ETV Bharat / bharat

'ভীরুদের সরকার', জামিয়ার ঘটনায় মন্তব্য প্রিয়াঙ্কার

author img

By

Published : Dec 16, 2019, 7:58 AM IST

BJP একনায়কতন্ত্র চালানোর চেষ্টা করছে ৷ যুব শক্তির কণ্ঠরোধের চেষ্টা চলছে ৷ টুইটে সরব প্রিয়াঙ্কা গান্ধি ৷

ভীরুদের সরকার, দিল্লি-বিক্ষোভে মন্তব্য প্রিয়াঙ্কার
ভীরুদের সরকার, দিল্লি-বিক্ষোভে মন্তব্য প্রিয়াঙ্কার

দিল্লি, 16 ডিসেম্বর : 'ভীরু' ৷ কেন্দ্র সম্পর্কে এই কথাটিই উচ্চারণ করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি ৷ জামিলা মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের দু'ধারেই বিক্ষোভ চলছিল । সেই সময় পুলিশ অনুমতি ছাড়াই প্রবেশ করে পড়ুয়াদের বেধড়ক মারধরে করে, অভিযোগ উঠেছে এমনই ৷ নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে দেশজুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ চলছে ৷ সেই প্রেক্ষিতেই টুইট বার্তায় সরব হলেন প্রিয়াঙ্কা ৷

  • जनता की आवाज़ से डरती है। इस देश के नौजवानों, उनके साहस और उनकी हिम्मत को अपनी खोखली तानाशाही से दबाना चाहती है। यह भारतीय युवा हैं, सुन लीजिए मोदी जी, यह दबेगा नहीं, इसकी आवाज़ आपको आज नहीं तो कल सुननी ही पड़ेगी।

    — Priyanka Gandhi Vadra (@priyankagandhi) December 15, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

হিন্দি টুইটে প্রিয়াঙ্কা লেখেন, 'পুলিশ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে পড়ুয়াদের মারধর করছে ৷ মানুষের কথা যখন সরকারের শোনার কথা ঠিক সেই সময়ে BJP সরকার উত্তরপ্রদেশ, উত্তর-পূর্ব ভারত ও দিল্লিতে পড়ুয়া এবং সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা করছে ৷ ভীরুদের সরকার ৷'

  • देश के विश्वविद्यालयों में घुस घुसकर विद्यार्थियों को पीटा जा रहा है। जिस समय सरकार को आगे बढ़कर लोगों की बात सुननी चाहिए, उस समय भाजपा सरकार उत्तर पूर्व, उत्तर प्रदेश, दिल्ली में विद्यार्थियों और पत्रकारों पर दमन के जरिए अपनी मौजूदगी दर्ज करा रही है।

    यह सरकर कायर है। #Shame

    — Priyanka Gandhi Vadra (@priyankagandhi) December 15, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুঁশিয়ারি দিয়ে প্রিয়াঙ্কা লেখেন, যুবশক্তির কণ্ঠ কখনওই রোধ করা যাবে না ৷ সরকার আসলে জনগণের স্বরকে ভয় পাচ্ছে ৷ দেশের যুবদের একনায়কতন্ত্রের মাধ্যমে চুপ করিয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে বলেও উল্লেখ করেছেন সোনিয়া কন্যা ৷ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন কংগ্রেস নেতা শশী তারুরও ৷

পুলিশের বক্তব্য, জামিলা মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের দু'ধারেই বিক্ষোভ চলছিল । হঠাৎই পড়ুয়ারা আক্রমণাত্মক হয়ে ওঠেন । ঘটনায় পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে । সেবিষয়ে DCP চিন্ময় বিসওয়াল জানান, পুরোটাই রটনা । ঘটনাস্থানে কোনওরকম গুলি চালানো হয়নি ।

এদিকে, জামিয়া মিলিয়ার পড়ুয়াদের বক্তব্য, তাঁরা শান্তিপূর্ণ মিছিল করছিলেন । এবিষয়ে জামিয়া মিলিয়ার চিফ প্রোক্টর ওয়াসিম আহমেদ খান বলেন, "অনুমতি না থাকা সত্ত্বেও পুলিশ ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করেছিল।" পড়ুয়াদের আরও দাবি, পুলিশ ক্যাম্পাসের গেট ভেঙে ভিতরে ঢোকে । উপাচার্য নাজ়মা আখতার জানান, পুলিশ ক্যাম্পাসে প্রবেশে অনুমতি নেয়নি ৷ জামিয়ার ঘটনার পরই জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় সহ দিল্লির অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও শুরু হয় বিক্ষোভ ৷

