ETV Bharat / bharat

বিহারে 19 লাখ চাকরি ও বিনামূল্যে কোরোনা ভ্যাকসিন; ইস্তাহার BJP-র - BJP-র ইস্তেহার প্রকাশ

বিহারে নির্বাচনী প্রচারের প্রধান ইশু হল চাকরি । কয়েকদিন আগেই RJD নেতা তেজস্বী যাদব 10 লাখ চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন । তিনি জানিয়েছিলেন , আসন্ন নির্বাচনে যদি RJD সরকার গঠন করতে পারে বিহারে, তবে প্রথম ক্যাবিনেট মিটিংয়েই দশ লাখ সরকারি চাকরি ঘোষণা করা হবে ৷ এবার সেই প্রতিশ্রুতিকে চ্যালেঞ্জ জানিয়ে BJP "সংকল্প পত্র"-এ 19 লাখ চাকরির প্রতিশ্রুতি দিয়েছে ।

Bihar
বিহার বিধানসভা নির্বাচনে BJP-র ইস্তেহার প্রকাশ
author img

By

Published : Oct 22, 2020, 3:28 PM IST

দিল্লি , 22 অক্টোবর : 28 অক্টোবর থেকে শুরু হচ্ছে বিহার বিধানসভা নির্বাচন । তার আগে আজ নির্বাচনের ইস্তাহার প্রকাশ করল BJP । এই ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে ছিলেন নির্মলা সীতারমন । অনুষ্ঠানে 19 লাখ চাকরি ও বিনামূল্যে কোরোনা ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে BJP। নীতীশ কুমারের JD(U)-র সঙ্গে জোট বেঁধে তারাই যে আরও পাঁচবছর ক্ষমতায় থাকবে, তা নিয়ে আত্মবিশ্বাসী BJP ৷

বর্তমানে বিহার নির্বাচনী প্রচারের প্রধান ইশু হল চাকরি । কয়েকদিন আগেই RJD নেতা তেজস্বী যাদব 10 লাখ চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন । তিনি জানিয়েছিলেন, আসন্ন নির্বাচনে যদি RJD সরকার গঠন করতে পারে বিহারে, তবে প্রথম ক্যাবিনেট মিটিংয়েই দশ লাখ সরকারি চাকরি ঘোষণা করা হবে ৷ অন্যদিকে , এই প্রতিশ্রুতি ঘোষণার পর থেকে নীতীশ কুমার তেজস্বী যাদবকে অনভিজ্ঞ বলে কটাক্ষ করেছিলেন । আজ , সেই প্রতিশ্রুতিকে চ্যালেঞ্জ জানিয়ে BJP তাদের ইস্তাহার "সংকল্প পত্র"-এ 19 লাখ চাকরির প্রতিশ্রুতি দিয়েছে ।

BJP-র বিহার প্রধান সঞ্জয় জয়সওয়াল বলেন, ইস্তাহারে তালিকাভুক্ত 19 লাখ চাকরির মধ্যে তিন থেকে চার লাখ শিক্ষক এবং স্বাস্থ্য ক্ষেত্রে এক লাখ চাকরি সরকারি খাতে তালিকাভুক্ত করা হয়েছে । বাকিগুলি বিহারে একটি "IT hub" করার এবং রাজ্যে একটি কৃষিক্ষেত্র তৈরির প্রতিশ্রুতির সঙ্গে যুক্ত করা হয়েছে । সেইসঙ্গে নির্মলা সীতারমন 30 লাখ মানুষকে পাকা বাড়ি তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছেন । অন্যদিকে , বিহারে বিনামূল্যে কোরোনা ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতির কথাও বলা হয়েছে ইস্তাহারে ।

