ETV Bharat / bharat

ষড়যন্ত্র করেও BJP নির্বাচিত সরকারের ভিত টলাতে পারবে না : কংগ্রেস - Congress

রাজস্থানে কংগ্রেসের টালমাটাল পরিস্থিতিতে শনিবার দিল্লি উড়ে যান সচিন পাইলট ৷ তাঁর সঙ্গে কথা বলেন সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধি ৷

randeep surjewala
রণদীপ সিং সুরজেওয়ালা
author img

By

Published : Jul 13, 2020, 1:11 PM IST

জয়পুর, 13 জুলাই : মোদি সরকার বা BJP যতই ষড়যন্ত্র করুক না কেন কোনও নির্বাচিত সরকারের ভিত টলাতে পারবে না ৷ রাজস্থানে দলীয় কোন্দল নিয়ে আজ জয়পুরে সাংবাদিক বৈঠকে একথা বলেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সূরয়েওয়ালা ৷ পাশাপাশি তিনি জানান, সচিন পাইলটের সঙ্গে কংগ্রেস নেতৃত্ব কথা বলেছেন ৷

রাজস্থানে কংগ্রেস সরকার সংকটে ৷ মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে সচিন পাইলটের দ্বন্দ্বের কারণে রাজ্যে দলের অন্দরে যে দূরত্ব তৈরি হয়েছে তা স্পষ্ট ৷ 16 জন কংগ্রেস বিধায়ক ও 3 নির্দল বিধায়ককে সঙ্গে নিয়ে শনিবার দিল্লি উড়ে গেছেন সচিন পাইলট ৷ তাঁর BJP-তে যোগদান নিয়ে জল্পনা শুরু হয়েছে। এরই মধ্যে আজ জয়পুরে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বাড়িতে বিধায়কদের নিয়ে কংগ্রেসের দলীয় বৈঠক হয় ৷ পাশাপাশি সাংবাদিক বৈঠক করেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সূরজেওয়ালা ৷

কংগ্রেস মুখপাত্রের দাবি, কংগ্রেস সরকারকে ফেলে দিতে BJP তথা মোদি সরকার যে ষড়যন্ত্র করছে, তা কখনোই সফল হবে না ৷ নির্বাচিত সরকারকে তারা কোনওদিন ফেলতে পারবে না ৷ রাজস্থানে কংগ্রেস সরকার স্থিতিশীল রয়েছে এবং মেয়াদ পূর্ণ করবে ৷’’ তিনি বলেন, ‘‘আমি কংগ্রেসের সব বিধায়কের কাছে অনুরোধ করছি, মানুষ কংগ্রেসকে ভোট দিয়েছে ৷ তাই সব বিধায়কের উচিত আজকের বৈঠকে যোগ দেওয়া ৷ রাজস্থানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গত 48 ঘণ্টা ধরে সচিন পাইলটের সঙ্গে কথা বলেছেন কংগ্রেস নেতৃত্ব ৷ দলের দরজা খোলা রয়েছে ৷ দয়া করে কোনও সমস্যা হলে আমাদের সঙ্গে কথা বলুন ৷’’ পাশাপাশি তিনি জানান, শনিবার দিল্লি পৌঁছানোর পর সচিনের সঙ্গে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি ও সাংসদ রাহুল গান্ধি কথা বলেছেন ৷

রাজস্থানের রাজনৈতিক টালমাটাল পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী অশোক গেহলট অবশ্য দাবি করেছেন, তাঁর সমর্থনে 109জন বিধায়ক রয়েছেন ৷ যদিও তাঁর দাবি উড়িয়ে দিয়ে সচিন জানিয়েছেন, তাঁর সঙ্গে 25 জন বিধায়ক রয়েছেন ৷ 2018 সালে রাজস্থানে জয়লাভের পর রাজ্যের মুখ্যমন্ত্রী করা হয় অশোক গেহলটকে ৷ আর মুখ্যমন্ত্রী পদের অন্যতম দাবিদার সচিন পাইলটকে উপমুখ্যমন্ত্রী করা হয় ৷ একইসঙ্গে তাঁকে রাজস্থানের কংগ্রেস সভাপতি করা হয় ৷ এরপর থেকেই সচিন পাইলট ও অশোক গেহলটের মধ্যে দূরত্ব তৈরি হয় ৷

