দিল্লি, 21 সেপ্টেম্বর : রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে সংসদ চত্বরে বিক্ষোভ দেখালেন BJP সাংসদরা ৷ বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায় সহ অন্যরা ৷ স্লোগান ওঠে, "বাংলা বাঁচাও, গণতন্ত্র বাঁচাও" ।
পশ্চিমবঙ্গে একের পর এক দলীয় কর্মীর মৃত্যুর পিছনে তৃণমূল কংগ্রেসকেই দায়ি করেছে BJP ৷ গতকালের বিক্ষোভ কর্মসূচি থেকে স্লোগান ওঠে- "পশ্চিমবঙ্গে BJP কর্মীদের খুন করা বন্ধ হোক", "তৃণমূল হটাও, বাংলা বাঁচাও" ৷ প্ল্যাকার্ড হাতে BJP সাংসদরা স্লোগান তোলেন-"তৃণমূলের নৃশংসতা আর চলবে না", "শহিদ BJP কর্মীদের বিচার চাই", "রাজনৈতিক সন্ত্রাসবাদ বন্ধ হোক ৷"
এদিকে শুক্রবার শিলিগুড়িতে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে পথে নামেন BJP কর্মী-সমর্থকরা ৷ পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তাঁরা ৷ আহত হন একাধিক কর্মী-সমর্থক ৷ পুলিশের বক্তব্য, শুধুমাত্র স্মারকলিপি জমা দেওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছিল ।
এদিকে কয়েকদিন আগে ফের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তিনি বলেন, "পশ্চিমবঙ্গ বোমা তৈরির কারখানায় পরিণত হয়েছে ৷"