ETV Bharat / bharat

কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে কর্মীদের অংশগ্রহণ সম্পর্কে ই-বুক তৈরি করবে BJP - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

কোরোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে দলীয় কর্মীদের অংশের কথা তুলে ধরতে ই-বুক তৈরি করবে BJP। জেলা, রাজ্য থেকে জাতীয় স্তরে দলীয় কর্মীদের নানা কর্মসূচি নিয়ে এই ই-বুক তৈরি করা হবে।

BJP
BJP
author img

By

Published : Jul 27, 2020, 11:24 PM IST

দিল্লি, 27জুলাই : কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে দলীয় কর্মী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ তুলে ধরতে ই-বুক তৈরি করবে BJP । প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে কর্মীদের সক্রিয় অংশগ্রহণ ও কাজের খতিয়ান থাকবে এই ই-বুকে।

মণ্ডলের প্রধান থেকে শুরু করে জাতীয় স্তরে বিভিন্ন পর্যায়ে দলীয় কর্মীদের কাজের সম্পূর্ণ নথি দিয়ে এই ই-বুক তৈরি করা হবে। "মোদি আহার" থেকে "মোদি কিট" এবং দলীয় পতাকা যুক্ত মাস্ক ও স্যানিটাইজ়ার বিতরণের মতো বিভিন্ন উদ্যোগ ই-বুকে তুলে ধরা হবে । প্যানডেমিকে সেবাকার্যের সঙ্গে যুক্ত যে সকল ব্যক্তি প্রাণ হারিয়েছেন, তাঁদেরও উল্লেখ থাকবে ই-বুকে । পিএম কেয়ার ফান্ড এবং বিভিন্ন সংস্থার তরফে দলের ত্রাণ কর্মসূচিতে যে সাহায্য করা হয়েছে তারও উল্লেখ থাকবে ।

দলের এক প্রবীণ নেতা জানান, "ত্রাণকার্যের পাশাপাশি কীভাবে 6 এপ্রিল দলের প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে এবং 14 এপ্রিল আম্বেদকরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপনে কী কী করা হয়েছে তাও তুলে ধরা হবে এই ই-বুকে। " আর এক নেতা বলেন, মূলত দুটি ফরম্যাটে ই-বুকগুলি প্রকাশ করা হবে। একটি ফরম্যাটে বিভিন্ন ভিডিয়োর ইউটিউব লিংকগুলি এমবেড করা থাকবে । অপর ফরম্যাটটি লিংক সহ PDF ফাইল হিসেবে প্রকাশিত করা হবে ।

ই-বুক তৈরির জন্য দলের তরফে প্রাথমিক স্তরে মণ্ডল থেকে শুরু করে জাতীয় স্তর অবধি কয়েকটি নির্দিষ্ট দল তৈরি করা হয়েছে । এই বিষয়ে বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই ওয়ার্কশপ শুরু করা হয়েছে । জেলা বা রাজ্যস্তরে মণ্ডলের তিন -চারজন সদস্য নিয়ে দল তৈরি করা হয়েছে । দলের তরফে পাঠানো সার্কুলারে জানানো হয়েছে, এই দলগুলির সদস্যদের মধ্যে কারও ই-বুক প্রকাশ করার অভিজ্ঞতা থাকা চাই ।

4 জুলাই দলীয় বৈঠকে কর্মীদের কাজের খতিয়ান যাচাই করা হয় । বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দলীয় কর্মী ও বিভিন্ন প্রতিষ্ঠানের সাহায্যে যে সেবাকার্য করা হয়েছে তার নথি সংগ্রহের নির্দেশ দেন । অন্যদিকে দলীয় নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, ই-বুকের বিষয়বস্তু যেন নেতাকেন্দ্রিক নয়, কেবলমাত্র কাজের ভিত্তিতে হয় ।

