ETV Bharat / bharat

"জয়শ্রীরাম শুনে ষাঁড়ের মতো আচরণ করছেন মমতা" - mamata

জয়শ্রীরাম স্লোগান শুনে একাধিকবার মেজাজ হারিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তা নিয়ে রাজ্য BJP-র নেতারা কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে । এই ইশুতে এবার মমতাকে কটাক্ষ করলেন উত্তরাখণ্ডের নৈনিতালের BJP সাংসদ অজয় ভাট ।

মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ফোটো)
author img

By

Published : Jun 5, 2019, 7:28 PM IST

Updated : Jun 5, 2019, 7:52 PM IST

দিল্লি, 5 জুন : লাল কাপড় দেখে ষাঁড় যেমন ক্ষেপে যায় জয়শ্রীরাম শুনে তেমনই আচরণ করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মন্তব্য BJP সাংসদ অজয় ভাটের । জয়শ্রীরাম স্লোগান শুনে মাঝে মাঝেই মেজাজ হারাচ্ছেন মমতা মমতা বন্দ্যোপাধ্যায় । এই নিয়ে প্রশ্ন করা হয় উত্তরাখণ্ডের নৈনিতালের সাংসদ অজয় ভাটকে । উত্তরে তিনি বলেন, " আমি জানি না জয়শ্রীরাম শুনে কী অসুবিধে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের । তাঁর সামনে কেউ জয়শ্রীরাম বললেই রেগে যাচ্ছেন । লাল কাপড় দেখে ষাঁড় যেমন ক্ষেপে যায়, জয়শ্রীরাম শুনে তেমনই আচরণ করছেন মমতা ।"

সম্প্রতি জয়শ্রীরাম স্লোগান নিয়ে উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি । এই স্লোগান শুনে একাধিকবার মেজাজ হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । চলন্ত গাড়ি থেকে নেমে স্লোগানকারীদের হুমকি দিতেও দেখা গেছে তাঁকে । জয়শ্রীরাম ধ্বনি শুনে কেন মেজাজ হারাচ্ছেন মুখ্যমন্ত্রী ? প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন রাজ্য BJP-র নেতারা । এবার এই ইশুতে কথা বললেন নৈনিতালের BJP সাংসদ অজয় ভাট । কটাক্ষের পর মমতাকে তাঁর পরামর্শ, "পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ধৈর্য্য রাখা উচিত । স্লোগান দেওয়া অপরাধ নয় । প্রত্যেকের স্লোগান দেওয়ার অধিকার রয়েছে, তা মমতা বন্দ্যোপাধ্যায়ের বোঝা উচিত ।"

অজয় ভাটের আরও সংযোজন, "রামচন্দ্রের প্রতি মমতা কেন যে বিরাগভাজন তা বুঝতে পারছি না । সেদিন একটা ভিডিয়ো দেখে মনে হল, জয়শ্রীরাম শুনে মমতা বন্দ্যোপাধ্যায় এমন ব্যবহার করছেন যেন মৌচাকে হাত পড়েছে । ভগবান রামচন্দ্র সবার প্রিয় । তিনি পূজ্য । কেউ কেউ তো হ্যালোর পরিবর্তে জয়শ্রীরামও বলে থাকেন । এরমধ্যে কোনও অপরাধ নেই । কোনও সমস্যা থাকাও উচিত নয় । "

দিল্লি, 5 জুন : লাল কাপড় দেখে ষাঁড় যেমন ক্ষেপে যায় জয়শ্রীরাম শুনে তেমনই আচরণ করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মন্তব্য BJP সাংসদ অজয় ভাটের । জয়শ্রীরাম স্লোগান শুনে মাঝে মাঝেই মেজাজ হারাচ্ছেন মমতা মমতা বন্দ্যোপাধ্যায় । এই নিয়ে প্রশ্ন করা হয় উত্তরাখণ্ডের নৈনিতালের সাংসদ অজয় ভাটকে । উত্তরে তিনি বলেন, " আমি জানি না জয়শ্রীরাম শুনে কী অসুবিধে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের । তাঁর সামনে কেউ জয়শ্রীরাম বললেই রেগে যাচ্ছেন । লাল কাপড় দেখে ষাঁড় যেমন ক্ষেপে যায়, জয়শ্রীরাম শুনে তেমনই আচরণ করছেন মমতা ।"

সম্প্রতি জয়শ্রীরাম স্লোগান নিয়ে উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি । এই স্লোগান শুনে একাধিকবার মেজাজ হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । চলন্ত গাড়ি থেকে নেমে স্লোগানকারীদের হুমকি দিতেও দেখা গেছে তাঁকে । জয়শ্রীরাম ধ্বনি শুনে কেন মেজাজ হারাচ্ছেন মুখ্যমন্ত্রী ? প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন রাজ্য BJP-র নেতারা । এবার এই ইশুতে কথা বললেন নৈনিতালের BJP সাংসদ অজয় ভাট । কটাক্ষের পর মমতাকে তাঁর পরামর্শ, "পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ধৈর্য্য রাখা উচিত । স্লোগান দেওয়া অপরাধ নয় । প্রত্যেকের স্লোগান দেওয়ার অধিকার রয়েছে, তা মমতা বন্দ্যোপাধ্যায়ের বোঝা উচিত ।"

অজয় ভাটের আরও সংযোজন, "রামচন্দ্রের প্রতি মমতা কেন যে বিরাগভাজন তা বুঝতে পারছি না । সেদিন একটা ভিডিয়ো দেখে মনে হল, জয়শ্রীরাম শুনে মমতা বন্দ্যোপাধ্যায় এমন ব্যবহার করছেন যেন মৌচাকে হাত পড়েছে । ভগবান রামচন্দ্র সবার প্রিয় । তিনি পূজ্য । কেউ কেউ তো হ্যালোর পরিবর্তে জয়শ্রীরামও বলে থাকেন । এরমধ্যে কোনও অপরাধ নেই । কোনও সমস্যা থাকাও উচিত নয় । "

Lucknow (Uttar Pradesh), Jun 05 (ANI): Uttar Pradesh Chief Minister Yogi Adityanath celebrated the World Environment Day by planting a sapling at his residence in Lucknow. Incidentally, Adityanath is also celebrating his birthday today as he turned 47. Speaking on the World Environment Day, Adityanath said he welcomes the efforts being made to conserve the ecological system.
Last Updated : Jun 5, 2019, 7:52 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.