ETV Bharat / bharat

'নির্বলা' মন্তব্যে অধীরকে ক্ষমা চাইতে হবে, BJP-র প্রতিবাদে তপ্ত লোকসভা - দিল্লি

বিতর্কিত মন্তব্য়র জন্য অধীর রঞ্জন চৌধুরিকে ক্ষমা চাওয়ার দাবি তুললেন BJP সাংসদরা ৷ গতকাল অধীর চৌধুরি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে 'নির্বলা' বলে কটাক্ষ করেছিলেন ৷

লোকসভা
লোকসভা
author img

By

Published : Dec 3, 2019, 1:00 PM IST

Updated : Dec 3, 2019, 7:20 PM IST

দিল্লি, 3 ডিসেম্বর : লোকসভায় গতকাল প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রীকে আক্রমণ করেন কংগ্রেসের লোকসভার নেতা অধীররঞ্জন চৌধুরি ৷ বিতর্কিত এই মন্তব্যর জন্য তাঁকে লোকসভায় ক্ষমা চাইতে বললেন BJP সাংসদরা ৷ গেরুয়া শিবিরের সাংসদদের প্রতিবাদের জেরে উত্তাল হয়ে ওঠে লোকসভা ৷

  • Uproar in Lok Sabha; BJP MPs ask for an apology from Congress MP Adhir Ranjan Chowdhury over his statements on PM Modi, HM Amit Shah and FM Nirmala Sitharaman pic.twitter.com/ImMBeFfhPU

    — ANI (@ANI) December 3, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গতকাল অধীর চৌধুরি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে 'নির্বলা' বলে কটাক্ষ করেছিলেন ৷ সেই প্রসঙ্গ তুলে BJP সাংসদ পুনম মহাজন অধীরকে আক্রমণ করেন ৷ তাঁর দাবি,নির্মলা সম্পর্কে এই মন্তব্য অত্যন্ত অপমানজনক ৷

  • BJP MP Poonam Mahajan in Lok Sabha: Yesterday all MPs stood together on issue of rape&murder of Telangana doctor. Kuch samay baad, jinke naam mein 'Dhir' hai aise Adhir Ranjan Ji ke apne dhir ka bandh phoot gaya. FM Nirmala Sitharaman par unhone jo tipani ki woh sabse bura hua. pic.twitter.com/koM4i11NG2

    — ANI (@ANI) December 3, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নাম না করে সোনিয়া গান্ধির কথাও তোলেন পুনম ৷ বলেন, "নির্বল তো আপনি নিজে দাদা (অধীররঞ্জন চৌধুরি) ৷ একটি পরিবারের একজন মহিলার জন্য আপনি দাঁড়িয়ে আছেন ৷ তাঁর সুরক্ষার জন্য লড়াই করছেন ৷"

  • BJP MP Poonam Mahajan in Lok Sabha: Nirbal toh aap hain dada (Congress MP Adhir Ranjan Chowdhury) ki ek hi parivaar ki mahila ke liye aap khade hain and usi ke samaan aur suraksha ke liye lad rahe hain https://t.co/fr87XMTAo7

    — ANI (@ANI) December 3, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গতকাল লোকসভায় অধীররঞ্জন চৌধুরি বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেরাই অনুপ্রবেশকারী ৷ তাঁদের বাড়ি গুজরাতে হলেও তাঁরা এখন দিল্লিতে বসবাস করেন ৷"

দিল্লি, 3 ডিসেম্বর : লোকসভায় গতকাল প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রীকে আক্রমণ করেন কংগ্রেসের লোকসভার নেতা অধীররঞ্জন চৌধুরি ৷ বিতর্কিত এই মন্তব্যর জন্য তাঁকে লোকসভায় ক্ষমা চাইতে বললেন BJP সাংসদরা ৷ গেরুয়া শিবিরের সাংসদদের প্রতিবাদের জেরে উত্তাল হয়ে ওঠে লোকসভা ৷

  • Uproar in Lok Sabha; BJP MPs ask for an apology from Congress MP Adhir Ranjan Chowdhury over his statements on PM Modi, HM Amit Shah and FM Nirmala Sitharaman pic.twitter.com/ImMBeFfhPU

    — ANI (@ANI) December 3, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গতকাল অধীর চৌধুরি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে 'নির্বলা' বলে কটাক্ষ করেছিলেন ৷ সেই প্রসঙ্গ তুলে BJP সাংসদ পুনম মহাজন অধীরকে আক্রমণ করেন ৷ তাঁর দাবি,নির্মলা সম্পর্কে এই মন্তব্য অত্যন্ত অপমানজনক ৷

  • BJP MP Poonam Mahajan in Lok Sabha: Yesterday all MPs stood together on issue of rape&murder of Telangana doctor. Kuch samay baad, jinke naam mein 'Dhir' hai aise Adhir Ranjan Ji ke apne dhir ka bandh phoot gaya. FM Nirmala Sitharaman par unhone jo tipani ki woh sabse bura hua. pic.twitter.com/koM4i11NG2

    — ANI (@ANI) December 3, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নাম না করে সোনিয়া গান্ধির কথাও তোলেন পুনম ৷ বলেন, "নির্বল তো আপনি নিজে দাদা (অধীররঞ্জন চৌধুরি) ৷ একটি পরিবারের একজন মহিলার জন্য আপনি দাঁড়িয়ে আছেন ৷ তাঁর সুরক্ষার জন্য লড়াই করছেন ৷"

  • BJP MP Poonam Mahajan in Lok Sabha: Nirbal toh aap hain dada (Congress MP Adhir Ranjan Chowdhury) ki ek hi parivaar ki mahila ke liye aap khade hain and usi ke samaan aur suraksha ke liye lad rahe hain https://t.co/fr87XMTAo7

    — ANI (@ANI) December 3, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গতকাল লোকসভায় অধীররঞ্জন চৌধুরি বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেরাই অনুপ্রবেশকারী ৷ তাঁদের বাড়ি গুজরাতে হলেও তাঁরা এখন দিল্লিতে বসবাস করেন ৷"

New Delhi, Dec 03 (ANI): Equity benchmark slipped during early hours due to negative global cues on Dec 03 after US President Donald Trump said that he will reinstate tariffs on the US steel and aluminum imports from Brazil and Argentina. At 10:15 AM, the BSE S and P Sensex was down by 71 points to 40,731. While the Nifty 50 edged lower by 35 points at 12,014. Except for Nifty auto and FMCG, all sectoral indices at the NSE were in the negative terrain with Nifty metal plunging by 1.76 percent.
Last Updated : Dec 3, 2019, 7:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.