দিল্লি, 5 জুন : লাল কাপড় দেখে ষাঁড় যেমন ক্ষেপে যায় জয়শ্রীরাম শুনে তেমনই আচরণ করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মন্তব্য BJP সাংসদ অজয় ভাটের । জয়শ্রীরাম স্লোগান শুনে মাঝে মাঝেই মেজাজ হারাচ্ছেন মমতা মমতা বন্দ্যোপাধ্যায় । এই নিয়ে প্রশ্ন করা হয় উত্তরাখণ্ডের নৈনিতালের সাংসদ অজয় ভাটকে । উত্তরে তিনি বলেন, " আমি জানি না জয়শ্রীরাম শুনে কী অসুবিধে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের । তাঁর সামনে কেউ জয়শ্রীরাম বললেই রেগে যাচ্ছেন । লাল কাপড় দেখে ষাঁড় যেমন ক্ষেপে যায়, জয়শ্রীরাম শুনে তেমনই আচরণ করছেন মমতা ।"
সম্প্রতি জয়শ্রীরাম স্লোগান নিয়ে উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি । এই স্লোগান শুনে একাধিকবার মেজাজ হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । চলন্ত গাড়ি থেকে নেমে স্লোগানকারীদের হুমকি দিতেও দেখা গেছে তাঁকে । জয়শ্রীরাম ধ্বনি শুনে কেন মেজাজ হারাচ্ছেন মুখ্যমন্ত্রী ? প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন রাজ্য BJP-র নেতারা । এবার এই ইশুতে কথা বললেন নৈনিতালের BJP সাংসদ অজয় ভাট । কটাক্ষের পর মমতাকে তাঁর পরামর্শ, "পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ধৈর্য্য রাখা উচিত । স্লোগান দেওয়া অপরাধ নয় । প্রত্যেকের স্লোগান দেওয়ার অধিকার রয়েছে, তা মমতা বন্দ্যোপাধ্যায়ের বোঝা উচিত ।"
অজয় ভাটের আরও সংযোজন, "রামচন্দ্রের প্রতি মমতা কেন যে বিরাগভাজন তা বুঝতে পারছি না । সেদিন একটা ভিডিয়ো দেখে মনে হল, জয়শ্রীরাম শুনে মমতা বন্দ্যোপাধ্যায় এমন ব্যবহার করছেন যেন মৌচাকে হাত পড়েছে । ভগবান রামচন্দ্র সবার প্রিয় । তিনি পূজ্য । কেউ কেউ তো হ্যালোর পরিবর্তে জয়শ্রীরামও বলে থাকেন । এরমধ্যে কোনও অপরাধ নেই । কোনও সমস্যা থাকাও উচিত নয় । "