ETV Bharat / bharat

নীতীশ কুমারের শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট RJD-র - তেজস্বী যাদব

2020 বিহার বিধানসভা নির্বাচনে সব মিলিয়ে 12 হাজারের কিছু বেশি ভোট বিরোধী মহাজোটের থেকে পেয়েছে NDA। যা প্রকাশ্য়ে আসতেই জালিয়াতির অভিযোগে সরব হয়েছে RJD সহ বিরোধী মহাজোটের অন্য়ান্য় শরিক দলগুলি ৷ সেই রেশ বজায় রেখে, সোমবার নীতীশ কুমারের মুখ্য়মন্ত্রী পদে শপথের অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছে রাষ্ট্রীয় জনতা দল ৷

bihar-rjd-to-boycott-swearing-in-ceremony-of-nitish-kumar
নীতীশ কুমারের শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট RJD’র
author img

By

Published : Nov 16, 2020, 3:10 PM IST

পটনা, 16 নভেম্বর : টানা চতুর্থবারের জন্য় বিহারের মুখ্য়মন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নীতীশ কুমার ৷ আর সেই শপথগ্রহণ অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছে RJD ৷ একটি টুইট করে RJD-র তরফে একথা জানানো হয়েছে ৷ সেখানে লেখা হয়েছে, NDA জনগণের রায়কে প্রতারিত করে ক্ষমতায় এসেছে ৷ তাই নীতীশ কুমারের শপথগ্রহণ অনুষ্ঠানে RJD নেতা তেজস্বী যাদব উপস্থিত থাকবেন না ৷

এবারের নির্বাচনে মহাজোটের থেকে সব মিলিয়ে 12 হাজারের কিছু বেশি ভোট পেয়েছে NDA । যা প্রকাশ্য়ে আসতেই কারচুপির অভিযোগে সরব হয়েছে RJD সহ মহাজোটের শরিক দলগুলি ৷ আর সেই কারণে নীতীশ কুমারের শপথগ্রহণ অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছে RJD ৷ একটি টুইট করে RJD-র তরফে একথা জানানো হয়েছে । জনগণ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছিল, যা NDA-র বিপক্ষে ছিল ৷ যে রায়কে বদল করা হয়েছে ৷ বিহারের বেকার, কৃষক, ঠিকা কর্মী এবং শিক্ষকদের জিজ্ঞাসা করুন তাঁদের সঙ্গে কী হচ্ছে ? মানুষ NDA-র এই প্রতারণার বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে ৷ আমরা পাবলিক রিপ্রেজ়েন্টেটিভ, তাই তাঁদের সঙ্গেই RJD থাকবে ৷ তেজস্বী যাদব ইতিমধ্য়েই পোস্টাল ব্য়ালটে পুনর্গণনার দাবি জানিয়েছেন ৷

  • राजद शपथ ग्रहण का बायकॉट करती है। बदलाव का जनादेश NDA के विरुद्ध है। जनादेश को 'शासनादेश' से बदल दिया गया। बिहार के बेरोजगारों,किसानो,संविदाकर्मियों, नियोजित शिक्षकों से पूछे कि उनपर क्या गुजर रही है।NDA के फर्ज़ीवाड़े से जनता आक्रोशित है। हम जनप्रतिनिधि है और जनता के साथ खड़े है

    — Rashtriya Janata Dal (@RJDforIndia) November 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রবিবার বৈঠকের পর রাজ্য়পাল ফাগু চৌহ্বানের সঙ্গে সাক্ষাৎ করে NDA-র সরকার গঠনের আবেদন জানান নীতীশ কুমার ৷ তারপরেই সোমবার শপথগ্রহণের অনুষ্ঠানের কথা ঘোষণা করা হয় ৷ সেইমতো এদিন বিকেল সাড়ে 4টেয় শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হবে ৷ যেখানে টানা চারবার মুখ্য়মন্ত্রী পদে শপথ নেবেন JDU প্রধান ৷

পটনা, 16 নভেম্বর : টানা চতুর্থবারের জন্য় বিহারের মুখ্য়মন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নীতীশ কুমার ৷ আর সেই শপথগ্রহণ অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছে RJD ৷ একটি টুইট করে RJD-র তরফে একথা জানানো হয়েছে ৷ সেখানে লেখা হয়েছে, NDA জনগণের রায়কে প্রতারিত করে ক্ষমতায় এসেছে ৷ তাই নীতীশ কুমারের শপথগ্রহণ অনুষ্ঠানে RJD নেতা তেজস্বী যাদব উপস্থিত থাকবেন না ৷

এবারের নির্বাচনে মহাজোটের থেকে সব মিলিয়ে 12 হাজারের কিছু বেশি ভোট পেয়েছে NDA । যা প্রকাশ্য়ে আসতেই কারচুপির অভিযোগে সরব হয়েছে RJD সহ মহাজোটের শরিক দলগুলি ৷ আর সেই কারণে নীতীশ কুমারের শপথগ্রহণ অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছে RJD ৷ একটি টুইট করে RJD-র তরফে একথা জানানো হয়েছে । জনগণ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছিল, যা NDA-র বিপক্ষে ছিল ৷ যে রায়কে বদল করা হয়েছে ৷ বিহারের বেকার, কৃষক, ঠিকা কর্মী এবং শিক্ষকদের জিজ্ঞাসা করুন তাঁদের সঙ্গে কী হচ্ছে ? মানুষ NDA-র এই প্রতারণার বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে ৷ আমরা পাবলিক রিপ্রেজ়েন্টেটিভ, তাই তাঁদের সঙ্গেই RJD থাকবে ৷ তেজস্বী যাদব ইতিমধ্য়েই পোস্টাল ব্য়ালটে পুনর্গণনার দাবি জানিয়েছেন ৷

  • राजद शपथ ग्रहण का बायकॉट करती है। बदलाव का जनादेश NDA के विरुद्ध है। जनादेश को 'शासनादेश' से बदल दिया गया। बिहार के बेरोजगारों,किसानो,संविदाकर्मियों, नियोजित शिक्षकों से पूछे कि उनपर क्या गुजर रही है।NDA के फर्ज़ीवाड़े से जनता आक्रोशित है। हम जनप्रतिनिधि है और जनता के साथ खड़े है

    — Rashtriya Janata Dal (@RJDforIndia) November 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রবিবার বৈঠকের পর রাজ্য়পাল ফাগু চৌহ্বানের সঙ্গে সাক্ষাৎ করে NDA-র সরকার গঠনের আবেদন জানান নীতীশ কুমার ৷ তারপরেই সোমবার শপথগ্রহণের অনুষ্ঠানের কথা ঘোষণা করা হয় ৷ সেইমতো এদিন বিকেল সাড়ে 4টেয় শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হবে ৷ যেখানে টানা চারবার মুখ্য়মন্ত্রী পদে শপথ নেবেন JDU প্রধান ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.