ETV Bharat / bharat

দেশের আসল সমস্যা থেকে নজর ঘোরাতে যুদ্ধের রব তোলা হয়েছে : সিধু - Jaish-e-Mohammed terrorists were killed

দেশের আসল সমস্যা থেকে মানুষের নজর ঘোরাতে যুদ্ধের রব তোলা হয়েছে : নভজ্যোত সিং সিধু

নভজ্যোত সিং সিধু
author img

By

Published : Mar 5, 2019, 4:44 AM IST

চণ্ডীগড়, ৫ মার্চ : লোকসভা নির্বাচনের আগে দেশের আসল সমস্যা থেকে মানুষের নজর ঘোরাতে যুদ্ধের রব তোলা হয়েছে। গতকাল BJP-র বিরুদ্ধে এই অভিযোগ করেন কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধু।

গতকাল তিনি টুইট করেন, "নিজস্ব রাজনৈতিক অভিসন্ধির জন্য সেনার রাজনীতিকরণ বন্ধ করুন। দেশের মতোই সেনা পবিত্র। প্রকৃত সমস্যা থেকে নজর ঘোরানো বন্ধ করুন। পরে সেগুলি ফিরে এসে আপনাকে ভয় দেখাবে। চাকরি হারানো, কালো টাকা, ১৭০৮টি সন্ত্রাসবাদী কার্যকলাপ, কৃষক আত্মহত্যা- সব এখন আড়ালে চলে গেছে। কারণ দেশে যুদ্ধ যুদ্ধ রব তোলা হয়েছে।" পাশাপাশি, কয়েকজন ঐতিহাসিকের কিছু বক্তব্যও তুলে ধরেন তিনি।

এছাড়া এয়ার স্ট্রাইকের পিছনে সরকারের প্রকৃত উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন সিধু। টুইট করেন, "৩০০ জন জঙ্গি নিকেশ হয়েছে। হ্যাঁ কি না? তাহলে উদ্দেশ্য কী ছিল? আপনি কি জঙ্গি না গাছ উৎখাত করেছেন? বিদেশি শত্রুর সঙ্গে লড়াইয়ের ছলে আমাদের দেশে প্রতারণার বাতারবণ তৈরি হয়েছে।"

১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় ৪০ জন CRPF জওয়ান শহিদ হন। তারপর মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ভোররাতে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মূল ভূ-খণ্ডের বালাকোটে জইশের তিনটি ট্রেনিং ক্যাম্পে অভিযান চালিয়েছিল ভারতীয় বায়ুসেনার ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান। সেই অভিযানে জইশের প্রথম সারির একাধিক জঙ্গি নেতাসহ প্রায় ৩০০ জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর। কিন্তু, সরকারি তরফে সেই সংখ্যা নিয়ে মুখ খোলা হয়নি। BJP-ও কোনও মন্তব্য করেনি। তারপর রবিবার BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেন, "এয়ার স্ট্রাইকে ২৫০-র বেশি জঙ্গিকে খতম করা হয়েছে।"

undefined

চণ্ডীগড়, ৫ মার্চ : লোকসভা নির্বাচনের আগে দেশের আসল সমস্যা থেকে মানুষের নজর ঘোরাতে যুদ্ধের রব তোলা হয়েছে। গতকাল BJP-র বিরুদ্ধে এই অভিযোগ করেন কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধু।

গতকাল তিনি টুইট করেন, "নিজস্ব রাজনৈতিক অভিসন্ধির জন্য সেনার রাজনীতিকরণ বন্ধ করুন। দেশের মতোই সেনা পবিত্র। প্রকৃত সমস্যা থেকে নজর ঘোরানো বন্ধ করুন। পরে সেগুলি ফিরে এসে আপনাকে ভয় দেখাবে। চাকরি হারানো, কালো টাকা, ১৭০৮টি সন্ত্রাসবাদী কার্যকলাপ, কৃষক আত্মহত্যা- সব এখন আড়ালে চলে গেছে। কারণ দেশে যুদ্ধ যুদ্ধ রব তোলা হয়েছে।" পাশাপাশি, কয়েকজন ঐতিহাসিকের কিছু বক্তব্যও তুলে ধরেন তিনি।

এছাড়া এয়ার স্ট্রাইকের পিছনে সরকারের প্রকৃত উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন সিধু। টুইট করেন, "৩০০ জন জঙ্গি নিকেশ হয়েছে। হ্যাঁ কি না? তাহলে উদ্দেশ্য কী ছিল? আপনি কি জঙ্গি না গাছ উৎখাত করেছেন? বিদেশি শত্রুর সঙ্গে লড়াইয়ের ছলে আমাদের দেশে প্রতারণার বাতারবণ তৈরি হয়েছে।"

১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় ৪০ জন CRPF জওয়ান শহিদ হন। তারপর মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ভোররাতে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মূল ভূ-খণ্ডের বালাকোটে জইশের তিনটি ট্রেনিং ক্যাম্পে অভিযান চালিয়েছিল ভারতীয় বায়ুসেনার ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান। সেই অভিযানে জইশের প্রথম সারির একাধিক জঙ্গি নেতাসহ প্রায় ৩০০ জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর। কিন্তু, সরকারি তরফে সেই সংখ্যা নিয়ে মুখ খোলা হয়নি। BJP-ও কোনও মন্তব্য করেনি। তারপর রবিবার BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেন, "এয়ার স্ট্রাইকে ২৫০-র বেশি জঙ্গিকে খতম করা হয়েছে।"

undefined

Poonch (JandK), Mar 04 (ANI): Cross LoC Poonch-Rawalkot bus service has been suspended once again on Monday. After Indo-Pak tension, Pakistan authorities closed the zero point gates on March 04. Passengers are facing several problems in commuting after the suspension. They alleged that the Pakistan authorities did not open the gate today and they had to return.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.