ETV Bharat / bharat

কোরোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভরতি BJP-র জাতীয় মুখপাত্র - কোরোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভরতি সম্বিত পাত্র

শরীরে কোরোনা উপসর্গ দেখা দেওয়ায় আজ হাসপাতালে ভরতি করা হল BJP-র জাতীয় মুখপাত্র সম্বিত পাত্রকে । তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ।

সম্বিত পাত্র
সম্বিত পাত্র
author img

By

Published : May 28, 2020, 4:58 PM IST

দিল্লি, 28 মে : কোরোনার উপসর্গ দেখা দেওয়ায় হাসপাতালে ভরতি করা হল BJP-র জাতীয় মুখপাত্র সম্বিত পাত্রকে । সূত্রের খবর, গুরুগ্রামের এক বেসরকারি হাসপাতালে আজ তাঁকে ভরতি করা হয় । তবে এই বিষয়ে BJP-র তরফে এখনও কিছু জানানো হয়নি ।

হাসপাতাল সূত্রে খবর, তাঁর শরীরে কোরোনার উপসর্গ রয়েছে । কয়েকদিন ধরে জ্বর ও সর্দি কাশিতে ভুগছিলেন তিনি । তারপরই আজ তাঁকে হাসপাতালে ভরতি করা হয় । তাঁর সোয়াবের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ।

সংবাদমাধ্যমে খুবই পরিচিত মুখ BJP-র জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র । সোশাল মিডিয়াতেও তিনি বেশ সক্রিয় । এমনকী, আজও হাসপাতালে ভরতির আগে কয়েকটি টুইট করেন তিনি ।

দিল্লি, 28 মে : কোরোনার উপসর্গ দেখা দেওয়ায় হাসপাতালে ভরতি করা হল BJP-র জাতীয় মুখপাত্র সম্বিত পাত্রকে । সূত্রের খবর, গুরুগ্রামের এক বেসরকারি হাসপাতালে আজ তাঁকে ভরতি করা হয় । তবে এই বিষয়ে BJP-র তরফে এখনও কিছু জানানো হয়নি ।

হাসপাতাল সূত্রে খবর, তাঁর শরীরে কোরোনার উপসর্গ রয়েছে । কয়েকদিন ধরে জ্বর ও সর্দি কাশিতে ভুগছিলেন তিনি । তারপরই আজ তাঁকে হাসপাতালে ভরতি করা হয় । তাঁর সোয়াবের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ।

সংবাদমাধ্যমে খুবই পরিচিত মুখ BJP-র জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র । সোশাল মিডিয়াতেও তিনি বেশ সক্রিয় । এমনকী, আজও হাসপাতালে ভরতির আগে কয়েকটি টুইট করেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.