ETV Bharat / bharat

লাদাখ প্রসঙ্গে ভারতের পাশে ফ্রান্স - লাদাখ প্রসঙ্গে ফ্রান্স

গালওয়ান ভ্যালিতে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানান ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লে।

border-standoff-france-backs-india
border-standoff-france-backs-india
author img

By

Published : Jun 30, 2020, 5:14 PM IST

প্যারিস, 30 জুন : ভারত-চিন পরিস্থিতিতে ভারতের পাশে এবারে ফ্রান্স। গালওয়ান উপত্যকায় 20 জন ভারতীয় সেনা জওয়ান শহিদ হওয়ার ঘটনায় ভারতেই পাশেই দাঁড়াল ফ্রান্স। ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লে, এদিন শহিদ 20 জন জওয়ানের প্রতি শ্রদ্ধা জানান।

এপ্রসঙ্গে ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী বলেন, “দেশ ও মৃত জওয়ানদের পরিবারের পক্ষে এটা খুবই কঠিন সময়। এই কঠিন পরিস্থিতিতে ভারতের পাশে রয়েছে ফ্রান্স।”

উল্লেখ্য, গালওয়ান উপত্যকায় 20 জন ভারতীয় সেনা শহিদ হওয়ার পরই ভারতের দিকে আঙুল তুলেছিলেন চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান।

প্রসঙ্গত, ভারত-চিন সীমান্তে উত্তেজনার আবহেই ভারতকে রাফাল যুদ্ধ বিমান হস্তান্তরের কথা বলেন ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে ফোনে ফ্লোরেন্স পার্লে জানান, এ মাসের শেষের দিকেই রাফাল যুদ্ধ বিমান পাঠানো হবে। প্রথম পর্যায়ে 6টি রাফাল ভারতে পাঠানো হবে বলে আশ্বস্ত করেন তিনি। ধাপে ধাপে বাকিগুলো পাঠানো হবে বলেও জানান তিনি। প্রসঙ্গত, মে মাসেই ভারতের হাতে রাফাল তুলে দেওয়ার কথা ছিল ফ্রান্সের। কিন্তু কোরোনা আবহে তা সম্ভব হয়নি। তাই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারত-চিন সীমান্ত আবহের মধ্যেই এই রাফাল যুদ্ধ বিমান মোক্ষম অস্ত্র বলেই মনে করছে বিশেষজ্ঞ মহলেরর একাংশ। তবে, ফ্রান্সের এই সিদ্ধান্তে বেশ কিছুটা বিপাকে পড়তে পারে চিন।

প্যারিস, 30 জুন : ভারত-চিন পরিস্থিতিতে ভারতের পাশে এবারে ফ্রান্স। গালওয়ান উপত্যকায় 20 জন ভারতীয় সেনা জওয়ান শহিদ হওয়ার ঘটনায় ভারতেই পাশেই দাঁড়াল ফ্রান্স। ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লে, এদিন শহিদ 20 জন জওয়ানের প্রতি শ্রদ্ধা জানান।

এপ্রসঙ্গে ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী বলেন, “দেশ ও মৃত জওয়ানদের পরিবারের পক্ষে এটা খুবই কঠিন সময়। এই কঠিন পরিস্থিতিতে ভারতের পাশে রয়েছে ফ্রান্স।”

উল্লেখ্য, গালওয়ান উপত্যকায় 20 জন ভারতীয় সেনা শহিদ হওয়ার পরই ভারতের দিকে আঙুল তুলেছিলেন চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান।

প্রসঙ্গত, ভারত-চিন সীমান্তে উত্তেজনার আবহেই ভারতকে রাফাল যুদ্ধ বিমান হস্তান্তরের কথা বলেন ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে ফোনে ফ্লোরেন্স পার্লে জানান, এ মাসের শেষের দিকেই রাফাল যুদ্ধ বিমান পাঠানো হবে। প্রথম পর্যায়ে 6টি রাফাল ভারতে পাঠানো হবে বলে আশ্বস্ত করেন তিনি। ধাপে ধাপে বাকিগুলো পাঠানো হবে বলেও জানান তিনি। প্রসঙ্গত, মে মাসেই ভারতের হাতে রাফাল তুলে দেওয়ার কথা ছিল ফ্রান্সের। কিন্তু কোরোনা আবহে তা সম্ভব হয়নি। তাই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারত-চিন সীমান্ত আবহের মধ্যেই এই রাফাল যুদ্ধ বিমান মোক্ষম অস্ত্র বলেই মনে করছে বিশেষজ্ঞ মহলেরর একাংশ। তবে, ফ্রান্সের এই সিদ্ধান্তে বেশ কিছুটা বিপাকে পড়তে পারে চিন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.