ETV Bharat / bharat

রুখবে কোরোনা, ছাতা খুললেই স্যানিটাইজ়ার ! - কোরোনাভাইরাসের লক্ষণ

বিশ্বাস, আবার একটা ভোর আসবে, একরত্তি বেঁচে থাকার আশা নিয়ে । এবার সেই লড়াইয়ে সামিল বিহারের ঔরঙ্গাবাদের এক যুবকও ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 4, 2020, 3:51 PM IST

ঔরঙ্গাবাদ, 4 এপ্রিল : দেশে কোরোনা পরিস্থিতি ক্রমেই জটিল রূপ নিতে শুরু করেছে । বিগত 12 ঘণ্টায় সংক্রমিত হয়েছে সাড়ে তিন'শোরও বেশি মানুষ । তবু লড়াই জারি । ভাইরাসের বিরুদ্ধে এক অসম লড়াই লড়ছে গোটা দেশ । সবার বিশ্বাস, আবার একটা ভোর হবে, একরত্তি বেঁচে থাকার আশা নিয়ে । এবার সেই লড়াইয়ে শামিল বিহারের ঔরঙ্গাবাদের এক যুবকও । নাম বিনীত প্রজাপতি । পেশায় ইঞ্জিনিয়র । তৈরি করে ফেলেছে বিশেষ একধরনের ছাতা । হাইড্রোলিক চাপের নীতির উপর ভিত্তি করেই তৈরি হয়েছে এই ছাতা ।

COVID 19
ছাতার ভিতরেই থাকছে স্যানিটাইজ়ার

সেই ছাতার মধ্যে রয়েছে স্যানিটাইজ়ারও, যা আপনার স্বাস্থ্যবিধি নিয়ে দুশ্চিন্তাও দূর করবে । যখন কেউ এই ছাতা খুলবে, সঙ্গে সঙ্গে ছাতার ভিতরে আগে থেকে লাগানো স্যানিটাইজ়ারের উপর চাপ পড়বে । ফলে ছাতার উপরের ভাগটা এই স্যানিটাইজ়ার দিয়ে জীবাণুমুক্ত করা যাবে । বাকি ছাতার কাপড়ের অংশ যেখান থেকে শেষ হচ্ছে সেখান থেকে শুরু করে পুরো এক মানুষ সমান লম্বা অর্ধস্বচ্ছ পলিথিন সেলাই করে দেওয়া হয়েছে ছাতার সঙ্গে । এতে সামাজিক দূরত্বটাও বজায় রাখতে পারবে মানুষ ।

বিনীতকে এই ছাতার বাজার দর কীরকম হতে সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "বাজারে এখন একটা ছাতার দাম খুব কম হলেও 100 থেকে 300 টাকার মধ্যে হয় । কিন্তু তার এই বিশেষ ছাতার দাম পড়বে মাত্র 200 টাকা ।" তবে বিনীত এই কৃতিত্ব কিন্তু এবারই প্রথম নয় , এর আগেও প্লাস্টিকজাত বর্জ্য থেকে জ্বালানি বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন বিনীত ।

ঔরঙ্গাবাদ, 4 এপ্রিল : দেশে কোরোনা পরিস্থিতি ক্রমেই জটিল রূপ নিতে শুরু করেছে । বিগত 12 ঘণ্টায় সংক্রমিত হয়েছে সাড়ে তিন'শোরও বেশি মানুষ । তবু লড়াই জারি । ভাইরাসের বিরুদ্ধে এক অসম লড়াই লড়ছে গোটা দেশ । সবার বিশ্বাস, আবার একটা ভোর হবে, একরত্তি বেঁচে থাকার আশা নিয়ে । এবার সেই লড়াইয়ে শামিল বিহারের ঔরঙ্গাবাদের এক যুবকও । নাম বিনীত প্রজাপতি । পেশায় ইঞ্জিনিয়র । তৈরি করে ফেলেছে বিশেষ একধরনের ছাতা । হাইড্রোলিক চাপের নীতির উপর ভিত্তি করেই তৈরি হয়েছে এই ছাতা ।

COVID 19
ছাতার ভিতরেই থাকছে স্যানিটাইজ়ার

সেই ছাতার মধ্যে রয়েছে স্যানিটাইজ়ারও, যা আপনার স্বাস্থ্যবিধি নিয়ে দুশ্চিন্তাও দূর করবে । যখন কেউ এই ছাতা খুলবে, সঙ্গে সঙ্গে ছাতার ভিতরে আগে থেকে লাগানো স্যানিটাইজ়ারের উপর চাপ পড়বে । ফলে ছাতার উপরের ভাগটা এই স্যানিটাইজ়ার দিয়ে জীবাণুমুক্ত করা যাবে । বাকি ছাতার কাপড়ের অংশ যেখান থেকে শেষ হচ্ছে সেখান থেকে শুরু করে পুরো এক মানুষ সমান লম্বা অর্ধস্বচ্ছ পলিথিন সেলাই করে দেওয়া হয়েছে ছাতার সঙ্গে । এতে সামাজিক দূরত্বটাও বজায় রাখতে পারবে মানুষ ।

বিনীতকে এই ছাতার বাজার দর কীরকম হতে সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "বাজারে এখন একটা ছাতার দাম খুব কম হলেও 100 থেকে 300 টাকার মধ্যে হয় । কিন্তু তার এই বিশেষ ছাতার দাম পড়বে মাত্র 200 টাকা ।" তবে বিনীত এই কৃতিত্ব কিন্তু এবারই প্রথম নয় , এর আগেও প্লাস্টিকজাত বর্জ্য থেকে জ্বালানি বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন বিনীত ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.