ETV Bharat / bharat

বিহারের শেষ হল বিধানসভা নির্বাচনের প্রথম দফার প্রচার - first phase of assembly election

বিহারের বিধানসভা নির্বাচনে প্রথম দফায় 71 টি আসনে ভোটগ্রহণ হবে ।

Bihar assembly election ২০২০
বিহারে বিধানসভা নির্বাচনের প্রথম দফার প্রচার শেষ হলো
author img

By

Published : Oct 27, 2020, 7:31 PM IST

পটনা, 27 অক্টোবর : বিহারে বিধানসভা নির্বাচনের প্রচার গতকাল শেষ হয়েছে । 28 অক্টোবর প্রথম পর্যায়ের নির্বাচন । 3 ও 7 নভেম্বর যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ভোট । 10 নভেম্বর নির্বাচনের ফল ঘোষণা হবে ।

71 টি বিধানসভা কেন্দ্রে ওইদিন ভোটগ্রহণ হবে । প্রথম পর্যায়ে বিহারের যে বিধানসভা কেন্দ্রগুলিতে ভোট হবে তার মধ্যে রয়েছে মাওবাদী অধ্যুষিত গয়া, রোহতাস এবং অউরঙ্গাবাদ । সব মিলিয়ে মোট এক হাজার 66 জন প্রার্থী প্রথম পর্যায়ে লড়বেন । এদের মধ্যে 114 জন মহিলা প্রার্থী রয়েছেন । রাষ্ট্রীয় জনতা দল 71টির মধ্যে 42টি আসনে লড়াই করছে । জনতা দল ইউনাইটেড 41টি কেন্দ্রে, BJP 29টি কেন্দ্রে, কংগ্রেস 21টি কেন্দ্রে এবং LJP প্রার্থীরা 41 টি আসনে লড়াই করছেন ।

প্রেম কুমার, জয় কুমার সিং, সন্তোষ কুমার নিরালা, বিজয় সিনহা এবং রাম নারায়ণ মণ্ডল লড়াই করবেন । RJD-র সঙ্গে জোট করে বিহার বিধানসভা নির্বাচনে লড়ছে কংগ্রেস ।

পটনা, 27 অক্টোবর : বিহারে বিধানসভা নির্বাচনের প্রচার গতকাল শেষ হয়েছে । 28 অক্টোবর প্রথম পর্যায়ের নির্বাচন । 3 ও 7 নভেম্বর যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ভোট । 10 নভেম্বর নির্বাচনের ফল ঘোষণা হবে ।

71 টি বিধানসভা কেন্দ্রে ওইদিন ভোটগ্রহণ হবে । প্রথম পর্যায়ে বিহারের যে বিধানসভা কেন্দ্রগুলিতে ভোট হবে তার মধ্যে রয়েছে মাওবাদী অধ্যুষিত গয়া, রোহতাস এবং অউরঙ্গাবাদ । সব মিলিয়ে মোট এক হাজার 66 জন প্রার্থী প্রথম পর্যায়ে লড়বেন । এদের মধ্যে 114 জন মহিলা প্রার্থী রয়েছেন । রাষ্ট্রীয় জনতা দল 71টির মধ্যে 42টি আসনে লড়াই করছে । জনতা দল ইউনাইটেড 41টি কেন্দ্রে, BJP 29টি কেন্দ্রে, কংগ্রেস 21টি কেন্দ্রে এবং LJP প্রার্থীরা 41 টি আসনে লড়াই করছেন ।

প্রেম কুমার, জয় কুমার সিং, সন্তোষ কুমার নিরালা, বিজয় সিনহা এবং রাম নারায়ণ মণ্ডল লড়াই করবেন । RJD-র সঙ্গে জোট করে বিহার বিধানসভা নির্বাচনে লড়ছে কংগ্রেস ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.