ETV Bharat / bharat

370 ধারা নিয়ে কেন্দ্রের পাশে একাধিক বিরোধী দল - jammu kashmir article 35a

জম্মু ও কাশ্মীর থেকে প্রত্যাহার করা হয়েছে 370 ধারা ৷ এর পরেই অশান্ত হয় সংসদ । তবে বিরোধী দলের সাংসদদের হট্টগোলের মাঝেই উলটো সুর বেশ কিছু বিরোধীদলের গলায় ।

BJD, AAP, TDP, BSP
author img

By

Published : Aug 5, 2019, 5:13 PM IST

Updated : Aug 5, 2019, 11:43 PM IST

দিল্লি, 5 অগাস্ট : আজ রাজ্যসভায় 370 ধারা রদের সিদ্ধান্ত জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । পাশাপাশি পেশ করেন জম্মু ও কাশ্মীর সংরক্ষণ (সংশোধনী) বিল । সেই বিলে জম্মু ও কাশ্মীর ও লাদাখকে আলাদা দু'টি কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রস্তাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । আর এর পরেই অশান্ত হয় সংসদ । রাজ্যসভার অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কাশ্মীর উপত্যকার পরিস্থিতি নিয়ে বিরোধীরা মুলতবি প্রস্তাব আনেন ৷ তবে বিরোধী দলের সাংসদদের হট্টগোলের মাঝেই উলটো সুর বেশ কিছু বিরোধীদলের গলায় । তাদের মধ্যে অন্যতম মায়াবতীর বহুজন সমাজ পার্টি । BSP-র রাজ্যসভা সাংসদ সতীশ মিশ্র বলেন, তাঁর দল কেন্দ্রের এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানাচ্ছে ৷

BSP-র পাশাপাশি বিলটিকে সমর্থন জানিয়েছেন ওড়িশায় ক্ষমতাসীন বিজু জনতা দলও । আজ রাজ্যসভায় BJD সাংসদ প্রসন্ন আচার্য বলেন, "আজ সত্যিকার অর্থে জম্মু ও কাশ্মীর ভারতের অংশ হয়েছে । আমি ও আমার দল সরকারের এই প্রস্তাবকে পূর্ণ সমর্থন জানাচ্ছি । আমরা একটি আঞ্চলিক দল ৷ তবে ভারতের সার্বভৌমত্ব আমাদের কাছে সব থেকে উপরে ।"

আরও পড়ুন : জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল পাশ রাজ্যসভায়

অন্ধ্রপ্রদেশের শাসকদল YSR কংগ্রেস ও দিল্লির শাসকদল আম আদমি পার্টি কেন্দ্রের এই প্রস্তাবকে সমর্থন জানিয়েছে । দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইট করে সরকারের এই প্রস্তাবকে সমর্থন করেন । এর আগে, নানা সময় বিভিন্ন ইশুতে নরেন্দ্র মোদি সরকারের তুমুল সমালোচনা করতে দেখা গেছে কেজরিওয়ালকে । তবে কাশ্মীর প্রসঙ্গে কেন্দ্রের পাশে দাঁড়িয়েছেন তিনি । আবার অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুও টুইট করে মোদি সরকারকে এই বিলের ক্ষেত্রে সমর্থন করেন । তেলাঙ্গানার শাসকদল TRS-ও বিলটিকে সমর্থন করে ৷

আরও পড়ুন : সতর্কতামূলক ব্যবস্থা, আটক মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লা

তবে বেশ কিছু বিরোধীদলের সমর্থন পেলেও 370 ধারা তুলে নেওয়ার প্রস্তাবের বিষয়ে NDA-র শরিক JD(U)-র সমর্থন পেল না সরকার । আজ JD(U)-র তরফে রাজ্যসভায় সাংসদ রামনাথ ঠাকুর বলেন, "আমাদের দল এই বিলকে বয়কট করতে চায় ।"

দিল্লি, 5 অগাস্ট : আজ রাজ্যসভায় 370 ধারা রদের সিদ্ধান্ত জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । পাশাপাশি পেশ করেন জম্মু ও কাশ্মীর সংরক্ষণ (সংশোধনী) বিল । সেই বিলে জম্মু ও কাশ্মীর ও লাদাখকে আলাদা দু'টি কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রস্তাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । আর এর পরেই অশান্ত হয় সংসদ । রাজ্যসভার অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কাশ্মীর উপত্যকার পরিস্থিতি নিয়ে বিরোধীরা মুলতবি প্রস্তাব আনেন ৷ তবে বিরোধী দলের সাংসদদের হট্টগোলের মাঝেই উলটো সুর বেশ কিছু বিরোধীদলের গলায় । তাদের মধ্যে অন্যতম মায়াবতীর বহুজন সমাজ পার্টি । BSP-র রাজ্যসভা সাংসদ সতীশ মিশ্র বলেন, তাঁর দল কেন্দ্রের এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানাচ্ছে ৷

BSP-র পাশাপাশি বিলটিকে সমর্থন জানিয়েছেন ওড়িশায় ক্ষমতাসীন বিজু জনতা দলও । আজ রাজ্যসভায় BJD সাংসদ প্রসন্ন আচার্য বলেন, "আজ সত্যিকার অর্থে জম্মু ও কাশ্মীর ভারতের অংশ হয়েছে । আমি ও আমার দল সরকারের এই প্রস্তাবকে পূর্ণ সমর্থন জানাচ্ছি । আমরা একটি আঞ্চলিক দল ৷ তবে ভারতের সার্বভৌমত্ব আমাদের কাছে সব থেকে উপরে ।"

আরও পড়ুন : জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল পাশ রাজ্যসভায়

অন্ধ্রপ্রদেশের শাসকদল YSR কংগ্রেস ও দিল্লির শাসকদল আম আদমি পার্টি কেন্দ্রের এই প্রস্তাবকে সমর্থন জানিয়েছে । দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইট করে সরকারের এই প্রস্তাবকে সমর্থন করেন । এর আগে, নানা সময় বিভিন্ন ইশুতে নরেন্দ্র মোদি সরকারের তুমুল সমালোচনা করতে দেখা গেছে কেজরিওয়ালকে । তবে কাশ্মীর প্রসঙ্গে কেন্দ্রের পাশে দাঁড়িয়েছেন তিনি । আবার অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুও টুইট করে মোদি সরকারকে এই বিলের ক্ষেত্রে সমর্থন করেন । তেলাঙ্গানার শাসকদল TRS-ও বিলটিকে সমর্থন করে ৷

আরও পড়ুন : সতর্কতামূলক ব্যবস্থা, আটক মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লা

তবে বেশ কিছু বিরোধীদলের সমর্থন পেলেও 370 ধারা তুলে নেওয়ার প্রস্তাবের বিষয়ে NDA-র শরিক JD(U)-র সমর্থন পেল না সরকার । আজ JD(U)-র তরফে রাজ্যসভায় সাংসদ রামনাথ ঠাকুর বলেন, "আমাদের দল এই বিলকে বয়কট করতে চায় ।"

New Delhi, Aug 05 (ANI): PDP's Rajya Sabha MPs Nazir Ahmad Laway and Mir Mohammad Fayaz protest in Parliament premises. They protested over the Jammu and Kashmir turmoil. PDP leaders displayed placards written 'Why chaos in heaven?' Most prominent political leaders of Jammu and Kashmir have been put under house arrest late night.
Last Updated : Aug 5, 2019, 11:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.