকে টাকা ঋণ নিক সরকার । অর্থনীতিকে চাঙ্গা করতে ও পুনর্জাগরণের জন্য সরকারকে ঋণ নিতে হবে ।"

কংগ্রেসের এই প্রবীণ নেতা অর্থ সংগ্রহের জন্য কয়েকটি পদক্ষেপেরও পরামর্শ দিয়েছেন, যার মধ্যে FRBM নীতিমালা শিথিল করা ও তা পুনর্গঠনকে ত্বরান্বিত করা রয়েছে । পাশাপাশি বিশ্ব ব্যাঙ্কগুলি থেকে ঋণ নিতে হবে । এছাড়াও 50 শতাংশ দরিদ্রতম পরিবারগুলিতে নগদ স্থানান্তর করা, তাঁদেরকে খাদ্যশস্য সরবরাহ এবং পরিকাঠামো উন্নয়নে ব্যয় বৃদ্ধি ও বকেয়া সমেত রাজ্যগুলিকে GST-র টাকা দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি ।

আজ টুইটে বিষয়টি নিয়ে লেখেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী । সেখানে দেশের অর্থনীতি পুনরুদ্ধারের বিষয়ে কয়েকটি পদক্ষেপের কথা উল্লেখ করেন । বলেন, "চাহিদা, খরচ অনুযায়ী অর্থনীতি পুনরুদ্ধার করতে কয়েকটি দৃঢ় পদক্ষেপ করতে হবে । দরিদ্রতম 50 শতাংশ পরিবারকে কিছু নগদ টাকা হস্তান্তর করতে হবে । সমস্ত পরিবারকে খাদ্যশস্য দান করতে হবে । পরিকাঠামো উন্নয়ন করে এমন প্রকল্পগুলিতে ব্যয় বৃদ্ধি করতে হবে । খাদ্যশস্য মজুত করা শুরু করতে হবে । বকেয়া সমেত রাজ্যগুলিকে GST-র টাকা দিতে হবে । "

  • 4. Use food grain stock to pay wages in kind and start massive public works

    5. Re-capitalize banks to enable them to lend

    6. Pay the arrears of GST compensation to the States

    All of the above will need money. Borrow. Don’t hesitate.

    — P. Chidambaram (@PChidambaram_IN) September 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কিন্তু এসবের আগেও যেটা দরকার তা হল দ্বিধা না করে ঋণ নেওয়া । এক্ষেত্রে তাঁর পরামর্শ, FRBM-এর নিয়ম শিথিল করতে হবে । পুনর্নির্মাণকে ত্বরান্বিত করতে হবে । মার্কিন ডলার 6.5 কোটি ব্যবহারে IFM, WB, ADB প্রভৃতির অফারগুলি শেষ অবলম্বন হিসাবে ঘাটতির আর্থিক অংশ হিসাবে ব্যবহার করতে হবে ।"

দেশের অর্থনীতি বাঁচাতে চিদম্বরমের আবেদন, GST-র বিষয়টা দেখতে হবে । রাজ্যগুলিকে GST-র টাকা দিতে হবে । এবং শুধু এই নয়, সময় মতো তা দিতে হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.