ETV Bharat / bharat

বিহার নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসের একাধিক কমিটি গঠন - বিহারের নির্বাচনে কংগ্রেস

নির্বাচন ম্যানেজমেন্ট এবং কোঅর্ডিনেশন কমিটি, পাবলিসিটি কমিটি, পাবলিক মিটিং এন্ড লজিস্টিকস কমিটি, লিগ্যাল কমিটি অ্যান্ড অফিস ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হয়েছে ।

Congress
Congress
author img

By

Published : Oct 11, 2020, 8:27 PM IST

দিল্লি, 11 অক্টোবর : বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসের একাধিক কমিটি গঠন । এদিন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি এই কমিটিগুলোর ঘোষণা করেন । বিহারের আসন্ন নির্বাচনে কংগ্রেসের ক্যাম্পেইনে দেখাশোনা করবে কমিটিগুলো ।

নির্বাচন ম্যানেজমেন্ট এবং কোঅর্ডিনেশন কমিটি, পাবলিসিটি কমিটি, পাবলিক মিটিং এন্ড লজিস্টিকস কমিটি, লিগ্যাল কমিটি অ্যান্ড অফিস ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হয়েছে । এই নির্বাচনকে দেখাশোনা করার জন্য কংগ্রেসের জেনারেল সেক্রেটারি রণদীপ সূর্যেওয়ালাকে দায়িত্ব দেওয়া হয়েছে । পাশাপাশি 14 সদস্যের একটি ম্যানেজমেন্ট ও কোঅর্ডিনেশন কমিটিও গঠন করা হয়েছে । যার প্রধানও রণদীপ সূর্যেওয়ালা । কমিটিতে রয়েছেন মোহন প্রকাশ, শাকিলুজ্জামন আনসারী ।

কংগ্রেসের পাবলিক কমিটির প্রধান করা হয়েছে সুবোধ কুমারকে । মিডিয়া কমিটির প্রধান পাওয়ান খেরা, লজিস্টিকস কমিটির প্রধান ব্রিজেশকুমার মুনান । অপরদিকে, ম্যানেজমেন্ট কমিটির দেখাশোনা করবেন অশোক রাম ও লিগ্যাল টিমের দেখাশোনা করবেন বরুণ চোপড়া ।

আসন্ন নির্বাচনে কংগ্রেসের স্টার ক্যাম্পাইনারাসের তালিকা ঘোষণা করা হয় । শনিবার কংগ্রেসের তরফে এই তালিকা প্রকাশ করা হয় । তালিকায় রয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি এবং রয়েছেন শত্রুঘ্ন সিনহা । বিহারের নির্বাচনে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ কংগ্রেস । তাই তার আগে দলকে চাঙ্গা করতে প্রস্তুত কংগ্রেস শিবির ।

উল্লেখ্য, কোরোনা পরিস্থিতিতে দেশে প্রথম বিহারে নির্বাচন হতে চলেছে । গত 25 সেপ্টেম্বর নির্বাচন কমিশনের তরফে জানানো হয় যে, বিহারে তিন দফায় নির্বাচন হবে । অক্টোবরের 28, নভেম্বরের 3 ও 7 তারিখ নির্বাচন হতে চলেছে । গণনা হবে 10 নভেম্বর ।

দিল্লি, 11 অক্টোবর : বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসের একাধিক কমিটি গঠন । এদিন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি এই কমিটিগুলোর ঘোষণা করেন । বিহারের আসন্ন নির্বাচনে কংগ্রেসের ক্যাম্পেইনে দেখাশোনা করবে কমিটিগুলো ।

নির্বাচন ম্যানেজমেন্ট এবং কোঅর্ডিনেশন কমিটি, পাবলিসিটি কমিটি, পাবলিক মিটিং এন্ড লজিস্টিকস কমিটি, লিগ্যাল কমিটি অ্যান্ড অফিস ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হয়েছে । এই নির্বাচনকে দেখাশোনা করার জন্য কংগ্রেসের জেনারেল সেক্রেটারি রণদীপ সূর্যেওয়ালাকে দায়িত্ব দেওয়া হয়েছে । পাশাপাশি 14 সদস্যের একটি ম্যানেজমেন্ট ও কোঅর্ডিনেশন কমিটিও গঠন করা হয়েছে । যার প্রধানও রণদীপ সূর্যেওয়ালা । কমিটিতে রয়েছেন মোহন প্রকাশ, শাকিলুজ্জামন আনসারী ।

কংগ্রেসের পাবলিক কমিটির প্রধান করা হয়েছে সুবোধ কুমারকে । মিডিয়া কমিটির প্রধান পাওয়ান খেরা, লজিস্টিকস কমিটির প্রধান ব্রিজেশকুমার মুনান । অপরদিকে, ম্যানেজমেন্ট কমিটির দেখাশোনা করবেন অশোক রাম ও লিগ্যাল টিমের দেখাশোনা করবেন বরুণ চোপড়া ।

আসন্ন নির্বাচনে কংগ্রেসের স্টার ক্যাম্পাইনারাসের তালিকা ঘোষণা করা হয় । শনিবার কংগ্রেসের তরফে এই তালিকা প্রকাশ করা হয় । তালিকায় রয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি এবং রয়েছেন শত্রুঘ্ন সিনহা । বিহারের নির্বাচনে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ কংগ্রেস । তাই তার আগে দলকে চাঙ্গা করতে প্রস্তুত কংগ্রেস শিবির ।

উল্লেখ্য, কোরোনা পরিস্থিতিতে দেশে প্রথম বিহারে নির্বাচন হতে চলেছে । গত 25 সেপ্টেম্বর নির্বাচন কমিশনের তরফে জানানো হয় যে, বিহারে তিন দফায় নির্বাচন হবে । অক্টোবরের 28, নভেম্বরের 3 ও 7 তারিখ নির্বাচন হতে চলেছে । গণনা হবে 10 নভেম্বর ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.