জয়পুর, 13 জুলাই : মোদি সরকার বা BJP যতই ষড়যন্ত্র করুক না কেন কোনও নির্বাচিত সরকারের ভিত টলাতে পারবে না ৷ রাজস্থানে দলীয় কোন্দল নিয়ে আজ জয়পুরে সাংবাদিক বৈঠকে একথা বলেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সূরয়েওয়ালা ৷ পাশাপাশি তিনি জানান, সচিন পাইলটের সঙ্গে কংগ্রেস নেতৃত্ব কথা বলেছেন ৷

রাজস্থানে কংগ্রেস সরকার সংকটে ৷ মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে সচিন পাইলটের দ্বন্দ্বের কারণে রাজ্যে দলের অন্দরে যে দূরত্ব তৈরি হয়েছে তা স্পষ্ট ৷ 16 জন কংগ্রেস বিধায়ক ও 3 নির্দল বিধায়ককে সঙ্গে নিয়ে শনিবার দিল্লি উড়ে গেছেন সচিন পাইলট ৷ তাঁর BJP-তে যোগদান নিয়ে জল্পনা শুরু হয়েছে। এরই মধ্যে আজ জয়পুরে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বাড়িতে বিধায়কদের নিয়ে কংগ্রেসের দলীয় বৈঠক হয় ৷ পাশাপাশি সাংবাদিক বৈঠক করেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সূরজেওয়ালা ৷

কংগ্রেস মুখপাত্রের দাবি, কংগ্রেস সরকারকে ফেলে দিতে BJP তথা মোদি সরকার যে ষড়যন্ত্র করছে, তা কখনোই সফল হবে না ৷ নির্বাচিত সরকারকে তারা কোনওদিন ফেলতে পারবে না ৷ রাজস্থানে কংগ্রেস সরকার স্থিতিশীল রয়েছে এবং মেয়াদ পূর্ণ করবে ৷’’ তিনি বলেন, ‘‘আমি কংগ্রেসের সব বিধায়কের কাছে অনুরোধ করছি, মানুষ কংগ্রেসকে ভোট দিয়েছে ৷ তাই সব বিধায়কের উচিত আজকের বৈঠকে যোগ দেওয়া ৷ রাজস্থানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গত 48 ঘণ্টা ধরে সচিন পাইলটের সঙ্গে কথা বলেছেন কংগ্রেস নেতৃত্ব ৷ দলের দরজা খোলা রয়েছে ৷ দয়া করে কোনও সমস্যা হলে আমাদের সঙ্গে কথা বলুন ৷’’ পাশাপাশি তিনি জানান, শনিবার দিল্লি পৌঁছানোর পর সচিনের সঙ্গে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি ও সাংসদ রাহুল গান্ধি কথা বলেছেন ৷

রাজস্থানের রাজনৈতিক টালমাটাল পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী অশোক গেহলট অবশ্য দাবি করেছেন, তাঁর সমর্থনে 109জন বিধায়ক রয়েছেন ৷ যদিও তাঁর দাবি উড়িয়ে দিয়ে সচিন জানিয়েছেন, তাঁর সঙ্গে 25 জন বিধায়ক রয়েছেন ৷ 2018 সালে রাজস্থানে জয়লাভের পর রাজ্যের মুখ্যমন্ত্রী করা হয় অশোক গেহলটকে ৷ আর মুখ্যমন্ত্রী পদের অন্যতম দাবিদার সচিন পাইলটকে উপমুখ্যমন্ত্রী করা হয় ৷ একইসঙ্গে তাঁকে রাজস্থানের কংগ্রেস সভাপতি করা হয় ৷ এরপর থেকেই সচিন পাইলট ও অশোক গেহলটের মধ্যে দূরত্ব তৈরি হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.