দিল্লি , 19 অক্টোবর : তিন সাংসদকে হেনস্থা ও পুলিশের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ । চলতি সপ্তাহে সংসদে পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের প্রস্তাব দাখিল করতে পারে BJP । সূত্র মারফত এমন জানা গেছে ।
BJP-র নবান্ন অভিযানের দিন জোড়াসাঁকো থানায় BJP-র তিন সাংসদকে হেনস্থার অভিযোগ ওঠে । অভিযোগ জানান যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য । তারই প্রতিবাদে চলতি সপ্তাহে নিশীথ প্রামাণিক ও জ্যোতির্ময় মাহাত-র সঙ্গে সংসদে স্বাধীকার ভঙ্গের প্রস্তাব পেশ করতে পারেন বেঙ্গালুরু দক্ষিণের এই সাংসদ ।
8 অক্টোবর BJP-র নবান্ন অভিযানকে ঘিরে রণক্ষেত্র চেহারা নেয় শহর । অভিযান শুরু হওয়ার আগে বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মী-সমর্থকদের বাস আটকাতে শুরু করে পুলিশ । রাস্তা বন্ধ করে দেওয়া হয় । প্রতিবাদে পুলিশকে লক্ষ্য করে চলে ইট-বৃষ্টি । পালটা পুলিশ লাঠিচার্জ করে । কোথাও আবার ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন BJP-র কর্মী-সমর্থকরা । সেইসময় জলকামান থেকে রঙিন জল স্প্রে করে পুলিশ । পাশাপাশি , কাঁদানে গ্যাস ছোড়া হয় । অসুস্থ হয়ে পড়েন BJP নেতা রাজু বন্দ্যোপাধ্যায় ।
এইসবের বিরুদ্ধে সরব হয় BJP । অভিযানের দিন জোড়াসাঁকো থানায় অভিযোগ জানাতে যায় তারা । ছিলেন তেজস্বীও । কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও পুলিশ অভিযোগ নেয়নি বলে জানিয়েছিলেন তিনি । থানার বাইরে এসে পুলিশের বিরুদ্ধে ক্ষোভও উগরে দিয়েছিলেন ।
তেজস্বী বলেছিলেন , "আমরা দু'ঘণ্টার বেশি সময় অপেক্ষা করেছিলাম । এমনকী , মাঝরাত পর্যন্ত অপেক্ষা করেছিলাম । FIR দায়ের করার জন্য অপেক্ষা করেছিলাম । কিন্তু আমাদের তিনজন সাংসদকে পুলিশ হেনস্থা করে ।"
এই নিয়ে সংসদেও সরব হবে বলে জানিয়ে দেন তিনি । বলেন, "এই পুলিশ তৃণমূলের অধীনে । এরা সংবিধানের মর্যাদা দিতে জানে না । তিনজন সাংসদকে হেনস্থা করেছে । ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে প্রস্তাব দাখিল করব সংসদে । শেখাব কীভাবে সংবিধানের মর্যাদা দিতে হয় । "
সূত্রের খবর , চলতি সপ্তাহেই সংসদে রাজ্য পুলিশের বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের প্রস্তাব দাখিল করতে পারে BJP ।