জয়পুর, 9 জুন: রাজ্যসভা নির্বাচনের আগে কোরোনা আবহের মধ্যে গুজরাতের বিধায়কদের রাজস্থানের রিসর্টে পাঠানো নিয়ে কংগ্রেসকে আক্রমণ করলেন BJP নেতা নারায়ণ পুরোহিত।
সংবাদ মাধ্যমকে ওই BJP নেতা জানিয়েছেন, “কংগ্রেস তাদের বিধায়কদের রাজস্থানের একটি হোটেলে আটকে রেখেছে। কোরোনো পরিস্থিতিতে কাউকে রাজ্যের বাইরে যাওয়া নিয়ে সরকারি বিধিনিষেধ রয়েছে। কিন্তু, অভিযোগ কংগ্রেস সেই বিধির তোয়াক্কা না করেই তাদের 22 জন বিধায়ককে রাজস্থানে পিঠিয়েছে। নারায়ণ পুরোহিত জানায়িছেন, আমরা এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি এবং উপযুক্ত ব্যবস্থাও নেওয়া হবে। ”
তিনি আরও বলেন, “গুজরাত থেকে রাজ্যসভার চারটি আসনই BJP পাবে। একথা বোঝার পরেই কংগ্রেস হাইকম্যান্ড ভয় পেয়ে গিয়েছে। তাই গুজরাতের তিন কংগ্রেস বিধায়কের ইস্তফার পরেই সব বিধায়কদের রিসর্টে পাঠিয়ে দেয় কংগ্রেস।”
রাজ্যসভার 24টি আসনের নির্বাচনের মধ্যে, 4টি করে আসন রয়েছে অন্ধ্রপ্রদেশ, গুজরাত ও কর্নাটকে। তিনটি করে আসন রয়েছে মধ্যপ্রদেশ ও রাজস্থানে। দুটি আসন রয়েছে ঝাড়খন্ডে ও একটি করে আসন রয়েছে মণিপুর, মেঘালয়া, মিজো়রাম এবং অরুণাচলপ্রদেশের কাছে ।