ETV Bharat / bharat

বিহারে আত্মঘাতী কিশোরী, গণধর্ষণের অভিযোগ - Bihar Dalit Teen Dies By Suicide

পরিবারের তরফ থেকে তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে । এই তিন অভিযুক্ত হল রাহুল কুমার , চিন্টু কুমার , চন্দন কুমার । বাকি একজনের নাম জানা যায়নি । তাদের অভিযোগ , ওই কিশোরীকে ধর্ষণ করা হয়েছে ।

Rape
ছবিটি প্রতীকী
author img

By

Published : Oct 3, 2020, 1:45 PM IST

পটনা , 3 অক্টোবর : উত্তরপ্রদেশ, রাজস্থান , মধ্যপ্রদেশের পর এবার বিহার । গতকাল এক দলিত কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল চারজনের বিরুদ্ধে । এরপর ওই কিশোরী আত্মহত্যা করে । বিহারের গয়া জেলার ঘটনা ।

পরিবারের তরফে তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে । এই তিন অভিযুক্ত হল- রাহুল কুমার , চিন্টু কুমার , চন্দন কুমার । বাকি একজনের নাম জানা যায়নি । তাদের অভিযোগ , ওই কিশোরীকে ধর্ষণ করা হয়েছে । তারপরই সে আত্মহত্যা করে । পুলিশ জানিয়েছে , ওই কিশোরীর দেহ ময়নাতদন্তের জন্য গয়া মেডিকেল কলেজে পাঠানো হয়েছে । রিপোর্ট এলে বিষয়টি পরিষ্কার হবে ।

15 দিন লড়াইয়ের পর 29 সেপ্টেম্বর দিল্লির হাসপাতালে মৃত্যু হয় হাথরসের নির্যাতিতার । তাঁর জিভে গভীর ক্ষত ছিল । শিরদাঁড়া ভেঙে যাওয়ায় শ্বাস নিতে পারছিলেন না তিনি । পক্ষাঘাতে আক্রান্ত হয়েছিলেন বলে জানান চিকিৎসকরা । এদিকে তাঁর মৃতদেহ পুলিশ জোর করে পুড়িয়ে দেয় বলেও অভিযোগ । এরপরই এই ঘটনা নিয়ে তোলপাড় হয় জাতীয় রাজনীতি ।

এরই মধ্যে উত্তরপ্রদেশের বলরামপুরে 22 বছর বয়সি এক যুবতিকে অপহরণ ও ধর্ষণের পর খুনের অভিযোগ ওঠে ৷ 30 সেপ্টেম্বর সন্ধে নাগাদ হাসপাতালে ওই যুবতির মৃত্যু হয় ৷ কলেজে ভরতি হওয়ার জন্য গিয়েছিল ওই যুবতি ৷ তখনই ওই যুবতিকে অপহরণ করা হয় বলে অভিযোগ তার পরিবারের ৷

অন্যদিকে, জয়পুরে এক নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছিল তিনজনের বিরুদ্ধে । 30 সেপ্টেম্বর বাড়ি থেকে বেরিয়েছিল ওই নাবালিকা । অভিযোগ, তখনই তাকে অপহরণ করে একটি পরিত্যক্ত জায়গায় নিয়ে যায় ওই তিন অভিযুক্ত । এরপর তাকে ধর্ষণ করে সেখানেই ফেলে রেখে পালিয়ে যায় তারা ।

পটনা , 3 অক্টোবর : উত্তরপ্রদেশ, রাজস্থান , মধ্যপ্রদেশের পর এবার বিহার । গতকাল এক দলিত কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল চারজনের বিরুদ্ধে । এরপর ওই কিশোরী আত্মহত্যা করে । বিহারের গয়া জেলার ঘটনা ।

পরিবারের তরফে তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে । এই তিন অভিযুক্ত হল- রাহুল কুমার , চিন্টু কুমার , চন্দন কুমার । বাকি একজনের নাম জানা যায়নি । তাদের অভিযোগ , ওই কিশোরীকে ধর্ষণ করা হয়েছে । তারপরই সে আত্মহত্যা করে । পুলিশ জানিয়েছে , ওই কিশোরীর দেহ ময়নাতদন্তের জন্য গয়া মেডিকেল কলেজে পাঠানো হয়েছে । রিপোর্ট এলে বিষয়টি পরিষ্কার হবে ।

15 দিন লড়াইয়ের পর 29 সেপ্টেম্বর দিল্লির হাসপাতালে মৃত্যু হয় হাথরসের নির্যাতিতার । তাঁর জিভে গভীর ক্ষত ছিল । শিরদাঁড়া ভেঙে যাওয়ায় শ্বাস নিতে পারছিলেন না তিনি । পক্ষাঘাতে আক্রান্ত হয়েছিলেন বলে জানান চিকিৎসকরা । এদিকে তাঁর মৃতদেহ পুলিশ জোর করে পুড়িয়ে দেয় বলেও অভিযোগ । এরপরই এই ঘটনা নিয়ে তোলপাড় হয় জাতীয় রাজনীতি ।

এরই মধ্যে উত্তরপ্রদেশের বলরামপুরে 22 বছর বয়সি এক যুবতিকে অপহরণ ও ধর্ষণের পর খুনের অভিযোগ ওঠে ৷ 30 সেপ্টেম্বর সন্ধে নাগাদ হাসপাতালে ওই যুবতির মৃত্যু হয় ৷ কলেজে ভরতি হওয়ার জন্য গিয়েছিল ওই যুবতি ৷ তখনই ওই যুবতিকে অপহরণ করা হয় বলে অভিযোগ তার পরিবারের ৷

অন্যদিকে, জয়পুরে এক নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছিল তিনজনের বিরুদ্ধে । 30 সেপ্টেম্বর বাড়ি থেকে বেরিয়েছিল ওই নাবালিকা । অভিযোগ, তখনই তাকে অপহরণ করে একটি পরিত্যক্ত জায়গায় নিয়ে যায় ওই তিন অভিযুক্ত । এরপর তাকে ধর্ষণ করে সেখানেই ফেলে রেখে পালিয়ে যায় তারা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.