দিল্লি, 6 সেপ্টেম্বর : সর্বকালে সবচেয়ে খারাপ অবস্থা দেশের GDP-র । যা নিয়ে রীতিমতো আক্রমণের মুখে কেন্দ্রীয় সরকার । দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে এবার সরকারকে পরামর্শ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম । তিনি বলেন, "বিশ্ব ব্যাঙ্ক থেকে টাকা ঋণ নিক সরকার । অর্থনীতিকে চাঙ্গা করতে ও পুনর্জাগরণের জন্য সরকারকে ঋণ নিতে হবে ।"
কংগ্রেসের এই প্রবীণ নেতা অর্থ সংগ্রহের জন্য কয়েকটি পদক্ষেপেরও পরামর্শ দিয়েছেন, যার মধ্যে FRBM নীতিমালা শিথিল করা ও তা পুনর্গঠনকে ত্বরান্বিত করা রয়েছে । পাশাপাশি বিশ্ব ব্যাঙ্কগুলি থেকে ঋণ নিতে হবে । এছাড়াও 50 শতাংশ দরিদ্রতম পরিবারগুলিতে নগদ স্থানান্তর করা, তাঁদেরকে খাদ্যশস্য সরবরাহ এবং পরিকাঠামো উন্নয়নে ব্যয় বৃদ্ধি ও বকেয়া সমেত রাজ্যগুলিকে GST-র টাকা দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি ।
আজ টুইটে বিষয়টি নিয়ে লেখেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী । সেখানে দেশের অর্থনীতি পুনরুদ্ধারের বিষয়ে কয়েকটি পদক্ষেপের কথা উল্লেখ করেন । বলেন, "চাহিদা, খরচ অনুযায়ী অর্থনীতি পুনরুদ্ধার করতে কয়েকটি দৃঢ় পদক্ষেপ করতে হবে । দরিদ্রতম 50 শতাংশ পরিবারকে কিছু নগদ টাকা হস্তান্তর করতে হবে । সমস্ত পরিবারকে খাদ্যশস্য দান করতে হবে । পরিকাঠামো উন্নয়ন করে এমন প্রকল্পগুলিতে ব্যয় বৃদ্ধি করতে হবে । খাদ্যশস্য মজুত করা শুরু করতে হবে । বকেয়া সমেত রাজ্যগুলিকে GST-র টাকা দিতে হবে । "
-
4. Use food grain stock to pay wages in kind and start massive public works
— P. Chidambaram (@PChidambaram_IN) September 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
5. Re-capitalize banks to enable them to lend
6. Pay the arrears of GST compensation to the States
All of the above will need money. Borrow. Don’t hesitate.
">4. Use food grain stock to pay wages in kind and start massive public works
— P. Chidambaram (@PChidambaram_IN) September 6, 2020
5. Re-capitalize banks to enable them to lend
6. Pay the arrears of GST compensation to the States
All of the above will need money. Borrow. Don’t hesitate.4. Use food grain stock to pay wages in kind and start massive public works
— P. Chidambaram (@PChidambaram_IN) September 6, 2020
5. Re-capitalize banks to enable them to lend
6. Pay the arrears of GST compensation to the States
All of the above will need money. Borrow. Don’t hesitate.
কিন্তু এসবের আগেও যেটা দরকার তা হল দ্বিধা না করে ঋণ নেওয়া । এক্ষেত্রে তাঁর পরামর্শ, FRBM-এর নিয়ম শিথিল করতে হবে । পুনর্নির্মাণকে ত্বরান্বিত করতে হবে । মার্কিন ডলার 6.5 কোটি ব্যবহারে IFM, WB, ADB প্রভৃতির অফারগুলি শেষ অবলম্বন হিসাবে ঘাটতির আর্থিক অংশ হিসাবে ব্যবহার করতে হবে ।"
দেশের অর্থনীতি বাঁচাতে চিদম্বরমের আবেদন, GST-র বিষয়টা দেখতে হবে । রাজ্যগুলিকে GST-র টাকা দিতে হবে । এবং শুধু এই নয়, সময় মতো তা দিতে হবে ।