ETV Bharat / bharat

4 লাখেরও বেশি ভোটে পরাজিত কানহাইয়া

কানহাইয়া পেয়েছেন 2 লাখ 70 হাজার ভোট। গিরিরাজের প্রাপ্ত ভোট 6 লাখ 92 হাজার । তৃতীয় স্থানে রয়েছেন RJD-র তনবীর হোসেন ।

ফাইল ফোটো
author img

By

Published : May 24, 2019, 1:24 AM IST

বেগুসরাই (বিহার), 24 মে : বেগুসরাইয়ে 4 লাখের বেশি ভোটে হারলেন CPI প্রার্থী কানহাইয়া কুমার । BJP-র গিরিরাজ সিংয়ের কাছে পরাজিত হন তিনি । গিরিরাজ পেয়েছেন 6 লাখ 92 হাজার ভোট ।

একসময় CPI-র দুর্গ হিসেবে পরিচিত ছিল বেগুসরাই । 29 এপ্রিল ভোট হয় সেখানে । ফলাফল সামনে আসার পর দেখা যায়, মোট ভোট পড়েছে 12 লাখ 17 হাজার । তার মধ্যে কানহাইয়া পেয়েছেন 2 লাখ 70 হাজার ভোট। গিরিরাজের প্রাপ্ত ভোট 6 লাখ 92 হাজার । তৃতীয় স্থানে রয়েছেন RJD-র তনবীর হোসেন । তাঁর প্রাপ্ত ভোট 1 লাখ 97 হাজার ।

2014 সালে এই কেন্দ্র থেকে জিতেছিলেন BJP-র ভোলা সিং। 2009 সালে জিতেছিলেন JD(U)-র মোনাজ়ির হাসান । 2014 সালে নওয়াদা থেকে জিতেছিলেন গিরিরাজ । এবার তিনি বেগুসরাই থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন । 2014- র লোকসভা নির্বাচনে BJP-র ভোলা সিং RJD-র তনবীর হোসেনকে 58,335 ভোটে হারিয়েছিলেন ।

BJP-র জয়ের খবর চাউর হতেই সাময়িক উত্তেজনা ছড়ায় বেগুসরাইয়ে । অভিযোগ, CPI পার্টি অফিসের সামনে বাজি ফাটাতে শুরু করে BJP সমর্থকরা । এর জেরে BJP ও CPI-র মধ্যে সংঘর্ষ শুরু হয় । উভয়পক্ষ একে অপরকে লক্ষ্য করে পাথর ছোড়াছুড়িও করে ।

বেগুসরাই (বিহার), 24 মে : বেগুসরাইয়ে 4 লাখের বেশি ভোটে হারলেন CPI প্রার্থী কানহাইয়া কুমার । BJP-র গিরিরাজ সিংয়ের কাছে পরাজিত হন তিনি । গিরিরাজ পেয়েছেন 6 লাখ 92 হাজার ভোট ।

একসময় CPI-র দুর্গ হিসেবে পরিচিত ছিল বেগুসরাই । 29 এপ্রিল ভোট হয় সেখানে । ফলাফল সামনে আসার পর দেখা যায়, মোট ভোট পড়েছে 12 লাখ 17 হাজার । তার মধ্যে কানহাইয়া পেয়েছেন 2 লাখ 70 হাজার ভোট। গিরিরাজের প্রাপ্ত ভোট 6 লাখ 92 হাজার । তৃতীয় স্থানে রয়েছেন RJD-র তনবীর হোসেন । তাঁর প্রাপ্ত ভোট 1 লাখ 97 হাজার ।

2014 সালে এই কেন্দ্র থেকে জিতেছিলেন BJP-র ভোলা সিং। 2009 সালে জিতেছিলেন JD(U)-র মোনাজ়ির হাসান । 2014 সালে নওয়াদা থেকে জিতেছিলেন গিরিরাজ । এবার তিনি বেগুসরাই থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন । 2014- র লোকসভা নির্বাচনে BJP-র ভোলা সিং RJD-র তনবীর হোসেনকে 58,335 ভোটে হারিয়েছিলেন ।

BJP-র জয়ের খবর চাউর হতেই সাময়িক উত্তেজনা ছড়ায় বেগুসরাইয়ে । অভিযোগ, CPI পার্টি অফিসের সামনে বাজি ফাটাতে শুরু করে BJP সমর্থকরা । এর জেরে BJP ও CPI-র মধ্যে সংঘর্ষ শুরু হয় । উভয়পক্ষ একে অপরকে লক্ষ্য করে পাথর ছোড়াছুড়িও করে ।

New Delhi, May 23 (ANI): While addressing a press conference on Thursday, Congress president Rahul Gandhi conceded defeat from Amethi Parliamentary constituency. He congratulated BJP's Smriti Irani and said, "I respect the decision and congratulate Smriti Irani ji." In 2014 general elections, he defeated her with a landslide margin.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.