ETV Bharat / bharat

উত্তরপ্রদেশে কার্পেট কারখানায় বিস্ফোরণে মৃত ১০

উত্তরপ্রদেশের ভাদোহি জেলায় কার্পেট কারখানায় বিস্ফোরণে মৃত্যু হল কমপক্ষে ১০ জনের। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, মৃতদের মধ্যে বেশিরভাগজনের বাড়ি পশ্চিমবঙ্গের মালদায়।  কারখানা মালিক আখতার আলি ও তাঁর ছেলের মৃত্যু হয়েছে।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Feb 23, 2019, 5:33 PM IST

ভাদোহি, ২৩ ফেব্রুয়ারি : উত্তরপ্রদেশের ভাদোহি জেলায় কার্পেট কারখানায় বিস্ফোরণে মৃত্যু হল কমপক্ষে ১০ জনের। আজ দুপুরে কারখানায় কাজ চলাকালীন বিস্ফোরণ হয়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, মৃতদের মধ্যে বেশিরভাগজনের বাড়ি পশ্চিমবঙ্গের মালদায়। কারখানা মালিক আখতার আলি ও তাঁর ছেলের মৃত্যু হয়েছে। গুরুতর আহত তিন জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে কারখানায় বেআইনিভাবে বাজি প্রস্তুত করা হত। কারখানার মধ্যে রাখা বাজি ফেটেই এই বিস্ফোরণ বলে প্রাথমিকভাবে অনুমান। বিস্ফোরণটি এতটাই জোরালো ছিল যে, দোতলা বাড়ির পুরোটাই ভেঙে পড়ে। আশপাশের আরও তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আশেপাশের বহু বাড়িতেও ফাটল ধরে।

বারাণসীর ADG পি ভি রাম শাস্ত্রী জানিয়েছেন, উদ্ধারকাজ চলছে। ঘটনাস্থানে ফরেনসিক বিষেশজ্ঞ দল পৌঁছেছে। ন্যশনাল ডিজ়াস্টার রেসপন্স ফোর্স (NDRF) পৌঁছেছে সেখানে।

ভাদোহি, ২৩ ফেব্রুয়ারি : উত্তরপ্রদেশের ভাদোহি জেলায় কার্পেট কারখানায় বিস্ফোরণে মৃত্যু হল কমপক্ষে ১০ জনের। আজ দুপুরে কারখানায় কাজ চলাকালীন বিস্ফোরণ হয়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, মৃতদের মধ্যে বেশিরভাগজনের বাড়ি পশ্চিমবঙ্গের মালদায়। কারখানা মালিক আখতার আলি ও তাঁর ছেলের মৃত্যু হয়েছে। গুরুতর আহত তিন জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে কারখানায় বেআইনিভাবে বাজি প্রস্তুত করা হত। কারখানার মধ্যে রাখা বাজি ফেটেই এই বিস্ফোরণ বলে প্রাথমিকভাবে অনুমান। বিস্ফোরণটি এতটাই জোরালো ছিল যে, দোতলা বাড়ির পুরোটাই ভেঙে পড়ে। আশপাশের আরও তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আশেপাশের বহু বাড়িতেও ফাটল ধরে।

বারাণসীর ADG পি ভি রাম শাস্ত্রী জানিয়েছেন, উদ্ধারকাজ চলছে। ঘটনাস্থানে ফরেনসিক বিষেশজ্ঞ দল পৌঁছেছে। ন্যশনাল ডিজ়াস্টার রেসপন্স ফোর্স (NDRF) পৌঁছেছে সেখানে।


New Delhi, Feb 23 (ANI): Union Minister of External Affairs Sushma Swaraj addressed Delegates from 181 countries who attended the Kumbh Mela 2019 in Prayagraj on Saturday. The meeting with the delegation was also attended by Prime Minister Narendra Modi and Minister of State for External Affairs General V. K. Singh. She mentioned a meeting with PM Modi where he asked her to take up an initiative to introduce Kumbh to the world. Applauding the initiative envisioned by PM Modi, Swaraj said, "Kumbh has taken place before also, in Prayagraj, Haridwar, Ujjain and Nasik. Foreign journalists used to visit to cover it, but we never got to know about it. You, for the first time, envisioned a formal planning to invite one official from each foreign country. And ICCR made it possible. Today 188 people are present here." The initiative was taken by Indian Council for Cultural Relations (ICCR) to invite one foreign representative from each country of the world to witness the world's largest gathering of humanity.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.