কোরোনা পরিস্থিতির মাঝেই বিহার বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন । তিন দফায় ভোট হবে বিহারে । 28 অক্টোবর, 3 ও 7 নভেম্বর হবে ভোটগ্রহণ । গণনা হবে 10 নভেম্বর । বিশ্বজুড়ে কোরোনা প্যানডেমিকের মধ্যে এটি প্রথম সব থেকে বড় নির্বাচন হতে চলেছে । 29 নভেম্বরের মধ্যে নব নির্বাচিত 243 জন বিধায়ককে নিয়ে বিধানসভা গঠন করতে হবে । BJP-র সঙ্গে জোট বেঁধে চতুর্থবার বিহারে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন নীতীশ কুমার । তাঁদের NDA জোটে শামিল রয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝির হিন্দুস্তানি আওয়াম মোর্চা । বিরোধী জোট ছেড়ে সম্প্রতি নীতীশের সঙ্গে হাত মেলান জিতন । আর এই NDA জোটকে টক্কর দিচ্ছে রাষ্ট্রীয় জনতা দল (RJD) ও কংগ্রেস ।

দিল্লি , 22 অক্টোবর : 28 অক্টোবর থেকে শুরু হচ্ছে বিহার বিধানসভা নির্বাচন । তার আগে আজ নির্বাচনের ইস্তাহার প্রকাশ করল BJP । এই ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে ছিলেন নির্মলা সীতারমন । অনুষ্ঠানে 19 লাখ চাকরি ও বিনামূল্যে কোরোনা ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে BJP। নীতীশ কুমারের JD(U)-র সঙ্গে জোট বেঁধে তারাই যে আরও পাঁচবছর ক্ষমতায় থাকবে, তা নিয়ে আত্মবিশ্বাসী BJP ৷

বর্তমানে বিহার নির্বাচনী প্রচারের প্রধান ইশু হল চাকরি । কয়েকদিন আগেই RJD নেতা তেজস্বী যাদব 10 লাখ চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন । তিনি জানিয়েছিলেন, আসন্ন নির্বাচনে যদি RJD সরকার গঠন করতে পারে বিহারে, তবে প্রথম ক্যাবিনেট মিটিংয়েই দশ লাখ সরকারি চাকরি ঘোষণা করা হবে ৷ অন্যদিকে , এই প্রতিশ্রুতি ঘোষণার পর থেকে নীতীশ কুমার তেজস্বী যাদবকে অনভিজ্ঞ বলে কটাক্ষ করেছিলেন । আজ , সেই প্রতিশ্রুতিকে চ্যালেঞ্জ জানিয়ে BJP তাদের ইস্তাহার "সংকল্প পত্র"-এ 19 লাখ চাকরির প্রতিশ্রুতি দিয়েছে ।

BJP-র বিহার প্রধান সঞ্জয় জয়সওয়াল বলেন, ইস্তাহারে তালিকাভুক্ত 19 লাখ চাকরির মধ্যে তিন থেকে চার লাখ শিক্ষক এবং স্বাস্থ্য ক্ষেত্রে এক লাখ চাকরি সরকারি খাতে তালিকাভুক্ত করা হয়েছে । বাকিগুলি বিহারে একটি "IT hub" করার এবং রাজ্যে একটি কৃষিক্ষেত্র তৈরির প্রতিশ্রুতির সঙ্গে যুক্ত করা হয়েছে । সেইসঙ্গে নির্মলা সীতারমন 30 লাখ মানুষকে পাকা বাড়ি তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছেন । অন্যদিকে , বিহারে বিনামূল্যে কোরোনা ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতির কথাও বলা হয়েছে ইস্তাহারে ।

কোরোনা পরিস্থিতির মাঝেই বিহার বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন । তিন দফায় ভোট হবে বিহারে । 28 অক্টোবর, 3 ও 7 নভেম্বর হবে ভোটগ্রহণ । গণনা হবে 10 নভেম্বর । বিশ্বজুড়ে কোরোনা প্যানডেমিকের মধ্যে এটি প্রথম সব থেকে বড় নির্বাচন হতে চলেছে । 29 নভেম্বরের মধ্যে নব নির্বাচিত 243 জন বিধায়ককে নিয়ে বিধানসভা গঠন করতে হবে । BJP-র সঙ্গে জোট বেঁধে চতুর্থবার বিহারে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন নীতীশ কুমার । তাঁদের NDA জোটে শামিল রয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝির হিন্দুস্তানি আওয়াম মোর্চা । বিরোধী জোট ছেড়ে সম্প্রতি নীতীশের সঙ্গে হাত মেলান জিতন । আর এই NDA জোটকে টক্কর দিচ্ছে রাষ্ট্রীয় জনতা দল (RJD) ও কংগ্রেস ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.