হায়দরাবাদ, 26 নভেম্বর : গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপাল কর্পোরেশনের নির্বাচনের জন্য ইস্তেহার প্রকাশ করল BJP । সেখানে প্রত্যেকের জন্য় কোরোনার ভ্য়াকসিন ও কোরোনা পরীক্ষার প্রতিশ্রুতি দিল তারা ৷ এই ইস্তেহার প্রকাশ করেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্য়মন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ৷
BJP-র নির্বাচনী ইস্তেহারে বলা হয়েছে, তেলাঙ্গানা রাষ্ট্রীয় সমিতির জারি করা ভূমি নিয়ন্ত্রণ আইনও প্রত্য়াহার করে নেওয়া হবে ৷ যা গ্রেটার হায়দরাবাদের বাসিন্দাদের প্রায় 15 হাজার কোটি টাকার বোঝা থেকে মুক্তি দেবে ৷ এতেই শেষ নয়, গ্রেটার হায়দরাবাদের নাগরিকদের জন্য় BJP প্রতিশ্রুতি দিয়েছে, ক্ষমতায় এলে বন্য়ায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে 25 হাজার টাকা করে দেওয়া হবে ৷ ইতিমধ্য়ে যাঁরা 10 হাজার টাকা করে পেয়েছেন, তাঁরা আরও 15 হাজার টাকা পাবেন ৷ এছাড়াও বলা হয়েছে, ক্ষমতায় এলে হায়দরাবাদের মেট্রো ও সিটি বাসে বিনামূল্যে মহিলাদের জন্য সফরের ব্য়বস্থা করবে তারা ৷
দরিদ্র পরিবারের শিশুদের অনলাইনে পড়াশোনার সুবিধার জন্য় বিনামূল্য়ে ট্য়াব দেওয়ার কথাও ইস্তেহারে বলা হয়েছে ৷ সঙ্গে উন্নতমানের ওয়াইফাই পরিষেবা দেওয়ার কথাও বলা হয়েছে ৷ এছাড়াও বস্তি ও উপজাতি কলোনিগুলিতে সম্পত্তি করে ছাড়, 125 বর্গফুটের মধ্য়ে বাড়ি বানালে বিনামূল্য়ে অনুমতি, সব বাড়িতে জলের সংযোগ এবং বিনামূল্য়ে পানীয় জল সরবরাহের মতো একাধিক প্রতিশ্রুতি ইস্তেহারে রয়েছে ৷ এদিকে, TRS-এর মতো BJP-ও মুসি নদীর উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছে ৷ বিদ্য়ুৎ পরিষেবার ক্ষেত্রেও বড় ছাড়ের কথা উল্লেখ রয়েছে তাদের ইস্তেহারে ৷ মাসে 100 ইউনিটের কম বিদ্যুৎ খরচ করলে কোনও চার্জ দিতে হবে না বলে জানানো হয়েছে ৷