ETV Bharat / bharat

মোদির কপ্টারে কালো ট্রাঙ্ক ? তদন্ত দাবি কংগ্রেসের - modi

সোশাল মিডিয়াতে ভাইরাল হওয়া এক ভিডিয়োর পরিপ্রেক্ষিতে আজ কংগ্রেস অভিযোগ করে যে একটি কালো ট্রাঙ্ক মোদির হেলিকপ্টার থেকে নামানো হয়েছিল কর্নাটকের চিত্রদুর্গে। বিষয়টির পূর্ণাঙ্গ তদন্তের দাবি তোলে কংগ্রেস।

আনন্দ শর্মা
author img

By

Published : Apr 14, 2019, 9:22 PM IST

দিল্লি, 14 এপ্রিল : 9 এপ্রিল কর্নাটকের চিত্রদুর্গে একটি নির্বাচনী জনসভায় যোগ দিয়েছিলেন নরেন্দ্র মোদি। সভাস্থানে যোগ দিতে গেছিলেন হেলিকপ্টারে করে। সোশাল মিডিয়াতে ভাইরাল হওয়া এক ভিডিয়োর পরিপ্রেক্ষিতে আজ কংগ্রেস অভিযোগ করে যে একটি কালো ট্রাঙ্ক মোদির হেলিকপ্টার থেকে নামানো হয়েছিল সেই দিন। কংগ্রেসের পক্ষে আনন্দ শর্মা অভিযোগ করেন যে কালো ট্রাঙ্কটি হেলিকপ্টার থেকে নামিয়ে যে গাড়িতে তোলা হয়েছিল তা SPG-র ছিল না। পাশাপাশি ট্রাঙ্কে টাকা ছিল কি না সেই প্রশ্নও তোলেন তিনি। তিনি বিষয়টির পূর্ণাঙ্গ তদন্তের দাবি তোলেন।

আনন্দ শর্মা বলেন, "প্রধানমন্ত্রীর হেলিকপ্টারের প্রহরী হিসেবে আরও তিনটি হেলিকপ্টার সেদিন চিত্রদুর্গে গেছিল। হেলিকপ্টারগুলো নামার পরে একটি কালো ট্রাঙ্ক নিয়ে গিয়ে তোলা হয় একটি প্রাইভেট গাড়িতে। সেই গাড়িটি প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা SPG-র ছিল না।" তিনি জানান, এই বিষয়টি নিয়ে কর্নাটক কংগ্রেস নেতৃত্ব ইতিমধ্যে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে।

আনন্দ শর্মা আজ প্রশ্ন করেন, "ট্রাঙ্কগুলোতে কী ছিল? সেগুলোতে টাকা ছিল কি না তা নিয়ে তদন্ত হোক।" পাশাপাশি আজ নরেন্দ্র মোদিকে তাঁর পাঁচ বছরের কাজের খতিয়ান দেশবাসীর সামনে তুলে ধরতে বলেন তিনি। রাফাল নিয়ে মোদিকে আক্রমণ করে শর্মা বলেন, "প্রধানমন্ত্রী বিষয়গুলি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। তিনি ঘটনার বর্ণনা পরিবর্তন করার চেষ্টা করছেন। কারণ তাঁর সত্যি মোকাবিলা করার সাহস নেই।"

ট্রাঙ্কের বিষয়ে কংগ্রেসের অভিযোগ নিয়ে এখনও BJP নেতৃত্ব মুখ খোলেনি।

বিশেষ দ্রষ্টব্য : ভিডিয়োটির সত্যতা যাচাই করতে পারেনি ETV ভারত।

দিল্লি, 14 এপ্রিল : 9 এপ্রিল কর্নাটকের চিত্রদুর্গে একটি নির্বাচনী জনসভায় যোগ দিয়েছিলেন নরেন্দ্র মোদি। সভাস্থানে যোগ দিতে গেছিলেন হেলিকপ্টারে করে। সোশাল মিডিয়াতে ভাইরাল হওয়া এক ভিডিয়োর পরিপ্রেক্ষিতে আজ কংগ্রেস অভিযোগ করে যে একটি কালো ট্রাঙ্ক মোদির হেলিকপ্টার থেকে নামানো হয়েছিল সেই দিন। কংগ্রেসের পক্ষে আনন্দ শর্মা অভিযোগ করেন যে কালো ট্রাঙ্কটি হেলিকপ্টার থেকে নামিয়ে যে গাড়িতে তোলা হয়েছিল তা SPG-র ছিল না। পাশাপাশি ট্রাঙ্কে টাকা ছিল কি না সেই প্রশ্নও তোলেন তিনি। তিনি বিষয়টির পূর্ণাঙ্গ তদন্তের দাবি তোলেন।

আনন্দ শর্মা বলেন, "প্রধানমন্ত্রীর হেলিকপ্টারের প্রহরী হিসেবে আরও তিনটি হেলিকপ্টার সেদিন চিত্রদুর্গে গেছিল। হেলিকপ্টারগুলো নামার পরে একটি কালো ট্রাঙ্ক নিয়ে গিয়ে তোলা হয় একটি প্রাইভেট গাড়িতে। সেই গাড়িটি প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা SPG-র ছিল না।" তিনি জানান, এই বিষয়টি নিয়ে কর্নাটক কংগ্রেস নেতৃত্ব ইতিমধ্যে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে।

আনন্দ শর্মা আজ প্রশ্ন করেন, "ট্রাঙ্কগুলোতে কী ছিল? সেগুলোতে টাকা ছিল কি না তা নিয়ে তদন্ত হোক।" পাশাপাশি আজ নরেন্দ্র মোদিকে তাঁর পাঁচ বছরের কাজের খতিয়ান দেশবাসীর সামনে তুলে ধরতে বলেন তিনি। রাফাল নিয়ে মোদিকে আক্রমণ করে শর্মা বলেন, "প্রধানমন্ত্রী বিষয়গুলি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। তিনি ঘটনার বর্ণনা পরিবর্তন করার চেষ্টা করছেন। কারণ তাঁর সত্যি মোকাবিলা করার সাহস নেই।"

ট্রাঙ্কের বিষয়ে কংগ্রেসের অভিযোগ নিয়ে এখনও BJP নেতৃত্ব মুখ খোলেনি।

বিশেষ দ্রষ্টব্য : ভিডিয়োটির সত্যতা যাচাই করতে পারেনি ETV ভারত।

New Delhi, Apr 14 (ANI): While speaking to mediapersons, Delhi Chief Minister Arvind Kejriwal on Congress-AAP alliance said, "Congress-AAP alliance is still underway, the country is in danger. To save the country from Modi Ji and Amit Shah Ji's 'jodi', we are ready to do whatever is needed. Our efforts will continue till the end."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.