দিল্লি, 16 ডিসেম্বর : 'ভীরু' ৷ কেন্দ্র সম্পর্কে এই কথাটিই উচ্চারণ করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি ৷ জামিলা মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের দু'ধারেই বিক্ষোভ চলছিল । সেই সময় পুলিশ অনুমতি ছাড়াই প্রবেশ করে পড়ুয়াদের বেধড়ক মারধরে করে, অভিযোগ উঠেছে এমনই ৷ নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে দেশজুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ চলছে ৷ সেই প্রেক্ষিতেই টুইট বার্তায় সরব হলেন প্রিয়াঙ্কা ৷

  • जनता की आवाज़ से डरती है। इस देश के नौजवानों, उनके साहस और उनकी हिम्मत को अपनी खोखली तानाशाही से दबाना चाहती है। यह भारतीय युवा हैं, सुन लीजिए मोदी जी, यह दबेगा नहीं, इसकी आवाज़ आपको आज नहीं तो कल सुननी ही पड़ेगी।

    — Priyanka Gandhi Vadra (@priyankagandhi) December 15, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

হিন্দি টুইটে প্রিয়াঙ্কা লেখেন, 'পুলিশ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে পড়ুয়াদের মারধর করছে ৷ মানুষের কথা যখন সরকারের শোনার কথা ঠিক সেই সময়ে BJP সরকার উত্তরপ্রদেশ, উত্তর-পূর্ব ভারত ও দিল্লিতে পড়ুয়া এবং সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা করছে ৷ ভীরুদের সরকার ৷'

  • देश के विश्वविद्यालयों में घुस घुसकर विद्यार्थियों को पीटा जा रहा है। जिस समय सरकार को आगे बढ़कर लोगों की बात सुननी चाहिए, उस समय भाजपा सरकार उत्तर पूर्व, उत्तर प्रदेश, दिल्ली में विद्यार्थियों और पत्रकारों पर दमन के जरिए अपनी मौजूदगी दर्ज करा रही है।

    यह सरकर कायर है। #Shame

    — Priyanka Gandhi Vadra (@priyankagandhi) December 15, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুঁশিয়ারি দিয়ে প্রিয়াঙ্কা লেখেন, যুবশক্তির কণ্ঠ কখনওই রোধ করা যাবে না ৷ সরকার আসলে জনগণের স্বরকে ভয় পাচ্ছে ৷ দেশের যুবদের একনায়কতন্ত্রের মাধ্যমে চুপ করিয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে বলেও উল্লেখ করেছেন সোনিয়া কন্যা ৷ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন কংগ্রেস নেতা শশী তারুরও ৷

পুলিশের বক্তব্য, জামিলা মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের দু'ধারেই বিক্ষোভ চলছিল । হঠাৎই পড়ুয়ারা আক্রমণাত্মক হয়ে ওঠেন । ঘটনায় পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে । সেবিষয়ে DCP চিন্ময় বিসওয়াল জানান, পুরোটাই রটনা । ঘটনাস্থানে কোনওরকম গুলি চালানো হয়নি ।

এদিকে, জামিয়া মিলিয়ার পড়ুয়াদের বক্তব্য, তাঁরা শান্তিপূর্ণ মিছিল করছিলেন । এবিষয়ে জামিয়া মিলিয়ার চিফ প্রোক্টর ওয়াসিম আহমেদ খান বলেন, "অনুমতি না থাকা সত্ত্বেও পুলিশ ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করেছিল।" পড়ুয়াদের আরও দাবি, পুলিশ ক্যাম্পাসের গেট ভেঙে ভিতরে ঢোকে । উপাচার্য নাজ়মা আখতার জানান, পুলিশ ক্যাম্পাসে প্রবেশে অনুমতি নেয়নি ৷ জামিয়ার ঘটনার পরই জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় সহ দিল্লির অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও শুরু হয় বিক্ষোভ ৷

Mumbai, Dec 16 (ANI): Mahesh Bhatt inaugurated Jairangam Theatre Festival in Mumbai. Several celebrities reached to attend the inauguration. Actor Rakesh Bedi was also in attendance. Speaking to the mediapersons, Mahesh Bhatt said, "Theatre connects people with each other. Festivals like these from different areas bring energy to the entertainment capital."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.