ETV Bharat / bharat

ঝোড়ো হাওয়া, কাটিহারে মাঝগঙ্গায় তলিয়ে গেল নৌকা

সকাল থেকেই আবহাওয়া খারাপ । ঝোড়ো হাওয়া বইছিল । সেই ঝোড়ো হাওয়ার দাপটেই উলটে যায় নৌকাটি ।

Katihar news
ছবি
author img

By

Published : Aug 20, 2020, 5:46 PM IST

কাটিহার, 20 অগাস্ট : বিহারে নৌকাডুবি । প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, নৌকায় 10 থেকে 12 জন যাত্রী ছিলেন । কয়েকজন সাঁতার কেটে নদীর পাড়ে এলেও অনেকে এখনও নিখোঁজ । ডুবুরি নামিয়ে তাদের খোঁজ চলছে । বিহারের বরারি প্রখণ্ডের বৈসা-গোবিন্দপুরের ঘটনা ।

সকাল থেকেই আবহাওয়া খারাপ । ঝোড়ো হাওয়া বইছিল । তার মধ্যেই জরুরি পণ্য আনতে নৌকাটি বৈসা গোবিন্দপুরের রঘুনাথপুর গ্রাম থেকে শংকর বাঁধের দিকে যাচ্ছিল । সেই সময়ই হাওয়ায় উলটে যায় নৌকাটি ।

Katihar news
দুর্ঘটনাস্থানে এসে পৌঁছেছে স্থানীয় পুলিশ

আরও পড়ুন : টাঙ্গন নদীতে নৌকাডুবি, তলিয়ে গেল দাদু-নাতি

নৌকাটিতে 10-12 জন যাত্রী ছিলেন । তব, কতজন তলিয়ে গেছেন সেই সংখ্যাটি এখনও পর্যন্ত স্পষ্ট নয় । স্থানীয় ডুবুরিদের চেষ্টায় নিখোঁজদের খোঁজে তল্লাশি চলছে । খবর পেয়ে দুর্ঘটনাস্থানে এসে পৌঁছান প্রশাসনিক কর্তারা ।

আরও পড়ুন : তিস্তায় নৌকাডুবি, নিখোঁজ 5

এলাকার প্রধান মুজিব-উর-রহমান বলেন, "প্রবল ঝড়ের কারণে নৌকাটি মাঝনদীতে উলটে গেছে । এতে অনেকে নিখোঁজ হয়েছেন । কয়েকজন সাঁতার কেটে তীরে এসে পৌঁছেছেন । বর্তমানে স্থানীয়দের সহায়তায় নিখোঁজদের খোঁজ চলছে ।"

কাটিহার, 20 অগাস্ট : বিহারে নৌকাডুবি । প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, নৌকায় 10 থেকে 12 জন যাত্রী ছিলেন । কয়েকজন সাঁতার কেটে নদীর পাড়ে এলেও অনেকে এখনও নিখোঁজ । ডুবুরি নামিয়ে তাদের খোঁজ চলছে । বিহারের বরারি প্রখণ্ডের বৈসা-গোবিন্দপুরের ঘটনা ।

সকাল থেকেই আবহাওয়া খারাপ । ঝোড়ো হাওয়া বইছিল । তার মধ্যেই জরুরি পণ্য আনতে নৌকাটি বৈসা গোবিন্দপুরের রঘুনাথপুর গ্রাম থেকে শংকর বাঁধের দিকে যাচ্ছিল । সেই সময়ই হাওয়ায় উলটে যায় নৌকাটি ।

Katihar news
দুর্ঘটনাস্থানে এসে পৌঁছেছে স্থানীয় পুলিশ

আরও পড়ুন : টাঙ্গন নদীতে নৌকাডুবি, তলিয়ে গেল দাদু-নাতি

নৌকাটিতে 10-12 জন যাত্রী ছিলেন । তব, কতজন তলিয়ে গেছেন সেই সংখ্যাটি এখনও পর্যন্ত স্পষ্ট নয় । স্থানীয় ডুবুরিদের চেষ্টায় নিখোঁজদের খোঁজে তল্লাশি চলছে । খবর পেয়ে দুর্ঘটনাস্থানে এসে পৌঁছান প্রশাসনিক কর্তারা ।

আরও পড়ুন : তিস্তায় নৌকাডুবি, নিখোঁজ 5

এলাকার প্রধান মুজিব-উর-রহমান বলেন, "প্রবল ঝড়ের কারণে নৌকাটি মাঝনদীতে উলটে গেছে । এতে অনেকে নিখোঁজ হয়েছেন । কয়েকজন সাঁতার কেটে তীরে এসে পৌঁছেছেন । বর্তমানে স্থানীয়দের সহায়তায় নিখোঁজদের খোঁজ চলছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.