ETV Bharat / bharat

রাগের মাথায় সাপকে কামড় ব্যক্তির ! - সাপের ছোবল

বাগে আসছিল না সাপটি । ধরতে গেলেই ছোবল মারে । তাই সাপটিকে কামড়ে দেন ব্যক্তি ।

man bites snake
man bites snake
author img

By

Published : Jul 12, 2020, 4:40 PM IST

Updated : Jul 12, 2020, 5:14 PM IST

হিঙ্গোলি (মহারাষ্ট্র), 12 জুলাই : গিয়েছিলেন সাপ ধরতে । সেই সময় ছোবল মারে সাপটি । কিন্তু, ভয় না পেয়ে সাপটিকে ধরে পালটা কামড় দেন এক ব্যক্তি । পরে নিজেই সাপটিকে হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য । মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার কাসাবে ধাওয়ান্দা গ্রামের ঘটনা ।

কয়েকদিন ধরেই এলাকায় ঘুরে বেড়াচ্ছিল সাপটি । একাধিকবার সাপটিকে ধরার চেষ্টা করেছেন বাসিন্দারা । কিন্তু পারেননি । এরপর সাপটি ধরতে এগিয়ে আসেন গ্রামেরই বাসিন্দা বছর 45-এর সঞ্জয় কাচরু খিলারে । সেই সময়ই তাঁকে ছোবল মারে সাপটি । আর তারপরই সাপটিকে দু'বার কামড়ে নিজের ঝোলায় ভরেন সঞ্জয় ।

অবশ্য তিনি নিজেই চিকিৎসা করাতে সাপটিকে হাসপাতালে নিয়ে যান । ঘটনার পর বালাপুরের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ওই ব্যক্তিকে । সেখান থেকে তাঁকে নান্দের শহরে স্থানান্তরিত করা হয় । বর্তমানে তিনি স্থিতিশীল রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা ।

হিঙ্গোলি (মহারাষ্ট্র), 12 জুলাই : গিয়েছিলেন সাপ ধরতে । সেই সময় ছোবল মারে সাপটি । কিন্তু, ভয় না পেয়ে সাপটিকে ধরে পালটা কামড় দেন এক ব্যক্তি । পরে নিজেই সাপটিকে হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য । মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার কাসাবে ধাওয়ান্দা গ্রামের ঘটনা ।

কয়েকদিন ধরেই এলাকায় ঘুরে বেড়াচ্ছিল সাপটি । একাধিকবার সাপটিকে ধরার চেষ্টা করেছেন বাসিন্দারা । কিন্তু পারেননি । এরপর সাপটি ধরতে এগিয়ে আসেন গ্রামেরই বাসিন্দা বছর 45-এর সঞ্জয় কাচরু খিলারে । সেই সময়ই তাঁকে ছোবল মারে সাপটি । আর তারপরই সাপটিকে দু'বার কামড়ে নিজের ঝোলায় ভরেন সঞ্জয় ।

অবশ্য তিনি নিজেই চিকিৎসা করাতে সাপটিকে হাসপাতালে নিয়ে যান । ঘটনার পর বালাপুরের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ওই ব্যক্তিকে । সেখান থেকে তাঁকে নান্দের শহরে স্থানান্তরিত করা হয় । বর্তমানে তিনি স্থিতিশীল রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা ।

Last Updated : Jul 12, 2020, 5:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.