ETV Bharat / bharat

BJP MLC রামচন্দ্র রাওকে গ্রেপ্তার হায়দরাবাদে

কোরোনা ইশুতে মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দিতে যাওয়ার পথে BJP MLC রামচন্দ্র রাওকে গ্রেপ্তার করা হল হায়দরাবাদে । তিনি ডেপুটেশন দিতে মুখ্যমন্ত্রীর বাসভবনে যেতে চেয়েছিলেন । কিন্তু মুখ্যমন্ত্রীর বাসভবন প্রগতি ভবনে যাওয়ার সময় তাঁকে গ্রেপ্তার করা হয় ।

bjp mlc n ramchander rao
BJP MLC রামচন্দ্র রাও
author img

By

Published : Jun 13, 2020, 1:15 AM IST

হায়দরাবাদ,12 জুন :BJP MLC রামচন্দ্র রাওকে গ্রেপ্তার করা হলহায়দরাবাদে । COVID-19 ইশুতে মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে ডেপুটেশন দিতেযাওয়ার পথে তাঁকে গ্রেপ্তার করা হয় ।

কোরোনানিয়ন্ত্রণে তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও-এর সমালোচনায় মুখর বিরোধীরা ।বিরোধীদের অভিযোগ, কোরোনানিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রী ব্যর্থ । এজন্য আজ এই ইশুতে BJP MLCরামচন্দ্র রাও মুখ্যমন্ত্রীকেডেপুটেশন দিতে যান । কিন্তু মুখ্যমন্ত্রীর বাসভবনে যাওয়ার পথেই তাঁকে পুলিশগ্রেপ্তার করে । এই বিষয়ে ক্ষুব্ধ এই BJP MLC মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনা করেন ।শুধু তাই নয়, তাঁকেএভাবে গ্রেপ্তারের প্রতিবাদও করেন তিনি । রামচন্দ্র রাও বলেন, “মুখ্যমন্ত্রীর বাসভবনে যাওয়ার চেষ্টাকরার সময় আমাকে গ্রেপ্তার করা হয়। আমরা এই গ্রেপ্তারের নিন্দা জানাই ।

ওসমানিয়াবিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিদর্শক রমেশ নায়েক বলেন,“ মুখ্যমন্ত্রীর বাসভবন প্রগতি ভবনেযাওয়ার চেষ্টা করায় আমরা BJP MLC রামচন্দ্র রাওকে গ্রেপ্তার করেছি।তিনি ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থানায় পুলিশি হেপাজতে রয়েছেন ।

হায়দরাবাদ,12 জুন :BJP MLC রামচন্দ্র রাওকে গ্রেপ্তার করা হলহায়দরাবাদে । COVID-19 ইশুতে মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে ডেপুটেশন দিতেযাওয়ার পথে তাঁকে গ্রেপ্তার করা হয় ।

কোরোনানিয়ন্ত্রণে তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও-এর সমালোচনায় মুখর বিরোধীরা ।বিরোধীদের অভিযোগ, কোরোনানিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রী ব্যর্থ । এজন্য আজ এই ইশুতে BJP MLCরামচন্দ্র রাও মুখ্যমন্ত্রীকেডেপুটেশন দিতে যান । কিন্তু মুখ্যমন্ত্রীর বাসভবনে যাওয়ার পথেই তাঁকে পুলিশগ্রেপ্তার করে । এই বিষয়ে ক্ষুব্ধ এই BJP MLC মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনা করেন ।শুধু তাই নয়, তাঁকেএভাবে গ্রেপ্তারের প্রতিবাদও করেন তিনি । রামচন্দ্র রাও বলেন, “মুখ্যমন্ত্রীর বাসভবনে যাওয়ার চেষ্টাকরার সময় আমাকে গ্রেপ্তার করা হয়। আমরা এই গ্রেপ্তারের নিন্দা জানাই ।

ওসমানিয়াবিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিদর্শক রমেশ নায়েক বলেন,“ মুখ্যমন্ত্রীর বাসভবন প্রগতি ভবনেযাওয়ার চেষ্টা করায় আমরা BJP MLC রামচন্দ্র রাওকে গ্রেপ্তার করেছি।তিনি ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থানায় পুলিশি হেপাজতে রয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.