ETV Bharat / bharat

রামমন্দির তৈরি হলেই দেশ থেকে বিদায় নেবে কোরোনা : BJP সাংসদ - দৌসার BJP সাংসদ জাসকৌর মিনা

এর আগে মধ্যপ্রদেশ বিধানসভার প্রোটেম স্পিকার রামেশ্বর শর্মাও একই কথা বলেছিলেন । তিনি বলেছিলেন, "রামমন্দির নির্মাণের কাজ শুরু হলেই কোরোনা ভাইরাস চলে যাবে।" এবার একই সুরে সুর মেলালেন দৌসার BJP সাংসদ জাসকৌর মিনা ।

Dausa
দৌসার BJP সাংসদ জাসকৌর মিনা
author img

By

Published : Jul 28, 2020, 1:21 PM IST

জয়পুর, 28 জুলাই : কোরোনা ভাইরাসে জর্জরিত গোটা বিশ্ব । ইতিমধ্যেই দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা 14 লাখের গণ্ডি পেরিয়েছে । এই পরিস্থিতিতে দৌসার BJP সাংসদ জানালেন, খুব তাড়াতাড়ি দেশে থেকে কোরোনা বিদায় নেবে । তাঁর বিশ্বাস, রামমন্দির নির্মাণ হলেই কোরোনা দেশ থেকে চলে যাবে ।

এর আগে মধ্যপ্রদেশ বিধানসভার প্রোটেম স্পিকার রামেশ্বর শর্মাও একই কথা বলেছিলেন । তিনি বলেছিলেন, "রামমন্দির নির্মাণ কাজ শুরু হলেই কোরোনা ভাইরাস চলে যাবে ।" এবার একই সুরে সুর মেলালেন দৌসার BJP সাংসদ জাসকৌর মিনা । তিনি বলেন,"আমি আধ্যাত্মিক শক্তির পুজারি । আধ্যাত্মিক শ্কতি অনুযায়ী চলি । রামমন্দির নির্মাণের কাজ শুরু হলেই নিশ্চিত দেশে থেকে কোরোনা চলে যাবে।" পাশাপাশি তিনি বলেন, "অনেকদিনের অপেক্ষা শেষ হতে চলেছে । 5 অগাস্ট আমরা আনন্দ করব, মিষ্টি বিতরণ করব, আর দীপ জ্বালাব।"

শুনে নিন BJP সাংসদ জাসকৌর মিনা-র বক্তব্য

তিনি আরও বলেন, "এই দেশে দুইজন এমন মহান ব্যক্তি আছেন যাঁরা জনগণের কথা চিন্তা করে কাজ করছেন । এক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অন্যজন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । জনগণের কথা ভেবেই তাঁরা রামমন্দির নির্মাণ করছেন ।"

উল্লেখ্য, রামমন্দির নির্মাণের কাজ শুরু হবে 5 অগাস্ট । ওই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা ।

জয়পুর, 28 জুলাই : কোরোনা ভাইরাসে জর্জরিত গোটা বিশ্ব । ইতিমধ্যেই দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা 14 লাখের গণ্ডি পেরিয়েছে । এই পরিস্থিতিতে দৌসার BJP সাংসদ জানালেন, খুব তাড়াতাড়ি দেশে থেকে কোরোনা বিদায় নেবে । তাঁর বিশ্বাস, রামমন্দির নির্মাণ হলেই কোরোনা দেশ থেকে চলে যাবে ।

এর আগে মধ্যপ্রদেশ বিধানসভার প্রোটেম স্পিকার রামেশ্বর শর্মাও একই কথা বলেছিলেন । তিনি বলেছিলেন, "রামমন্দির নির্মাণ কাজ শুরু হলেই কোরোনা ভাইরাস চলে যাবে ।" এবার একই সুরে সুর মেলালেন দৌসার BJP সাংসদ জাসকৌর মিনা । তিনি বলেন,"আমি আধ্যাত্মিক শক্তির পুজারি । আধ্যাত্মিক শ্কতি অনুযায়ী চলি । রামমন্দির নির্মাণের কাজ শুরু হলেই নিশ্চিত দেশে থেকে কোরোনা চলে যাবে।" পাশাপাশি তিনি বলেন, "অনেকদিনের অপেক্ষা শেষ হতে চলেছে । 5 অগাস্ট আমরা আনন্দ করব, মিষ্টি বিতরণ করব, আর দীপ জ্বালাব।"

শুনে নিন BJP সাংসদ জাসকৌর মিনা-র বক্তব্য

তিনি আরও বলেন, "এই দেশে দুইজন এমন মহান ব্যক্তি আছেন যাঁরা জনগণের কথা চিন্তা করে কাজ করছেন । এক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অন্যজন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । জনগণের কথা ভেবেই তাঁরা রামমন্দির নির্মাণ করছেন ।"

উল্লেখ্য, রামমন্দির নির্মাণের কাজ শুরু হবে 5 অগাস্ট । ওই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.