মণ্ডল স্তরে ই-বুক 30 জুলাই ও জেলাভিত্তিক ই-বুক 10 অগাস্টের মধ্যে করতে বলা হয়েছে । রাজ্যভিত্তিক ই-বুক গুলি আগামী 15 অগাস্টের মধ্যে তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা ও রাজ্য ভিত্তিক ই-বুক তৈরির পর তৈরি করা হবে জাতীয় ই-বুক। তা 20 অগাস্টের মধ্যে তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

দিল্লি, 27জুলাই : কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে দলীয় কর্মী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ তুলে ধরতে ই-বুক তৈরি করবে BJP । প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে কর্মীদের সক্রিয় অংশগ্রহণ ও কাজের খতিয়ান থাকবে এই ই-বুকে।

মণ্ডলের প্রধান থেকে শুরু করে জাতীয় স্তরে বিভিন্ন পর্যায়ে দলীয় কর্মীদের কাজের সম্পূর্ণ নথি দিয়ে এই ই-বুক তৈরি করা হবে। "মোদি আহার" থেকে "মোদি কিট" এবং দলীয় পতাকা যুক্ত মাস্ক ও স্যানিটাইজ়ার বিতরণের মতো বিভিন্ন উদ্যোগ ই-বুকে তুলে ধরা হবে । প্যানডেমিকে সেবাকার্যের সঙ্গে যুক্ত যে সকল ব্যক্তি প্রাণ হারিয়েছেন, তাঁদেরও উল্লেখ থাকবে ই-বুকে । পিএম কেয়ার ফান্ড এবং বিভিন্ন সংস্থার তরফে দলের ত্রাণ কর্মসূচিতে যে সাহায্য করা হয়েছে তারও উল্লেখ থাকবে ।

দলের এক প্রবীণ নেতা জানান, "ত্রাণকার্যের পাশাপাশি কীভাবে 6 এপ্রিল দলের প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে এবং 14 এপ্রিল আম্বেদকরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপনে কী কী করা হয়েছে তাও তুলে ধরা হবে এই ই-বুকে। " আর এক নেতা বলেন, মূলত দুটি ফরম্যাটে ই-বুকগুলি প্রকাশ করা হবে। একটি ফরম্যাটে বিভিন্ন ভিডিয়োর ইউটিউব লিংকগুলি এমবেড করা থাকবে । অপর ফরম্যাটটি লিংক সহ PDF ফাইল হিসেবে প্রকাশিত করা হবে ।

ই-বুক তৈরির জন্য দলের তরফে প্রাথমিক স্তরে মণ্ডল থেকে শুরু করে জাতীয় স্তর অবধি কয়েকটি নির্দিষ্ট দল তৈরি করা হয়েছে । এই বিষয়ে বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই ওয়ার্কশপ শুরু করা হয়েছে । জেলা বা রাজ্যস্তরে মণ্ডলের তিন -চারজন সদস্য নিয়ে দল তৈরি করা হয়েছে । দলের তরফে পাঠানো সার্কুলারে জানানো হয়েছে, এই দলগুলির সদস্যদের মধ্যে কারও ই-বুক প্রকাশ করার অভিজ্ঞতা থাকা চাই ।

4 জুলাই দলীয় বৈঠকে কর্মীদের কাজের খতিয়ান যাচাই করা হয় । বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দলীয় কর্মী ও বিভিন্ন প্রতিষ্ঠানের সাহায্যে যে সেবাকার্য করা হয়েছে তার নথি সংগ্রহের নির্দেশ দেন । অন্যদিকে দলীয় নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, ই-বুকের বিষয়বস্তু যেন নেতাকেন্দ্রিক নয়, কেবলমাত্র কাজের ভিত্তিতে হয় ।

মণ্ডল স্তরে ই-বুক 30 জুলাই ও জেলাভিত্তিক ই-বুক 10 অগাস্টের মধ্যে করতে বলা হয়েছে । রাজ্যভিত্তিক ই-বুক গুলি আগামী 15 অগাস্টের মধ্যে তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা ও রাজ্য ভিত্তিক ই-বুক তৈরির পর তৈরি করা হবে জাতীয় ই-বুক। তা 20 অগাস্টের মধ্যে তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.