ETV Bharat / bharat

কোরোনার তথ্য গোপন রাজ্যের, প্রতিবাদে বাড়ি থেকে বিক্ষোভে BJP - লকেট চট্টোপাধ্যায়

রাজ্য সরকার তথ্য গোপন করছে, চুরি করা হচ্ছে ত্রাণের চাল ৷ এরকম একাধিক অভিযোগে রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভে বসলেন BJP-র নেতা মন্ত্রীরা ৷ লকডাউন মেনে বাড়িতে বসেই পোস্টার হাতে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা ৷

BJP Party leaders protest against West Bengal government
বিক্ষোভ প্রদর্শন BJP নেতা-মন্ত্রীদের
author img

By

Published : Apr 26, 2020, 1:30 PM IST

Updated : Apr 26, 2020, 2:46 PM IST

কলকাতা, 26 এপ্রিল : কোরোনা সংক্রান্ত তথ্য গোপন করছে রাজ্য সরকার ৷ এই অভিযোগে নিজেদের বাড়িতে বসে বিক্ষোভ BJP-র নেতা-মন্ত্রী-সাংসদদের ৷ পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, সায়ন্তন বসু, খগেন মুর্মু, রাজু বিস্তাসহ প্রায় সব BJP-র সাংসদকেই বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায় ৷ রাজ্যে দায়িত্বপ্রাপ্ত BJP-র কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ইন্দোর থেকে বিক্ষোভ দেখান ৷

জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায় বলেন‘‘ কেরোনা মোকাবিলায় রাজ্য সরকার তথ্য গোপন করছে । লকডাউনের মাঝেই রেশনে দুর্নীতি হচ্ছে । তৃণমূলের নেতা বিধায়করা ত্রাণ দিচ্ছে, কিন্তু BJP সাংসদ, বিধায়ক, কর্মীদের ত্রাণ বিলি বণ্টনের ক্ষেত্রে লকডাউনের জুজু দেখানো হচ্ছে । আজ রাজ্য সরকারের এসব কাজের বিরুদ্ধে বাড়িতেই প্রতীকী অবস্থানে বসেছি ।’’

BJP Party leaders protest against West Bengal government
বাড়িতেই পোস্টার হাতে বিক্ষোভে BJP কর্মীরা

সাংসদ তথা মন্ত্রী দেবশ্রী চৌধুরির কথায়, ‘‘তৃণমূল কংগ্রেসের নেতা, মন্ত্রী, বিধায়ক এবং মুখ্যমন্ত্রী স্বয়ং বিভিন্ন জায়গায় গিয়ে ত্রাণ বিলি করলে তাঁদের আপত্তি করা হচ্ছে না । অথচ BJP মন্ত্রী, বিধায়করা অসহায় মানুষদের ত্রাণ দিতে গেলেই তাঁদের হাতে কোয়ারানটিনের নোটিশ ধরিয়ে দিচ্ছে ।’’

BJP Party leaders protest against West Bengal government
বিক্ষোভে বসেছেন দিলীপ ঘোষ-লকেট চট্টোপাধ্যায়

BJP-র শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি প্রবীণ আগরওয়াল বলেন, ‘‘রাজ্য এই পরিস্থিতিতেও রাজনীতি করছে । আমাদের সাংসদদের হোম কোয়ারানটিনে পাঠানো হচ্ছে । অন্যদিকে, স্বাস্থ্য পরিষেবা নিয়েও চলছে টালবাহানা । PPE কিটের রং নিয়ে চলছে রাজনীতি । গণবণ্টন ব্যবস্থা নিয়ে দলবাজি করা হচ্ছে ।’’

কলকাতা, 26 এপ্রিল : কোরোনা সংক্রান্ত তথ্য গোপন করছে রাজ্য সরকার ৷ এই অভিযোগে নিজেদের বাড়িতে বসে বিক্ষোভ BJP-র নেতা-মন্ত্রী-সাংসদদের ৷ পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, সায়ন্তন বসু, খগেন মুর্মু, রাজু বিস্তাসহ প্রায় সব BJP-র সাংসদকেই বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায় ৷ রাজ্যে দায়িত্বপ্রাপ্ত BJP-র কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ইন্দোর থেকে বিক্ষোভ দেখান ৷

জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায় বলেন‘‘ কেরোনা মোকাবিলায় রাজ্য সরকার তথ্য গোপন করছে । লকডাউনের মাঝেই রেশনে দুর্নীতি হচ্ছে । তৃণমূলের নেতা বিধায়করা ত্রাণ দিচ্ছে, কিন্তু BJP সাংসদ, বিধায়ক, কর্মীদের ত্রাণ বিলি বণ্টনের ক্ষেত্রে লকডাউনের জুজু দেখানো হচ্ছে । আজ রাজ্য সরকারের এসব কাজের বিরুদ্ধে বাড়িতেই প্রতীকী অবস্থানে বসেছি ।’’

BJP Party leaders protest against West Bengal government
বাড়িতেই পোস্টার হাতে বিক্ষোভে BJP কর্মীরা

সাংসদ তথা মন্ত্রী দেবশ্রী চৌধুরির কথায়, ‘‘তৃণমূল কংগ্রেসের নেতা, মন্ত্রী, বিধায়ক এবং মুখ্যমন্ত্রী স্বয়ং বিভিন্ন জায়গায় গিয়ে ত্রাণ বিলি করলে তাঁদের আপত্তি করা হচ্ছে না । অথচ BJP মন্ত্রী, বিধায়করা অসহায় মানুষদের ত্রাণ দিতে গেলেই তাঁদের হাতে কোয়ারানটিনের নোটিশ ধরিয়ে দিচ্ছে ।’’

BJP Party leaders protest against West Bengal government
বিক্ষোভে বসেছেন দিলীপ ঘোষ-লকেট চট্টোপাধ্যায়

BJP-র শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি প্রবীণ আগরওয়াল বলেন, ‘‘রাজ্য এই পরিস্থিতিতেও রাজনীতি করছে । আমাদের সাংসদদের হোম কোয়ারানটিনে পাঠানো হচ্ছে । অন্যদিকে, স্বাস্থ্য পরিষেবা নিয়েও চলছে টালবাহানা । PPE কিটের রং নিয়ে চলছে রাজনীতি । গণবণ্টন ব্যবস্থা নিয়ে দলবাজি করা হচ্ছে ।’’

Last Updated : Apr 26, 2020, 2:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.