ETV Bharat / bharat

অন্তঃসত্ত্বাদের জন্য বিশেষ হাসপাতাল বৃহন্মুম্বইয়ে - অন্তঃসত্ত্বা মহিলা ও সদ্যোজাতদের জন্য বিশেষ হাসপাতালের ব্যবস্থা বৃহনমুম্বই পৌরনিগমের

যাঁদের মার্চ ও মে-র মাঝে সন্তান প্রসবের কথা ছিল তাঁদের বেদনাকে আরও বাড়িয়ে দিয়েছে কোরোনা ভাইরাস । তাই তাঁদের জন্য বিশেষ পদক্ষেপ করল বৃহন্মুম্বই পৌরনিগম ।

BMC
বৃহনমুম্বই পৌরনিগমের
author img

By

Published : Apr 30, 2020, 1:13 PM IST

Updated : Apr 30, 2020, 1:29 PM IST

মুম্বই, 30 এপ্রিল : মায়ের গর্ভে একটু একটু করে বাড়তে থাকে ছোট্টো একটা ভ্রূণ । তারপর ন'মাস কেটে গেলে অসহনীয় প্রসব যন্ত্রণার পর সন্তানের জন্ম দেন একজন মহিলা। যেসব অন্তঃসত্ত্বার মার্চ ও মে-র মাঝে সন্তান প্রসবের কথা ছিল তাঁদের বেদনা আরও বাড়িয়ে দিয়েছে কোরোনা ভাইরাস । তাই তাঁদের জন্য বিশেষ পদক্ষেপ করল বৃহন্মুম্বই পৌরনিগম ।

মহারাষ্ট্রের ক্ষেত্রে পরিস্থিতি আরও জটিল । কারণ এই রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা 10 হাজার ছাড়িয়েছে । ফলে, রাজ্য প্রশাসন কোরোনা চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিকে নিজেদের আওতায় আনতে বাধ্য হয়েছে । এই পরিস্থিতিতে অন্তঃসত্ত্বাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। কারণ প্রসবের জন্য এইসব হাসপাতালে ভরতি হলে সংক্রমণের আশঙ্কা রয়েছে ।

এই সমস্যার সমাধানে অন্তঃসত্ত্বা ও তাঁদের সদ্যোজাতদের জন্য বি ওয়াই এল নাইয়ার ধর্মা হাসপাতালে বিশেষ ব্যবস্থা করল বৃহন্মুম্বই পৌরনিগম । তথ্য অনুযায়ী, এই হাসপাতালে 52 জন কোরোনা আক্রান্ত ভরতি রয়েছেন । যার মধ্যে 25 জন শেষ তিনদিনে সন্তান প্রসব করেছেন । হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বলা হয়, "কোনও অন্তঃসত্ত্বা প্রসব করলেই সদ্যোজাতকে সঙ্গে সঙ্গে আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তরিত করে দেওয়া হচ্ছে ।" পাশাপাশি সদ্যোজাতদের বুকের দুধ পান করানোর সময়ও বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে । মায়ের ওয়ার্ড থেকে দুধ পান করিয়ে আনার পরই সদ্যোজাতদের স্যানিটাইজ় করা হচ্ছে বলে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয় ।

গতকাল 597 টা নতুন কোরোনা আক্রান্তের হদিস মেলে মহারাষ্ট্রে । যার ফলে কোরোনা আক্রান্তের সংখ্যা 10 হাজার ছাড়িয়েছে । গতকাল 32 জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 432 ।

মুম্বই, 30 এপ্রিল : মায়ের গর্ভে একটু একটু করে বাড়তে থাকে ছোট্টো একটা ভ্রূণ । তারপর ন'মাস কেটে গেলে অসহনীয় প্রসব যন্ত্রণার পর সন্তানের জন্ম দেন একজন মহিলা। যেসব অন্তঃসত্ত্বার মার্চ ও মে-র মাঝে সন্তান প্রসবের কথা ছিল তাঁদের বেদনা আরও বাড়িয়ে দিয়েছে কোরোনা ভাইরাস । তাই তাঁদের জন্য বিশেষ পদক্ষেপ করল বৃহন্মুম্বই পৌরনিগম ।

মহারাষ্ট্রের ক্ষেত্রে পরিস্থিতি আরও জটিল । কারণ এই রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা 10 হাজার ছাড়িয়েছে । ফলে, রাজ্য প্রশাসন কোরোনা চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিকে নিজেদের আওতায় আনতে বাধ্য হয়েছে । এই পরিস্থিতিতে অন্তঃসত্ত্বাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। কারণ প্রসবের জন্য এইসব হাসপাতালে ভরতি হলে সংক্রমণের আশঙ্কা রয়েছে ।

এই সমস্যার সমাধানে অন্তঃসত্ত্বা ও তাঁদের সদ্যোজাতদের জন্য বি ওয়াই এল নাইয়ার ধর্মা হাসপাতালে বিশেষ ব্যবস্থা করল বৃহন্মুম্বই পৌরনিগম । তথ্য অনুযায়ী, এই হাসপাতালে 52 জন কোরোনা আক্রান্ত ভরতি রয়েছেন । যার মধ্যে 25 জন শেষ তিনদিনে সন্তান প্রসব করেছেন । হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বলা হয়, "কোনও অন্তঃসত্ত্বা প্রসব করলেই সদ্যোজাতকে সঙ্গে সঙ্গে আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তরিত করে দেওয়া হচ্ছে ।" পাশাপাশি সদ্যোজাতদের বুকের দুধ পান করানোর সময়ও বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে । মায়ের ওয়ার্ড থেকে দুধ পান করিয়ে আনার পরই সদ্যোজাতদের স্যানিটাইজ় করা হচ্ছে বলে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয় ।

গতকাল 597 টা নতুন কোরোনা আক্রান্তের হদিস মেলে মহারাষ্ট্রে । যার ফলে কোরোনা আক্রান্তের সংখ্যা 10 হাজার ছাড়িয়েছে । গতকাল 32 জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 432 ।

Last Updated : Apr 30, 2020, 1:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.